ETV Bharat / sports

মাঠেই এল না ইস্টবেঙ্গল, চ্যাম্পিয়ন পিয়ারলেস - peerless

বৃহস্পতিবার কল্যাণী স্টেডিয়ামে কাস্টমস নির্ধারিত সময়ে উপস্থিত হলেও লাল হলুদ ফুটবলাররা ছিলেন না ।

কাস্টমসকে ওয়াকওভার ইস্টবেঙ্গলের, চ্যাম্পিয়ন পিয়ারলেস
author img

By

Published : Oct 3, 2019, 3:21 PM IST

Updated : Oct 3, 2019, 8:16 PM IST

কল্যাণী, 3 অক্টোবর : আশঙ্কা সত্যি হল । কাস্টমসের বিরুদ্ধে খেলতে নামল না ইস্টবেঙ্গল । বৃহস্পতিবার কল্যাণী স্টেডিয়ামে কাস্টমস নির্ধারিত সময়ে উপস্থিত হলেও লাল হলুদ ফুটবলাররা ছিলেন না । ফলে রেফারি মিঠুন কুণ্ডু আধঘণ্টা অপেক্ষার পর ম্যাচ কমিশনার বিপ্লব মুখোপাধ্যায়ের সঙ্গে আলোচনার করে খেলা শেষের বাঁশি বাজিয়ে দেন ।

ইস্টবেঙ্গল ওয়াকওভার দেওয়ায় তিন পয়েন্ট পেল কাস্টমস । এর ফলে 11 ম্যাচে 23 পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়ে গেল পিয়ারলেস । লিগ চ্যাম্পিয়ন হতে ইস্টবেঙ্গলকে আজ কাস্টমসকে সাত গোলের ব্যবধানে হারাতে হত । তবে ম্যাচ না হওয়ায় লিগ চ্যাম্পিয়ন হল পিয়ারলেস । এদিকে সরকারিভাবে লক্ষ্মীপুজোর পর CFL কমিটির বৈঠক বসবে । এরপর সরকারিভাবে পিয়ারলেসকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে ৷

এর আগে 2 অক্টোবর বৃষ্টির জন্য ভেস্তে যায় কল্যাণী স্টেডিয়ামে হতে চলা ইস্টবেঙ্গল-কাস্টমস ম্যাচ । ম্যাচটি আজকে করানোর সিদ্ধান্ত নেয় IFA । তবে ম্যাচ খেলতে নারাজ ইস্টবেঙ্গল । কারণ হিসেবে IFA-কে তারা জানিয়েছে, ফুটবলার না থাকাতেই তাদের ম্যাচ খেলা সম্ভব নয় । ম্যাচ পিছিয়ে 20 অক্টোবর করার অনুরোধ করে তারা ।

কল্যাণী, 3 অক্টোবর : আশঙ্কা সত্যি হল । কাস্টমসের বিরুদ্ধে খেলতে নামল না ইস্টবেঙ্গল । বৃহস্পতিবার কল্যাণী স্টেডিয়ামে কাস্টমস নির্ধারিত সময়ে উপস্থিত হলেও লাল হলুদ ফুটবলাররা ছিলেন না । ফলে রেফারি মিঠুন কুণ্ডু আধঘণ্টা অপেক্ষার পর ম্যাচ কমিশনার বিপ্লব মুখোপাধ্যায়ের সঙ্গে আলোচনার করে খেলা শেষের বাঁশি বাজিয়ে দেন ।

ইস্টবেঙ্গল ওয়াকওভার দেওয়ায় তিন পয়েন্ট পেল কাস্টমস । এর ফলে 11 ম্যাচে 23 পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়ে গেল পিয়ারলেস । লিগ চ্যাম্পিয়ন হতে ইস্টবেঙ্গলকে আজ কাস্টমসকে সাত গোলের ব্যবধানে হারাতে হত । তবে ম্যাচ না হওয়ায় লিগ চ্যাম্পিয়ন হল পিয়ারলেস । এদিকে সরকারিভাবে লক্ষ্মীপুজোর পর CFL কমিটির বৈঠক বসবে । এরপর সরকারিভাবে পিয়ারলেসকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে ৷

এর আগে 2 অক্টোবর বৃষ্টির জন্য ভেস্তে যায় কল্যাণী স্টেডিয়ামে হতে চলা ইস্টবেঙ্গল-কাস্টমস ম্যাচ । ম্যাচটি আজকে করানোর সিদ্ধান্ত নেয় IFA । তবে ম্যাচ খেলতে নারাজ ইস্টবেঙ্গল । কারণ হিসেবে IFA-কে তারা জানিয়েছে, ফুটবলার না থাকাতেই তাদের ম্যাচ খেলা সম্ভব নয় । ম্যাচ পিছিয়ে 20 অক্টোবর করার অনুরোধ করে তারা ।

Intro:আশঙ্কা সত্যি হল। কাস্টমসের বিরুদ্ধে খেলতে নামল না ইস্টবেঙ্গল। বৃহস্পতিবার কল্যানী স্টেডিয়ামে কাস্টমস নির্ধারিত সময়ে উপস্থিত হলেও লাল হলুদ ফুটবলার ছিলেন না। ফলে রেফারি মিঠুন কুন্ডু আধঘণ্টা উপস্থিত থেকে ম্যাচ কমিশনার বিপ্লব মুখার্জির সঙ্গে আলোচনার পরে শেষের বাশি বাজিয়ে দেন।


Body:কখ


Conclusion:
Last Updated : Oct 3, 2019, 8:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.