কলকাতা, 21 জানুয়ারি : পদত্যাগ করলেন আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া ৷ আজ দুপুরে আচমকাই ইস্টবেঙ্গল কোচের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি ৷ দেড় মরশুম লাল হলুদের কোচের চেয়ারে বসে সাফল্য ও ব্যর্থতার মধ্যে দিয়ে দলকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন ৷
চার্চিল, গোকুলাম FC ও ডার্বিতে হারের পর ইস্টবেঙ্গলের ব্যর্থতা ঘিরে সদস্য সমর্থকদের ক্ষোভ বাড়তে থাকে ৷ আই লিগের পয়েন্ট টেবিলেও দল সাত নম্বরে ৷ এই অবস্থায় তিনি ফিরে আসার কথাও বলেছিলেন ৷
কিন্তু, স্প্যানিশ স্ট্রাইকার মার্কোস এসপাদার খারাপ ফর্ম সত্ত্বেও তাঁকে পরিবর্তন করতে না চাওয়া বা দল পরিচালনায় অন্য মতকে গুরুত্ব না দেওয়াতেই বাড়তে থাকে চাপ ৷ ফলে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন আলেয়ান্দ্রো ৷ নতুন কোচ না আসা পর্যন্ত কোচিং ব্রিগেডের অন্য সদস্যরা দল পরিচালনা করবেন বলে জানানো হয়েছে ৷
আলেয়ান্দ্রো পরবর্তী সময়ে কোচের চেয়ারে বসতে পারেন করিম বেনশেরিফা । আবার মারিও রিবেরা নাম শোনা যাচ্ছে । গত মরসুমে আলেয়ান্দ্রোর সহকারী হিসেবে কাজ করেছেন এই স্প্যানিশ ভদ্রলোক । দলের স্প্যানিশ ব্রিগেডের সঙ্গে সম্পর্ক ভালো । তার কাছেও প্রস্তাব দিচ্ছে ক্লাব, বলে শোনা যাচ্ছে । নতুন কোচ যতদিন না আসছেন ততদিন দায়িত্ব সামলাবেন বর্তমান সহকারী কোচ বাস্তব রায় । অ্যাসলে ওয়েস্ট উড কোয়েস্ট চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করেছেন ৷