ETV Bharat / sports

আগামী দু‘বছর ইস্টবেঙ্গলের কোচ আলেয়ান্দ্রোই

গার্সিয়ার হাত ধরে আরও সাফল্যর বিষয়ে আশাবাদী ইস্টবেঙ্গল

গার্সিয়া
author img

By

Published : Mar 6, 2019, 9:13 PM IST

কলকাতা, ৬ মার্চ : আগামী দু‘বছরের জন্য ইস্টবেঙ্গলের কোচ নিযুক্ত হলেন আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া। আজ কোয়েস ইস্টবেঙ্গলের তরফে এই খবর সরকারিভাবে জানানো হয়েছে।

বিজ্ঞানভিত্তিক কোচিং, অসাধারণ ম্যাচ রিডিংয়ে ভর দিয়ে ইস্টবেঙ্গলকে আইলিগ জয়ের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন। ৯ মার্চ শেষ ম্যাচে ফলাফল যাই হোক না কেন আগামী দু'বছরের জন্য ইস্টবেঙ্গলের কোচের দায়িত্ব স্প্যানিশ কোচের হাতেই তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুনভাবে চুক্তিবদ্ধ হওয়ার পরে আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া জানান, ক্লাব ম্যানেজমেন্ট তাঁর উপর আস্থা রাখায় খুশি। আগামী দু'বছরে ইস্টবেঙ্গলকে সাফল্য এনে দেওয়া ও বিশ্বমানের ক্লাবে পরিণত করাই একমাত্র লক্ষ্য তাঁর। কোয়েস চেয়ারম্যান অজিত আইজ়্যাক বলেছেন, "আলেয়ান্দ্রোর কোচিংয়ে ইস্টবেঙ্গল দাপুটে পারফরম্যান্স উপহার দিয়েছে আইলিগে। দলকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য তাই স্প্যানিশ কোচেই আস্থা রাখছি।"

এবিষয়ে ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেন, "আমরা বরাবরই দীর্ঘমেয়াদি চুক্তি করতে চেয়েছিলাম। গার্সিয়ার সঙ্গে আমাদের মতের মিল হয়েছে। গার্সিয়ার পারফরম্যান্সে আমরা খুশি। আমরা আশা করছি গার্সিয়ার হাত ধরে বড় সাফল্য আসবে।"

কলকাতা, ৬ মার্চ : আগামী দু‘বছরের জন্য ইস্টবেঙ্গলের কোচ নিযুক্ত হলেন আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া। আজ কোয়েস ইস্টবেঙ্গলের তরফে এই খবর সরকারিভাবে জানানো হয়েছে।

বিজ্ঞানভিত্তিক কোচিং, অসাধারণ ম্যাচ রিডিংয়ে ভর দিয়ে ইস্টবেঙ্গলকে আইলিগ জয়ের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন। ৯ মার্চ শেষ ম্যাচে ফলাফল যাই হোক না কেন আগামী দু'বছরের জন্য ইস্টবেঙ্গলের কোচের দায়িত্ব স্প্যানিশ কোচের হাতেই তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুনভাবে চুক্তিবদ্ধ হওয়ার পরে আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া জানান, ক্লাব ম্যানেজমেন্ট তাঁর উপর আস্থা রাখায় খুশি। আগামী দু'বছরে ইস্টবেঙ্গলকে সাফল্য এনে দেওয়া ও বিশ্বমানের ক্লাবে পরিণত করাই একমাত্র লক্ষ্য তাঁর। কোয়েস চেয়ারম্যান অজিত আইজ়্যাক বলেছেন, "আলেয়ান্দ্রোর কোচিংয়ে ইস্টবেঙ্গল দাপুটে পারফরম্যান্স উপহার দিয়েছে আইলিগে। দলকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য তাই স্প্যানিশ কোচেই আস্থা রাখছি।"

এবিষয়ে ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেন, "আমরা বরাবরই দীর্ঘমেয়াদি চুক্তি করতে চেয়েছিলাম। গার্সিয়ার সঙ্গে আমাদের মতের মিল হয়েছে। গার্সিয়ার পারফরম্যান্সে আমরা খুশি। আমরা আশা করছি গার্সিয়ার হাত ধরে বড় সাফল্য আসবে।"

Intro:চলছে মোজা ট্রেনিং।


Body:নতুন ভাবে জানতে পারছি


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.