ETV Bharat / sports

Calcutta Football League : দুই প্রধানের অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা

author img

By

Published : Aug 13, 2021, 7:49 AM IST

চুক্তি বিতর্কের কারণে ইস্টবেঙ্গল এখনও দল গড়তে পারেনি । ফলে চুক্তি জট কাটলেও মাঝের সাত আটদিনে দল তৈরি করে কলকাতা লিগে অংশ নেওয়া কঠিন ।

Calcutta Football League
Calcutta Football League

কলকাতা, 13 অগস্ট : দু'বছর পরে কলকাতা ময়দানে ফিরছে ফুটবল । 17 অগস্ট থেকে কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগ শুরু করছে আইএফএ । 14 দলের প্রিমিয়ার ডিভিশন লিগ হলেও ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের খেলার সম্ভাবনা কম । যদিও দুই ক্লাবের প্রতিনিধিরাই কলকাতা লিগে খেলার ব্যাপারে কথা দিয়েছিলেন । চুক্তি বিতর্কের কারণে ইস্টবেঙ্গল এখনও দল গড়তে পারেনি । ফলে চুক্তি জট কাটলেও মাঝের সাত আটদিনে দল তৈরি করে কলকাতা লিগে অংশ নেওয়া কঠিন । এসসি ইস্টবেঙ্গলের সিইও শিবাজী সমাদ্দার সেই ইঙ্গিতই দিয়েছেন ।

অন্যদিকে, এটিকে মোহনবাগানের অন্যতম ডিরেক্টর দেবাশিস দত্ত বলেছিলেন, ইস্টবেঙ্গল না খেললে তারাও কলকাতা লিগে খেলবেন না । এই মুহূর্তে সবুজ মেরুন শিবির তাদের এএফসি কাপের প্রস্তুতি নিয়ে ব্যস্ত । যদিও আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায় বলেছেন দুই প্রধান খেলবে এটা ধরে নিয়েই কলকাতা লিগ শুরু হবে ৷ তিনি বলেছেন, "দুই প্রধান অংশ নেবে না বলে আমাদের জানায়নি । তাই ইস্টবেঙ্গল ও মোবনবাগানকে রেখেই ক্রীড়াসূচি তৈরি করা হয়েছে । আমরা ধরে নেব দুই প্রধান খেলবে । বাকি দলগুলো নিজেদের তৈরি করেছে । ফুটবল ফিরছে এই উন্মাদনা এখন ময়দান জুড়ে ।"

বাকি 12টি দল প্রস্তুতি শুরু করলেও সমস্যাকে সঙ্গী করেই অনুশীলন চালাতে হচ্ছে । শেষবারের চ্যাম্পিয়ন পিয়ারলেস থেকে জর্জ টেলিগ্রাফ, খিদিরপুর সহ একাধিক ক্লাব মাঠ সমস্যায় পড়েছে । আইএফএ সচিব বলছেন, "আমাদের মাঠ নেই । পরিকাঠামোর সাহায্য অংশগ্রহণকারী ক্লাবগুলোকে দিতে পারি না । তা সত্ত্বেও আমরা চেষ্টা করছি ওদের পাশে দাঁড়ানোর । এবার দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা হবে । ফুটবলাররা মানসিকভাবে তৈরি । বাংলার ফুটবলের স্বার্থে এই কলকাতা লিগে বল গড়ানোর প্রয়োজন রয়েছে । আমরা সেটাই করছি ।"

কোভিড পরিস্থিতির মধ্যে লিগের আয়োজন করতে হলে বায়ো বাবল তৈরি করতে হবে ৷ এই আয়োজন ব্যয় সাপেক্ষ । তবে ফুটবলারদের অন্তত একটি টিকাকরণ না হলে মাঠে নামানো যাবে না ৷ এই নিয়ম করেছে আইএফএ । ইতিমধ্যে 1300 ফুটবলারের টিকাকরণ করা হয়েছে বলে জানিয়েছেন আইএফএ সচিব ।

আরও পড়ুন : Olympians Felicitation Programme : পদকজয়ীদের থেকে মোদির ছবির আকার বড়, সমালোচনায় বিদেশ-মানস

এখনও সরকারিভাবে সর্বসাধারণের জন্য চালু হয়নি শহরতলির ট্রেন পরিষেবা । এই অবস্থায় প্রিমিয়ার ডিভিশনের ক্লাবগুলো তাদের মত করে ফুটবলারদের আসা যাওয়ার ব্যবস্থা করেছে । আইএফএ পরিস্থিতির দিকে নজর রাখছে । তাই ট্রেন চালু না হলে প্রিমিয়ার ডিভিশনের নিচের ডিভিশনের লিগ শুরু না করার কথা জানিয়েছে রাজ্য ফুটবল নিয়ামক সংস্থা ।

