কলকাতা, 1 সেপ্টেম্বর : বিবর্ণ ফুটবলেও সন্তুষ্ট ইস্টবেঙ্গল কোচ আলেয়ান্দ্রো মেনেনদেস । লিগ দৌড়ে পিছিয়ে পড়ছে লাল হলুদ । প্রথম ম্যাচে হারের পরে ডার্বিতে ড্র করায় পাঁচ পয়েন্ট নষ্ট করল তারা । আলেয়ান্দ্রো তা সত্ত্বেও দাবি করছেন, দুটো দলই জিততে পারত । প্রথমার্ধে মোহনবাগান ম্যাচের নিয়ন্ত্রণ রাখলেও বিরতির পরে ইস্টবেঙ্গল রাশ তুলে নিয়েছিল বলে দাবি ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচের ।
কোলাডো এবং বিদ্যাসাগর সিংকে বাইরে রেখে প্রথম একাদশ গড়েছিল ইস্টবেঙ্গল । কোচের এই সিদ্ধান্ত সবাইকে অবাক করলেও আলেয়ান্দ্রো বলছেন, তাঁরা আরও একটি ম্যাচ গোল হজম না করে শেষ করতে পারায় খুশি । শক্তিশালী দলের বিরুদ্ধে শূন্য হাতে ফিরতে না হওয়াকে কৃতিত্ব মনে করছেন । ফুটবলারদের পারফরমেন্স খুশি করলেও বাড়তি তৃপ্তি আলেয়ান্দ্রো পেয়েছেন কমলপ্রীত সিংয়ের খেলায় । গত দুটো ডার্বিতে জয় পাওয়ায় ইস্টবেঙ্গল জনতা রবিবার দুপুরে বাড়তি উৎসাহ নিয়ে মাঠে ভিড় করেছিল । তাদের আশার কথা মাথায় রেখে আলেয়ান্দ্রো বলছেন, আই লিগে বিদেশি ফুটবলারের সংখ্যা বেশি থাকা ছাড়া এই ডার্বির কোনও তফাৎ ছিল না । একই সঙ্গে জানিয়েছেন, ডার্বি প্রায় শুরুতে খেলতে হল । তবে ম্যাচটি থেকে তাঁরা অনেক কিছু শিখেছেন । শক্তিশালী দলের বিপক্ষে নিজেদের যাচাই করার সুযোগ আদতে দলের বর্তমান অবস্থা বুঝতে সাহায্য করবে বলে মনে করছেন তিনি ।
ডার্বিতে ইস্টবেঙ্গলের নবাগত স্প্যানিশ স্ট্রাইকার মার্কোসের দিকে নজর ছিল সবার । কোচ বলছেন মার্কোসের খেলায় তিনি খুশি । গোলের সুযোগ নষ্ট না করলে নায়ক হতে পারতেন । আগামী দিনে মার্কোস যে উন্নতি করবেন সেব্যাপারে আলেয়ান্দ্রো আশাবাদী ।
পাঁচ পয়েন্ট নষ্ট করায় খেতাব পুনরুদ্ধার কঠিন হয়ে যাচ্ছে । লাল হলুদ কোচ বলছেন, তিনি খেতাব নয় শুধুমাত্র পরের ম্যাচ নিয়ে চিন্তা করছেন ।