ETV Bharat / sports

Euro 2020 : সেমির লড়াইয়ে ড্যানিশ ডিনামাইটের ঝাঁঝ কি সহ্য করতে পারবে চেক প্রজাতন্ত্র ?

গ্রুপের প্রথম দুই ম্যাচ হেরে যাওয়ার পর রাশিয়ার বিরুদ্ধে 4-1 ব্যবধানে জয় ডেনমার্ককে নকআউট পর্যায়ে তোলে ৷ তার পরই ড্যানিশ ডিনামাইটের বিস্ফোরণ হয় ৷ ওয়েলসকে কার্যত উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছায় ৷ ওয়েলসকে 4-0 গোলে উড়িয়ে দেয় ডেনমার্ক ৷ শেষবার 1992 সালে ইউরো জেতে ডেনমার্ক ৷

ডেনমার্ক বনাম চেক রিপাব্লিক
ডেনমার্ক বনাম চেক রিপাব্লিক
author img

By

Published : Jul 2, 2021, 7:34 PM IST

বাকু, 2 জুলাই : শনিবার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে নামছে ডেনমার্ক ও চেক প্রজাতন্ত্র ৷ এর ঠিক তিন সপ্তাহ আগে ইউরোর নিজেদের প্রথম ম্যাচে মাঠের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হন ডেনমার্কের মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকসন ৷ বর্তমানে চিকিৎসাধীন তিনি ৷ তারকা মিডফিল্ডারকে হারিয়েও টুর্নামেন্টে দারুনভাবে ফিরে আসে ডেনমার্ক ৷

গ্রুপের প্রথম দুই ম্যাচ হেরে যাওয়ার পর রাশিয়ার বিরুদ্ধে 4-1 ব্যবধানে জয় ডেনমার্ককে নকআউট পর্যায়ে তোলে ৷ তারপরই ড্যানিশ ডিনামাইটের বিস্ফোরণ হয় ৷ ওয়েলসকে কার্যত উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছায় ৷ ওয়েলসকে 4-0 গোলে উড়িয়ে দেয় ডেনমার্ক ৷ শেষবার 1992 সালে ইউরো জেতে ডেনমার্ক ৷

তবে 26 জনের ডেনমার্কের স্কোয়াডের অর্ধেকের তখন জন্ম হয়নি, যখন 1992 সালে ইউরোর ফাইনালে জার্মানিকে 2-0 গোলে হারায় তারা ৷ তারপর 2004 সালে কোয়ার্টার ফাইনালে ওঠে ডেনমার্ক ৷ মাঝের বছরগুলি কোয়ার্টার ফাইনালে উঠতে পারেনি ডেনমার্ক ৷ 2004 সালে তাঁরা কোয়ার্টার ফাইনালে এই চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধেই 3-0 গোলে হেরে যায় ৷

অন্যদিকে 2004 সালে সেমিফাইনালের বেশি ওঠা হয়নি চেক প্রজাতন্ত্রেরও ৷ তাঁরা সেই বছরের চ্যাম্পিয়ন গ্রিসের কাছে 1-0 গোলে হেরে যায় ৷ চেকাস্লোভাকিয়া হিসেবে 1976 সালে ইউরোর খেতাব জিতলেও, চেক প্রজাতন্ত্র হিসেবে 1996 সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলে তারা ৷ সেবার ফাইনালে জার্মানির কাছে হেরে যায় চেক প্রজাতন্ত্র ৷

একদিকে ওয়েলসকে উড়িয়ে দিয়ে ইউরো 2020-র কোয়ার্টার ফাইনালে ডেনমার্ক ৷ অন্যদিকে নেদারল্যান্ডের মতো দলকে হারিয়ে এসেছে চেক প্রজাতন্ত্র ৷ তাই সেমিফাইনালের লড়াই যে সেয়ানে-সেয়ানে হবে তা বলাই যায় ৷

আরও পড়ুন : Tokyo Olympics 2020 : অলিম্পিক্সে ফুটবল রোস্টারের পরিবর্তন নিশ্চিত করল ফিফা

