ETV Bharat / sports

আমনার লড়াই সত্ত্বেও জয়ী ইস্টবেঙ্গল - ম্যাচের সেরা সার্দানের মহম্মদ আল আমনা

স্কোর বোর্ড বলছে ইস্টবেঙ্গল 2 সার্দান সমিতি 1। জয়ী দলের পক্ষে গোল বিদ্যাসাগর সিং ও কোলাডোর । সার্দানের হয়ে ব্যবধান কমান অর্জুন টুডু । ম্যাচের সেরা সার্দানের মহম্মদ আল আমনা ।

আল আমনা
author img

By

Published : Sep 6, 2019, 1:08 AM IST

কলকাতা, 6 সেপ্টেম্বর : শিক্ষক দিবসের দিনে হাইকোর্ট প্রান্তের গ্যালারিতে আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়াকে নিয়ে বিরাট টিফো লাল-হলুদ সমর্থকদের । ম্যাচ শেষেও লাল-হলুদ হেডস্যারকে ঘিরে উন্মাদনা । স্প্যানিশ কোচ ইস্টবেঙ্গল সমর্থকদের ভালোবাসার কেন্দ্রে । দলকে ধীরে ধীরে একটা রূপ দেওয়ার চেষ্টা করছেন তিনি । চলতি মরশুমে ইস্টবেঙ্গল এখনও পর্যন্ত ডুরান্ড ও কলকাতা লিগ মিলিয়ে নয়টি ম্যাচ খেলেছে । অবাক করা তথ্য হল, এই নয় ম্যাচে দলের সব ফুটবলারকে আলেয়ান্দ্রো সুযোগ দিয়েছেন । যা ভারতীয় কোনও কোচের কোচিংয়ে চিন্তা করা যেত না । দল গড়ে তোলার এই ছক ভাঙা চেষ্টার সাম্মানিক গ্যালারির টিফোতে ।

স্কোর বোর্ড বলছে ইস্টবেঙ্গল 2 সার্দান সমিতি 1। জয়ী দলের পক্ষে গোল বিদ্যাসাগর সিং ও কোলাডোর । সার্দানের হয়ে ব্যবধান কমান অর্জুন টুডু । ম্যাচের সেরা সার্দানের মহম্মদ আল আমনা ।

লক্ষ্মীবারের ময়দানে ইস্টবেঙ্গল বনাম সার্দান সমিতির ম্যাচটি আদতে দ্রোণাচার্য বনাম একলব্যের অদৃশ্য যুদ্ধ । চোটের কারণে আলেয়ান্দ্রোর গত মরশুমের আই লিগের দল থেকে ছিটকে গেছিলেন আমনা । তার আগে সিরিয়ান মিডফিল্ডারের স্টাইল অফ ফুটবলে খুশি ছিলেন না লাল-হলুদ কোচ । তাই চোট এবং ছিটকে যাওয়া দুই ব্যক্তিত্বের ঠান্ডা লড়াইয়ে ইতি টেনেছিল । বৃহস্পতিবার দল হারলেও লাল-হলুদ কোচের সামনে নিজেকে নিংড়ে দিলেন সার্দানের নম্বর ছয় । "বড় দল অনেক সময় ভালো না খেলেও জিতে যায়," কটাক্ষে আলেয়ান্দ্রোকে বার্তা আমনার ।

