ETV Bharat / sports

ডেভিড উইলিয়ামসের শেষ মুহূর্তের গোলে জয়ে ফিরল এটিকে মোহনবাগান - David Williams' last-minute goal helps atk mohunbagan to win against chennaiyin fc

রয় কৃষ্ণের একশো শতাংশ স্ট্রাইক রেট এখন পঞ্চাশ শতাংশে নেমে এসেছে । মাঝমাঠে মিডফিল্ডারদের খেলাতেও পরিচিত বোঝাপড়া অদৃশ্য ।

David Williams last-minute goal helps atk mohunbagan to win against chennaiyin fc
David Williams last-minute goal helps atk mohunbagan to win against chennaiyin fc
author img

By

Published : Jan 21, 2021, 10:31 PM IST

পানাজি, 21 জানুয়ারি : ডেভিড উইলিয়ামস গোল করলে মোহনবাগান পরাজিত হয় না । দলের বিবর্ণ ফুটবলে যখন ফের পয়েন্ট নষ্টের হাতছানি ঠিক তখনই কর্নার থেকে জয়সূচক গোল করলেন তিনি । তাঁর শেষমুহূর্তের গোলে চেন্নাইয়িন এফসিকে 1-0তে হারাল এটিকে-মোহনবাগান । সেই সঙ্গে 24 পয়েন্ট নিয়ে টেবিলে দুই নম্বরে উঠে এল তারা ।

সৃষ্টিছাড়া ফুটবলে আজ চেন্নাইয়িনের বিরুদ্ধে বিবর্ণ দেখিয়েছে এটিকে মোহনবাগানকে । আন্তেনিও লোপেজ হাবাসের ছেলেরা ধরাবাহিকতা হারিয়ে ফেলেছেন । তাই দাপুটে ফুটবল থেকে সরে গিয়ে এটিকে মোহনবাগানের খেলায় দিগভ্রষ্টতার ছাপ । হাবাস প্রতিআক্রমণে ঝড় তুলে গোল করার কৌশল নিচ্ছেন । কিন্তু এই ছকের বাস্তবায়নে যে গতি দরকার তা হঠাৎ করে অদৃশ্য হয়ে গিয়েছে এটিকে মোহনবাগানের খেলায় । রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামস, এডু গার্সিয়া, জাভি হার্নান্দেজ, মনবীর সিং গোলের দরজা খোলার চেয়ে প্রতিপক্ষ রক্ষণের পায়ের জঙ্গলে আটকে যাচ্ছেন । বিশেষ করে রয় কৃষ্ণের একশো শতাংশ স্ট্রাইক রেট এখন পঞ্চাশ শতাংশে নেমে এসেছে । মাঝমাঠে মিডফিল্ডারদের খেলাতেও পরিচিত বোঝাপড়া অদৃশ্য । ফলে প্রতিপক্ষের পাতা ফাঁদে সহজেই ধরা পড়ে যাচ্ছে এটিকে মোহনবাগান । ভরসা জোগাচ্ছেন কেবলমাত্র ডিফেন্ডাররা । চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে তারা একইরকম ধারাবাহিক । তিরি-র নিশ্চিত গোল বাঁচানো সেই ধারাবাহিক, সাহসী ফুটবলের প্রমাণ ।

কিন্তু স্ট্রাইকারদের নিয়মিত ব্যর্থতায় ইতিমধ্যে বিরক্ত হাবাস । বলছেন, এবার বোধহয় তাঁকেই মাঠে নামতে হবে । মুম্বই সিটি এফসি, চেন্নাইয়িন এফসি ম্যাচে মোট 5 পয়েন্ট নষ্ট হয়েছে দলের । 90 মিনিটে কর্নার থেকে ডেভিড উইলিয়ামসের হেডার তিন পয়েন্ট এনে দিলেও হাবাসের চিন্তা দূর হল না ।

পানাজি, 21 জানুয়ারি : ডেভিড উইলিয়ামস গোল করলে মোহনবাগান পরাজিত হয় না । দলের বিবর্ণ ফুটবলে যখন ফের পয়েন্ট নষ্টের হাতছানি ঠিক তখনই কর্নার থেকে জয়সূচক গোল করলেন তিনি । তাঁর শেষমুহূর্তের গোলে চেন্নাইয়িন এফসিকে 1-0তে হারাল এটিকে-মোহনবাগান । সেই সঙ্গে 24 পয়েন্ট নিয়ে টেবিলে দুই নম্বরে উঠে এল তারা ।

সৃষ্টিছাড়া ফুটবলে আজ চেন্নাইয়িনের বিরুদ্ধে বিবর্ণ দেখিয়েছে এটিকে মোহনবাগানকে । আন্তেনিও লোপেজ হাবাসের ছেলেরা ধরাবাহিকতা হারিয়ে ফেলেছেন । তাই দাপুটে ফুটবল থেকে সরে গিয়ে এটিকে মোহনবাগানের খেলায় দিগভ্রষ্টতার ছাপ । হাবাস প্রতিআক্রমণে ঝড় তুলে গোল করার কৌশল নিচ্ছেন । কিন্তু এই ছকের বাস্তবায়নে যে গতি দরকার তা হঠাৎ করে অদৃশ্য হয়ে গিয়েছে এটিকে মোহনবাগানের খেলায় । রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামস, এডু গার্সিয়া, জাভি হার্নান্দেজ, মনবীর সিং গোলের দরজা খোলার চেয়ে প্রতিপক্ষ রক্ষণের পায়ের জঙ্গলে আটকে যাচ্ছেন । বিশেষ করে রয় কৃষ্ণের একশো শতাংশ স্ট্রাইক রেট এখন পঞ্চাশ শতাংশে নেমে এসেছে । মাঝমাঠে মিডফিল্ডারদের খেলাতেও পরিচিত বোঝাপড়া অদৃশ্য । ফলে প্রতিপক্ষের পাতা ফাঁদে সহজেই ধরা পড়ে যাচ্ছে এটিকে মোহনবাগান । ভরসা জোগাচ্ছেন কেবলমাত্র ডিফেন্ডাররা । চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে তারা একইরকম ধারাবাহিক । তিরি-র নিশ্চিত গোল বাঁচানো সেই ধারাবাহিক, সাহসী ফুটবলের প্রমাণ ।

কিন্তু স্ট্রাইকারদের নিয়মিত ব্যর্থতায় ইতিমধ্যে বিরক্ত হাবাস । বলছেন, এবার বোধহয় তাঁকেই মাঠে নামতে হবে । মুম্বই সিটি এফসি, চেন্নাইয়িন এফসি ম্যাচে মোট 5 পয়েন্ট নষ্ট হয়েছে দলের । 90 মিনিটে কর্নার থেকে ডেভিড উইলিয়ামসের হেডার তিন পয়েন্ট এনে দিলেও হাবাসের চিন্তা দূর হল না ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.