মাসলে চোট পাওয়ায় ওয়েলসের বিরুদ্ধে খেলেননি ড্যানিশ স্ট্রাইকার ইউসুফ পলসেন ৷ অন্যদিকে তাঁর পরিবর্ত হিসেবে নামা কেসপার ডলবার্গ দুটি গোল করেন ৷ অন্যদিকে এর মাত্র একটি গোল করলেই পর্তুগাল স্ট্রাইকার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ছুঁয়ে ফেলবেন চেক স্ট্রাইকার প্যার্টিক সাচিক ৷ 5টি গোল করে চলতি ইউরোয় এখনও পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা পর্তুগাল তারকা ৷

বাকু, 2 জুলাই : শনিবার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে নামছে ডেনমার্ক ও চেক প্রজাতন্ত্র ৷ এর ঠিক তিন সপ্তাহ আগে ইউরোর নিজেদের প্রথম ম্যাচে মাঠের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হন ডেনমার্কের মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকসন ৷ বর্তমানে চিকিৎসাধীন তিনি ৷ তারকা মিডফিল্ডারকে হারিয়েও টুর্নামেন্টে দারুনভাবে ফিরে আসে ডেনমার্ক ৷

গ্রুপের প্রথম দুই ম্যাচ হেরে যাওয়ার পর রাশিয়ার বিরুদ্ধে 4-1 ব্যবধানে জয় ডেনমার্ককে নকআউট পর্যায়ে তোলে ৷ তারপরই ড্যানিশ ডিনামাইটের বিস্ফোরণ হয় ৷ ওয়েলসকে কার্যত উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছায় ৷ ওয়েলসকে 4-0 গোলে উড়িয়ে দেয় ডেনমার্ক ৷ শেষবার 1992 সালে ইউরো জেতে ডেনমার্ক ৷

তবে 26 জনের ডেনমার্কের স্কোয়াডের অর্ধেকের তখন জন্ম হয়নি, যখন 1992 সালে ইউরোর ফাইনালে জার্মানিকে 2-0 গোলে হারায় তারা ৷ তারপর 2004 সালে কোয়ার্টার ফাইনালে ওঠে ডেনমার্ক ৷ মাঝের বছরগুলি কোয়ার্টার ফাইনালে উঠতে পারেনি ডেনমার্ক ৷ 2004 সালে তাঁরা কোয়ার্টার ফাইনালে এই চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধেই 3-0 গোলে হেরে যায় ৷

অন্যদিকে 2004 সালে সেমিফাইনালের বেশি ওঠা হয়নি চেক প্রজাতন্ত্রেরও ৷ তাঁরা সেই বছরের চ্যাম্পিয়ন গ্রিসের কাছে 1-0 গোলে হেরে যায় ৷ চেকাস্লোভাকিয়া হিসেবে 1976 সালে ইউরোর খেতাব জিতলেও, চেক প্রজাতন্ত্র হিসেবে 1996 সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলে তারা ৷ সেবার ফাইনালে জার্মানির কাছে হেরে যায় চেক প্রজাতন্ত্র ৷

একদিকে ওয়েলসকে উড়িয়ে দিয়ে ইউরো 2020-র কোয়ার্টার ফাইনালে ডেনমার্ক ৷ অন্যদিকে নেদারল্যান্ডের মতো দলকে হারিয়ে এসেছে চেক প্রজাতন্ত্র ৷ তাই সেমিফাইনালের লড়াই যে সেয়ানে-সেয়ানে হবে তা বলাই যায় ৷

আরও পড়ুন : Tokyo Olympics 2020 : অলিম্পিক্সে ফুটবল রোস্টারের পরিবর্তন নিশ্চিত করল ফিফা

মাসলে চোট পাওয়ায় ওয়েলসের বিরুদ্ধে খেলেননি ড্যানিশ স্ট্রাইকার ইউসুফ পলসেন ৷ অন্যদিকে তাঁর পরিবর্ত হিসেবে নামা কেসপার ডলবার্গ দুটি গোল করেন ৷ অন্যদিকে এর মাত্র একটি গোল করলেই পর্তুগাল স্ট্রাইকার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ছুঁয়ে ফেলবেন চেক স্ট্রাইকার প্যার্টিক সাচিক ৷ 5টি গোল করে চলতি ইউরোয় এখনও পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা পর্তুগাল তারকা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.