নাম নয় পরিস্থিতি অনুযায়ী যে যোগ্য তাঁকেই খেলাব । ইস্টবেঙ্গল কোচের অঘোষিত বার্তা দলের প্রতিটি ফুটবলারের কাছে "মেরা নাম্বার আয়েগার" ইঙ্গিত দেয় । শেষ বর্ষার বৃষ্টিতে ময়দান হঠাৎ থই থই । ফলে তিরিশ মিনিট দেরিতে শুরু হয় ম্যাচ । যেকোনও কোচ এই পরিস্থিতিতে চেনা অস্ত্রে আস্থা রাখবেন । কিন্তু আলেয়ান্দ্রো সেই বান্দা নন । জল কাদার মাঠে রক্ষণে বোরহার সঙ্গে আসির আখতারকে জুড়ে দিলেন । আক্রমণে বিদ্যাসাগর সিং, হাওকিপ, পিন্টু মাহাতা, কোলাডোর মত আক্রমণাত্মক মিডফিল্ডারের ওপর ভরসা রাখলেন । 35 মিনিটে লালরিনডিকার কর্নার ব্যাক হেডে অরক্ষিত বিদ্যাসাগরের জন্য বাড়িয়ে দিলে তিনি জালে পাঠান । তার আগে বোরহার হেড বারে লেগে প্রতিহত হয় । পিন্টু মাহাতা, হাওকিপরা এসময় বেশ কয়েকটি সুযোগ পেলেও তা থেকে গোল হয়নি ।

মেহতাব হোসেনের প্রশিক্ষণাধীন সার্দান সমিতির খেলায় ঝাঁঝ থাকলেও ভেদশক্তির অভাব । আলেয়ান্দ্রোর দলের বিরুদ্ধে মাঝমাঠ নিয়ন্ত্রক হয়ে উঠেছিলেন আমনা । কিন্তু তাঁকে সঙ্গত করার মতো ফুটবলার ছিল না । ফয়জল আলি নজর কাড়লেও তা লাল-হলুদ রক্ষণ ভাঙার পক্ষে যথেষ্ট নয় ।

চলতি মরশুমে দ্বিতীয় ম্যাচ খেললেন বোরহা গোমেজ় । কলকাতা লিগে প্রথমবার । কাদা মাঠে তাঁর কড়া ট্যাকেল ও নিখুঁত কভারিংয়ে বারবার আটকে গেছে সার্দানের যাবতীয় আক্রমণ । বোরহার পাশে আসির আখতার যেন আটের দশকের যুবক তরুণ দে । এদিনের লাল-হলুদ রক্ষণের সবচেয়ে বড় চিন্তা ছিলেন মনোজ মহম্মদ ।

64 মিনিটে লালরিনডিকার কর্নারে মাথা ছুঁইয়ে ইস্টবেঙ্গলের দ্বিতীয় গোল কোলাডোর । জল কাদার মাঠে প্রতিটি ম্যাচে নজর কাড়ছেন স্প্যানিশ অ্যাটাকিং উইঙ্গার । এই ম্যাচে তাঁর ব্যতিক্রম হয়নি ।

জুয়ান মেরে গঞ্জালেসকে নিয়ে আগ্রহ কম ছিল না । স্প্যানিশ লেফট উইঙ্গার মিনিট কুড়ির জন্যে নেমেছিলেন । কম সময়ে বুঝিয়েছেন তাঁকে নিয়ে স্বপ্ন দেখা যেতে পারে । 5ম্যাচে দশ পয়েন্ট । একনম্বরে থাকা ভবানীপুর ক্লাবের সঙ্গে এক বিন্দুতে ইস্টবেঙ্গল । কোচ বলেছেন, তাঁর চিন্তায় শুধু সামনের পিয়ারলেস ম্যাচ । ধাপে ধাপে স্বপ্নের জন্ম দিচ্ছেন আলেয়ান্দ্রো ।

কলকাতা, 6 সেপ্টেম্বর : শিক্ষক দিবসের দিনে হাইকোর্ট প্রান্তের গ্যালারিতে আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়াকে নিয়ে বিরাট টিফো লাল-হলুদ সমর্থকদের । ম্যাচ শেষেও লাল-হলুদ হেডস্যারকে ঘিরে উন্মাদনা । স্প্যানিশ কোচ ইস্টবেঙ্গল সমর্থকদের ভালোবাসার কেন্দ্রে । দলকে ধীরে ধীরে একটা রূপ দেওয়ার চেষ্টা করছেন তিনি । চলতি মরশুমে ইস্টবেঙ্গল এখনও পর্যন্ত ডুরান্ড ও কলকাতা লিগ মিলিয়ে নয়টি ম্যাচ খেলেছে । অবাক করা তথ্য হল, এই নয় ম্যাচে দলের সব ফুটবলারকে আলেয়ান্দ্রো সুযোগ দিয়েছেন । যা ভারতীয় কোনও কোচের কোচিংয়ে চিন্তা করা যেত না । দল গড়ে তোলার এই ছক ভাঙা চেষ্টার সাম্মানিক গ্যালারির টিফোতে ।

