কলকাতা, 22 ফেব্রুয়ারি : ডার্বি হারের ক্ষত থাকলেও তা মনোবল ধরে রাখার ক্ষেত্রে প্রভাব ফেলবে না । নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে মাঠে নামার আগে এভাবেই লাল হলুদ ব্রিগেডের মানসিকতার আভাস দিলেন টনি গ্রান্ট । প্রথম পর্বে পরাজিত হয়েছিলেন তাঁরা। এবার তা পূরণ করার সুযোগ । পয়েন্ট টেবিলে নয় নম্বরে থাকা এসসি ইস্টবেঙ্গলের আরও দু’টি ম্যাচ বাকি। পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান উন্নত করতে শেষ দু’টি ম্যাচে জয়কে পাখির চোখ করছেন ব্রাইট, পিলকিংটনরা । অনুশীলনে নিজেদের ছন্দ ফিরে পাওয়ার কথাও বলা হয়েছে । একই সঙ্গে প্রথম একাদশে একাধিক বদলের ইঙ্গিত দিয়েছেন রবি ফাওলারের ডেপুটি ।
চলতি আইএসএলে লাল হলুদের পারফরম্যান্স গ্রাফের ধারাবাহিকতায় বিস্তর গরমিল। নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে নামার আগে টনি গ্রান্ট বলেছেন, "একাধিক কার্ড সমস্যা রয়েছে দলে। তাই অনেক ফুটলার সুযোগ পাবেন । বিশেষ করে দলের বিদেশিরা টানা খেলে চলেছেন । যা সত্যিই প্রশংসার যোগ্য । নতুন দেশ নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে নিঙড়ে দিয়েছেন ওঁরা সবাই । কার্ড সমস্যার পাশাপাশি দলে চোট আঘাতের সমস্যাও রয়েছে । তাই বেশ কয়েকজন নতুন মুখকে প্রথম একাদশে দেখা যাবে।"
প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেডকে নিয়ে সমীহের সুর ইস্টবেঙ্গলের সহকারী কোচের। তাঁর মতে, "আমি মনে করি ওরা সত্যিই ভালো ফুটবল খেলেছে । গত মরশুমের তুলনায় বেশ কয়েকজন ভালো ফুটবলার নিয়েছে ওরা । তারুণ্য এবং অভিজ্ঞতায় ভরা যথেষ্ট শক্তিশালী দল ওদের।" পাশাপাশি তিনি আরও যোগ করেছেন, "প্রথম চারে জায়গা পাওয়ার মতো যোগ্য দল নর্থ ইস্ট । তাই আমাদের জন্য একটা কঠিন পরীক্ষা অপেক্ষা করছে । এই কঠিন পরীক্ষায় জ্বলে ওঠার মধ্যেই ফুটবলারদের দৃঢ়তা প্রমাণ হয় । জয়ের মধ্যে থাকার সময় পুরো বিষয়টি খুব সহজ। ইস্টবেঙ্গলের মতো দলে খেলার সময় নিজেকে প্রমাণ করতে তৈরি থাকতে হয়।"
আরও পড়ুন : মেরিনার্সদের ডার্বি উপহার কৃষ্ণ-হাবাসের
ডার্বি হারের ময়নাতদন্তে বসে দলের রক্ষণের ব্যর্থতা সামনে এসেছে ম্যানেজমেন্টের । লাল হলুদ থিঙ্কট্যাঙ্ক মনে করে ডার্বিতে দ্বিতীয় গোলটা উপহার দেওয়া হয়েছে। অথচ তার আগে হায়দরাবাদের বিরুদ্ধে শেষ মিনিটে গোল হজম করতে হয়েছিল । জামশেদপুর এফসির বিরুদ্ধে জয় পাওয়া গিয়েছিল । একমাত্র মুম্বই সিটি এফসি গোল করে ম্যাচ জিতেছে । তাই দলের ডিফেন্সের ব্যর্থতা নিয়ে রাতের ঘুম চলে গিয়েছে বলতে নারাজ টিম ম্যানেজমেন্ট । তবে, কোনও দলকে সহজ গোল করতে দেওয়া যাবে না এবং তা দূর করতে অনুশীলনে পরিশ্রম করছেন ফুটবলাররা। যাতে খেলার উন্নতি হয়।