জলপাইগুড়ি, 21 জুলাই : ইস্টবেঙ্গল ক্লাব বাঁচানোর দাবি এবার জলপাইগুড়িতে ৷ জেলার সমাজ পাড়া মোড়ে বিক্ষোভ সমাবেশ করেন ইস্টবেঙ্গল ফ্যানস ক্লাব জলপাইগুড়ির সদস্যরা ৷ লাল-হলুদের অচলাবস্থা কাটাতেই এই বিক্ষোভ সমাবেশ ৷
বিতর্ক নয়, ইস্টবেঙ্গল ফিরুক খেলার মাঠে, কার্যত এই দাবি নিয়ে আজ বিক্ষোভ সমাবেশ করেন সমর্থকদের একাংশ ৷ জলপাইগুড়ি ইস্টবেঙ্গল ফ্যানস ক্লাবের সম্পাদক ভাস্কর গুহ বলেন, ‘‘ আমরা ইস্টবেঙ্গল ক্লাবের সমর্থক ৷ আমরা চাই লাল-হলুদ ফের স্বমহিমায় ফিরে আসুক । সব জটিলতা কাটিয়ে ফের খেলায় ফিরুক প্রিয় ক্লাব ইস্টবেঙ্গল । আমরা এই দাবিতেই জলপাইগুড়ি সমাজপাড়া মোড়ে বিক্ষোভ দেখাচ্ছি ।’’
জলপাইগুড়ি ইস্টবেঙ্গল ফ্যানস ক্লাবের সভাপতি অসীম নন্দী বলেন, ‘‘গতবছর থেকে ইস্টবেঙ্গলে সমস্যা চলছে । আমরা চাই স্পনসরের সঙ্গে সমস্ত সমস্যা মিটিয়ে ফের খেলায় ফিরুক ইস্টবেঙ্গল । এখন নতুন করে স্থায়ী চুক্তিপত্রে সই করতে হবে । যদি সই না করা হয় তাহলে কোন অর্থ বিনিয়োগ করবে ওই সংস্থা ?’’
আরও পড়ুন : সমর্থকদের বিক্ষোভে উত্তপ্ত ইস্টবেঙ্গল
প্রসঙ্গত, ইনভেস্টর শ্রী সিমেন্টের সঙ্গে চুক্তিতে এখনও সই করেনি লাল-হলুদ ক্লাব কর্তৃপক্ষ ৷ তারপর স্পোর্টিং রাইটস না ফেরানোর হুমকি দিয়েছে, বিনিয়োগকারী সংস্থা শ্রী সিমেন্ট ৷ তাঁদের সাফ কথা, হয় চুক্তি পত্রে সই করতে হবে ক্লাবের কর্তাদের, নতুবা ফেরাতে হবে আগের বছরের বিনিয়োগের টাকা ৷ তারপরই ক্লাবের স্পোর্টিং রাইটস ফেরৎ দেবে শ্রী সিমেন্ট ৷ বিনিয়োগকারী সংস্থা ও ক্লাব কর্তৃপক্ষের নাছোড় মনোভাবে প্রায় বিশ বাঁও জলে ইস্টবেঙ্গলের আইএসএল খেলা ৷ একই সঙ্গে অন্যান্য প্রতিযোগিতায় ইস্টবেঙ্গলের অংশগ্রহণ নিয়েও প্রশ্ন উঠেছে ৷ আর এটাই মানতে পারছেন না সদস্য সমর্থকরা ৷