স্কোর বোর্ড বলছে ইস্টবেঙ্গল 2 সার্দান সমিতি 1। জয়ী দলের পক্ষে গোল বিদ্যাসাগর সিং ও কোলাডোর । সার্দানের হয়ে ব্যবধান কমান অর্জুন টুডু । ম্যাচের সেরা সার্দানের মহম্মদ আল আমনা ।

লক্ষ্মীবারের ময়দানে ইস্টবেঙ্গল বনাম সার্দান সমিতির ম্যাচটি আদতে দ্রোণাচার্য বনাম একলব্যের অদৃশ্য যুদ্ধ । চোটের কারণে আলেয়ান্দ্রোর গত মরশুমের আই লিগের দল থেকে ছিটকে গেছিলেন আমনা । তার আগে সিরিয়ান মিডফিল্ডারের স্টাইল অফ ফুটবলে খুশি ছিলেন না লাল-হলুদ কোচ । তাই চোট এবং ছিটকে যাওয়া দুই ব্যক্তিত্বের ঠান্ডা লড়াইয়ে ইতি টেনেছিল । বৃহস্পতিবার দল হারলেও লাল-হলুদ কোচের সামনে নিজেকে নিংড়ে দিলেন সার্দানের নম্বর ছয় । "বড় দল অনেক সময় ভালো না খেলেও জিতে যায়," কটাক্ষে আলেয়ান্দ্রোকে বার্তা আমনার ।

নাম নয় পরিস্থিতি অনুযায়ী যে যোগ্য তাঁকেই খেলাব । ইস্টবেঙ্গল কোচের অঘোষিত বার্তা দলের প্রতিটি ফুটবলারের কাছে "মেরা নাম্বার আয়েগার" ইঙ্গিত দেয় । শেষ বর্ষার বৃষ্টিতে ময়দান হঠাৎ থই থই । ফলে তিরিশ মিনিট দেরিতে শুরু হয় ম্যাচ । যেকোনও কোচ এই পরিস্থিতিতে চেনা অস্ত্রে আস্থা রাখবেন । কিন্তু আলেয়ান্দ্রো সেই বান্দা নন । জল কাদার মাঠে রক্ষণে বোরহার সঙ্গে আসির আখতারকে জুড়ে দিলেন । আক্রমণে বিদ্যাসাগর সিং, হাওকিপ, পিন্টু মাহাতা, কোলাডোর মত আক্রমণাত্মক মিডফিল্ডারের ওপর ভরসা রাখলেন । 35 মিনিটে লালরিনডিকার কর্নার ব্যাক হেডে অরক্ষিত বিদ্যাসাগরের জন্য বাড়িয়ে দিলে তিনি জালে পাঠান । তার আগে বোরহার হেড বারে লেগে প্রতিহত হয় । পিন্টু মাহাতা, হাওকিপরা এসময় বেশ কয়েকটি সুযোগ পেলেও তা থেকে গোল হয়নি ।

মেহতাব হোসেনের প্রশিক্ষণাধীন সার্দান সমিতির খেলায় ঝাঁঝ থাকলেও ভেদশক্তির অভাব । আলেয়ান্দ্রোর দলের বিরুদ্ধে মাঝমাঠ নিয়ন্ত্রক হয়ে উঠেছিলেন আমনা । কিন্তু তাঁকে সঙ্গত করার মতো ফুটবলার ছিল না । ফয়জল আলি নজর কাড়লেও তা লাল-হলুদ রক্ষণ ভাঙার পক্ষে যথেষ্ট নয় ।

