কলকাতা, 19 জুলাই : মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ৷ ঘটি -বাঙালের লড়াইয়ে একে অপরকে হারানোর মরিয়া প্রচেষ্টা চলে ৷ কিন্তু এবার মোহনবাগানকে একটি বিষয়ে টেক্কা দিল ইস্টবেঙ্গল । স্পোর্টিং রাইটস হাতে পাওয়ার পরে ইস্টবেঙ্গল ক্লাব প্রাইভেট লিমিটেড নামটি কম্পানি অ্যাফেয়ার্সে নথিভুক্ত করিয়েছেন ক্লাব কর্তারা ।
এর ফলে যে বিনিয়োগকারী সংস্থা আগামী দিনে লাল-হলুদ ব্রিগেডের পাশে দাঁড়াবেন তারা কখনই তাঁদের নাম ইস্টবেঙ্গলের নামের আগে নিজেদের নাম জুড়তে পারবেন না । এমনকি কোনও ক্লাবের সঙ্গে যদি মার্জার করতে হয় তাহলেও ইস্টবেঙ্গলের নামের আগে তারা আসতে পারবে না । এই জায়গাতেই মোহনবাগানকে টেক্কা দিয়েছে ইস্টবেঙ্গল ।
গাঁটছড়া বাঁধার আগে যদি সবুজ মেরুন কর্তারা মোহনবাগান ফুটবল ক্লাবটির নাম রেজিস্ট্রেশন করিয়ে রাখতেন, তাহলে এটিকে নামটি সামনে বসানো সম্ভব হত না । শেয়ারের সিংহভাগ থাকলেও নাম বদলানো যেত না । ইস্টবেঙ্গলের এক প্রভাবশালী কর্তা বলছিলেন তাঁরা ভুল থেকে শিক্ষা নিয়েছেন । তাই এবার আটঘাট বেঁধে নামছেন ।
আরও পড়ুন :- ভুল করে লালার ব্যবহার সিবলের, বল জীবাণুমুক্ত করলেন আম্পায়ার
প্রভাবশালী কর্তার আশা চলতি মাসের শেষে কিংবা নতুন মাসের প্রথম সপ্তাহে ইস্টবেঙ্গলের স্পনসর কিংবা বিনিয়োগকারীকে ঘিরে তৈরি হওয়া জল্পনার শেষ হবে । যে স্পনসরই আসুক না কেন তারা ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব প্রাইভেট লিমিটেডের শেয়ার কিনবে মাত্র । টাকার বিনিয়োগের পরিমানের ওপর শেয়ারের পরিমাণ দেওয়া হবে । খবরে প্রকাশ তিনটি স্পনসর ইস্টবেঙ্গলের বিষয়ে আগ্রহী । সেক্ষেত্রে বোর্ড অব ডিরেক্টরের রাশ ক্লাবের হাতেই থাকবে ।
এদিকে স্পোর্টিং রাইটস হাতে পাওয়ার পরে লাইসেন্সিং এর কাজ ইস্টবেঙ্গলে জোরকদমে চলছে । ইতিমধ্যে ইস্টবেঙ্গলের চিঠি এবং মুম্বই স্টক এক্সচেঞ্জের যাবতীয় নথি লিগ্যাল সেলকে পাঠিয়েছিল ফেডারেশন । কিন্তু সংশ্লিষ্ট বিভাগ গোটা ব্যাপারটি AFC-র কাছে পাঠানোর নির্দেশ দিয়েছে । বকেয়া নিয়ে জট ছাড়ানোর দায় এখন ইস্টবেঙ্গলের, বিদায়ী বিনিয়োগকারীর নয় এই মর্মে লাল-হলুদ সচিবের চিঠি এশিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার কাছে পাঠাতে হবে । সেখানকার সবুজ সংকেতের পরেই লাইসেন্সিং এর কাজ করার অধিকার মিলবে ইস্টবেঙ্গলের ।
যদিও লাল-হলুদ কর্তারা প্রস্তুতি সেরে রাখছেন । কারণ তারা নিশ্চিত সবুজ সংকেত পাওয়া সময়ের অপেক্ষা । ইতিমধ্যে বিদায়ী বিনিয়োগকারীর কাছ থেকে পাওনাদারের তালিকা ক্লাব পেয়েছে । তাদের পাওনা মেটানোর দায় এখন ক্লাবের । ফলে রক্ষিত ডাগার, জনি অ্যাকোস্টা, ফিজিক্যাল ট্রেনার কার্লোস নোদার, লালরিনডিকা রালতে, পিন্টু মাহাতা, অভিষেক আম্বেদকর দের বকেয়া মেটানোর দায় লাল-হলুদের ।