কলকাতা, 13 অগস্ট : দু'বছর পরে কলকাতা ময়দানে ফিরছে ফুটবল । 17 অগস্ট থেকে কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগ শুরু করছে আইএফএ । 14 দলের প্রিমিয়ার ডিভিশন লিগ হলেও ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের খেলার সম্ভাবনা কম । যদিও দুই ক্লাবের প্রতিনিধিরাই কলকাতা লিগে খেলার ব্যাপারে কথা দিয়েছিলেন । চুক্তি বিতর্কের কারণে ইস্টবেঙ্গল এখনও দল গড়তে পারেনি । ফলে চুক্তি জট কাটলেও মাঝের সাত আটদিনে দল তৈরি করে কলকাতা লিগে অংশ নেওয়া কঠিন । এসসি ইস্টবেঙ্গলের সিইও শিবাজী সমাদ্দার সেই ইঙ্গিতই দিয়েছেন ।

অন্যদিকে, এটিকে মোহনবাগানের অন্যতম ডিরেক্টর দেবাশিস দত্ত বলেছিলেন, ইস্টবেঙ্গল না খেললে তারাও কলকাতা লিগে খেলবেন না । এই মুহূর্তে সবুজ মেরুন শিবির তাদের এএফসি কাপের প্রস্তুতি নিয়ে ব্যস্ত । যদিও আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায় বলেছেন দুই প্রধান খেলবে এটা ধরে নিয়েই কলকাতা লিগ শুরু হবে ৷ তিনি বলেছেন, "দুই প্রধান অংশ নেবে না বলে আমাদের জানায়নি । তাই ইস্টবেঙ্গল ও মোবনবাগানকে রেখেই ক্রীড়াসূচি তৈরি করা হয়েছে । আমরা ধরে নেব দুই প্রধান খেলবে । বাকি দলগুলো নিজেদের তৈরি করেছে । ফুটবল ফিরছে এই উন্মাদনা এখন ময়দান জুড়ে ।"

বাকি 12টি দল প্রস্তুতি শুরু করলেও সমস্যাকে সঙ্গী করেই অনুশীলন চালাতে হচ্ছে । শেষবারের চ্যাম্পিয়ন পিয়ারলেস থেকে জর্জ টেলিগ্রাফ, খিদিরপুর সহ একাধিক ক্লাব মাঠ সমস্যায় পড়েছে । আইএফএ সচিব বলছেন, "আমাদের মাঠ নেই । পরিকাঠামোর সাহায্য অংশগ্রহণকারী ক্লাবগুলোকে দিতে পারি না । তা সত্ত্বেও আমরা চেষ্টা করছি ওদের পাশে দাঁড়ানোর । এবার দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা হবে । ফুটবলাররা মানসিকভাবে তৈরি । বাংলার ফুটবলের স্বার্থে এই কলকাতা লিগে বল গড়ানোর প্রয়োজন রয়েছে । আমরা সেটাই করছি ।"

কোভিড পরিস্থিতির মধ্যে লিগের আয়োজন করতে হলে বায়ো বাবল তৈরি করতে হবে ৷ এই আয়োজন ব্যয় সাপেক্ষ । তবে ফুটবলারদের অন্তত একটি টিকাকরণ না হলে মাঠে নামানো যাবে না ৷ এই নিয়ম করেছে আইএফএ । ইতিমধ্যে 1300 ফুটবলারের টিকাকরণ করা হয়েছে বলে জানিয়েছেন আইএফএ সচিব ।

আরও পড়ুন : Olympians Felicitation Programme : পদকজয়ীদের থেকে মোদির ছবির আকার বড়, সমালোচনায় বিদেশ-মানস

এখনও সরকারিভাবে সর্বসাধারণের জন্য চালু হয়নি শহরতলির ট্রেন পরিষেবা । এই অবস্থায় প্রিমিয়ার ডিভিশনের ক্লাবগুলো তাদের মত করে ফুটবলারদের আসা যাওয়ার ব্যবস্থা করেছে । আইএফএ পরিস্থিতির দিকে নজর রাখছে । তাই ট্রেন চালু না হলে প্রিমিয়ার ডিভিশনের নিচের ডিভিশনের লিগ শুরু না করার কথা জানিয়েছে রাজ্য ফুটবল নিয়ামক সংস্থা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.