চলতি মরশুমে দ্বিতীয় ম্যাচ খেললেন বোরহা গোমেজ় । কলকাতা লিগে প্রথমবার । কাদা মাঠে তাঁর কড়া ট্যাকেল ও নিখুঁত কভারিংয়ে বারবার আটকে গেছে সার্দানের যাবতীয় আক্রমণ । বোরহার পাশে আসির আখতার যেন আটের দশকের যুবক তরুণ দে । এদিনের লাল-হলুদ রক্ষণের সবচেয়ে বড় চিন্তা ছিলেন মনোজ মহম্মদ ।

64 মিনিটে লালরিনডিকার কর্নারে মাথা ছুঁইয়ে ইস্টবেঙ্গলের দ্বিতীয় গোল কোলাডোর । জল কাদার মাঠে প্রতিটি ম্যাচে নজর কাড়ছেন স্প্যানিশ অ্যাটাকিং উইঙ্গার । এই ম্যাচে তাঁর ব্যতিক্রম হয়নি ।

জুয়ান মেরে গঞ্জালেসকে নিয়ে আগ্রহ কম ছিল না । স্প্যানিশ লেফট উইঙ্গার মিনিট কুড়ির জন্যে নেমেছিলেন । কম সময়ে বুঝিয়েছেন তাঁকে নিয়ে স্বপ্ন দেখা যেতে পারে । 5ম্যাচে দশ পয়েন্ট । একনম্বরে থাকা ভবানীপুর ক্লাবের সঙ্গে এক বিন্দুতে ইস্টবেঙ্গল । কোচ বলেছেন, তাঁর চিন্তায় শুধু সামনের পিয়ারলেস ম্যাচ । ধাপে ধাপে স্বপ্নের জন্ম দিচ্ছেন আলেয়ান্দ্রো ।

Intro:শিক্ষক দিবসের দিনে হাইকোর্ট প্রান্তের গ্যালারিতে আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়াকে নিয়ে বিরাট টিফো লাল হলুদ সমর্থক দের। ম্যাচ শেষেও লাল হলুদ চানক্য কে ঘিরে উন্মাদনা। স্প্যানিশ কোচ ইস্টবেঙ্গল সমর্থকদের ভালোবাসার কেন্দ্রে। নতুন মরসুমে দলকে ধীরে ধীরে একটা রূপ দেওয়ার চেষ্টা করছেন তিনি। চলতি মরসুমে ইস্টবেঙ্গল এখনও পর্যন্ত ডুরান্ড ও কলকাতা লিগ মিলিয়ে নয়টি ম্যাচ খেলেছে। অবাক করা তথ্য হল এই নয় ম্যাচে দলের সব ফুটবলারকে আলেয়ান্দ্রো সুযোগ দিয়েছেন। যা ভারতীয় কোনও কোচের কোচিং এ চিন্তা করা যেত না। দল গড়ে তোলার এই ছক ভাঙা চেষ্টার সান্মানিক গ্যালারির টিফো তে।
স্কোর বোর্ড বলছে ইস্টবেঙ্গল 2 সার্দান সমিতি 1। জয়ী দলের পক্ষে গোল বিদ্যাসাগর সিং ও কোলাডোর। সার্দানের হয়ে ব্যবধান কমান অর্জুন টুডু। ম্যাচের সেরা সার্দানের মহম্মদ আল আমনা।
লক্ষীবারের ময়দানে ইস্টবেঙ্গল বনাম সার্দান সমিতির ম্যাচটি আদতে দ্রোনাচার্য বনাম একলব্যের অদৃশ্য যুদ্ধ। চোটের কারনে আলেয়ান্দ্রোর গত মরসুমের আই লিগের দল থেকে ছিটকে গিয়েছিলেন আমনা। তার আগে সিরিয়ান মিডফিল্ডারের স্টাইল অব ফুটবলে খুশি ছিলেন না লাল হলুদ কোচ। তাই চোট এবং ছিটকে যাওয়া দুই ব্যক্তিত্বের ঠাণ্ডা লড়াইয়ে ইতি টেনেছিল। বৃহস্পতিবার দল হারলেও লাল হলুদ কোচের সামনে নিজেকে নিংড়ে দিলেন সার্দানের নম্বর ছয়। "বড় দল অনেক সময় ভালো না খেলেও জিতে যায়,"কটাক্ষে আলেয়ান্দ্রো কে বার্তা আমনার।
নাম নয় পরিস্থিতি অনুযায়ী যে যোগ্য তাকেই খেলাবো। ইস্টবেঙ্গল কোচের অঘোষিত বার্তা দলের প্রতিটি ফুটবলারের কাছে "মেরা নাম্বার আয়েগার" ইঙ্গিত মাখা। শেষ বর্ষার হঠাৎ বৃষ্টিতে ময়দান হঠাৎ থৈ থৈ। ফলে তিরিশ মিনিট দেরিতে শুরু হয় ম্যাচ। যেকোনও কোচ এই পরিস্থিতিতে চেনা অস্ত্রে আস্থা রাখবেন। কিন্তু আলেয়ান্দ্রো সেই বান্দা নন। জল কাদার মাঠে রক্ষণে বোরখার সঙ্গে আসির আখতার কে জুড়ে দিলেন। আক্রমনে বিদ্যাসাগর সিং , হাওকিপ,পিন্টু মাহাতা, কোলাডোর মত আক্রমনাত্মক মিডফিল্ডারের ওপর ভরসা রাখলেন। 35 মিনিটে লালরিনডিকা র কর্নার ব্যাক হেডে অরক্ষিত বিদ্যাসাগরের জন্য বাড়িয়ে দিলে তিনি জালে পাঠান। তার আগে বোরখার হেড বারে লেগে প্রতিহত হয়। পিন্টু মাহাতা, হাওকিপ রা এসময় বেশ কয়েক টি সুযোগ পেলেও তা থেকে গোল হয়নি।
মেহতাব হোসেনের প্রশিক্ষণাধীন সার্দান সমিতির খেলায় ঝাজ থাকলেও ভুলে ভেদ শক্তির অভাব। আলেয়ান্দ্রোর দলের বিরুদ্ধে মাঝমাঠ নিয়ন্ত্রক হয়ে উঠে ছিলেন তিনি। কিন্তু তাকে সঙ্গত করার মত ফুটবলার ছিল না।ফয়জল আলি নজর কাড়লেও তা লাল হলুদ রক্ষন ভাঙার পক্ষে যথেষ্ট ছিল না।
চলতি মরসুমে দ্বিতীয় ম্যাচ খেললেন বোরখা গোমেজ। কলকাতা লিগে প্রথমবার। কাদা মাঠে তার কড়া ট্যাকেল ও নিখুঁত কভারিংয়ে বারবার আটকে গিয়েছে সার্দানের যাবতীয় আক্রমন। বোরখার পাশে আসির আখতার যেন আটের দশকের যুবক তরুণ দে। এদিনের লাল হলুদ রক্ষনের সবচেয়ে বড় চিন্তা ছিলেন মনোজ মহম্মদ।
64 মিনিটে লালরিনডিকা র কর্নারে মাথা ছুইয়ে ইস্টবেঙ্গলের দ্বিতীয় গোল কোলাডো র। জল কাদার মাঠে প্রতিটি ম্যাচে নজর কাড়ছেন স্প্যানিশ আটাকিং উইঙ্গার। এই ম্যাচে তার ব্যতিক্রম হয়নি।
জুয়ান মেরে গঞ্জালেসকে নিয়ে আগ্রহ কম ছিল না। স্প্যানিশ লেফট উইঙ্গার মিনিট কুড়ির জন্যে নেমেছিলেন। কম সময়ে বুঝিয়ে ছেন তাকে নিয়ে স্বপ্ন দেখা যেতে পারে।5ম্যাচে দশ পয়েন্ট। একনম্বরে থাকা ভবানীপুর ক্লাবের সঙ্গে এক বিন্দুতে ইস্টবেঙ্গল। কোচ বলেছেন তার চিন্তায় শুধু সামনের পিয়ারলেস ম্যাচ। ধাপে ধাপে স্বপ্নের জন্ম দিচ্ছেন আলেয়ান্দ্রো।



Body:ইস্টবেঙ্গলের


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.