ম্যাঞ্চেস্টার, 31 অগস্ট : ঘোষণা আগেই হয়ে গিয়েছিল ৷ আনুষ্ঠানিকভাবে চুক্তি সইয়ের পর্বটা বাকি ছিল ৷ সেটাও আজ নির্বিঘ্নে সম্পন্ন হল ৷ জুভেন্তাসে তিনটে বছর কাটিয়ে পুরানো ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ফিরে এলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ ম্যান ইউয়ের সঙ্গে দু'বছরের চুক্তি সারলেন তিনি ৷ মঙ্গলবার একথা নিশ্চিত করেছে প্রিমিয়ার লিগের ক্লাবটি ৷
পর্তুগিজ ফুটবল মহাতারকাকে জুভেন্তাস থেকে ম্যাঞ্চেস্টারে ফিরিয়ে আনার জন্য সবরকম কথাবার্তা হয়ে গিয়েছিল গত সপ্তাহেই ৷ চুক্তি পাকা হতেই টুইটারে 36 বছরের রোনাল্ডোকে স্বাগত জানায় ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ৷ 20 মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি-তে রোনাল্ডোর জুভেন্তাস থেকে ম্যান ইউ-তে ফেরার প্রক্রিয়া সম্পন্ন হল আজ ৷ ক্লাবের সঙ্গে 2 বছরের চুক্তি সারার পর রোনাল্ডো বিবৃতিতে জানিয়েছেন, "ম্যাঞ্চেস্টার ইউনাইটেড এমন একটা ক্লাব যা আমার হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে ৷ গত শুক্রবারের ঘোষণার পর প্রচুর মেসেজ পেয়েছি ৷ তাতে আমি আপ্লুত ৷ ওল্ড ট্র্যাফোর্ডের ভরা গ্যালারির সামনে খেলতে তর সইছে না ৷ চেনা দর্শকদের ফের একবার দেখতে চাই ৷"
-
Homecoming complete ✔
— Manchester United (@ManUtd) August 31, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
🔴 @Cristiano#MUFC | #RonaldoReturns
">Homecoming complete ✔
— Manchester United (@ManUtd) August 31, 2021
🔴 @Cristiano#MUFC | #RonaldoReturnsHomecoming complete ✔
— Manchester United (@ManUtd) August 31, 2021
🔴 @Cristiano#MUFC | #RonaldoReturns
আরও পড়ুন : Cristiano Ronaldo : ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ফিরছেন রোনাল্ডো, স্বাগত জানাল রেড ডেভিলসরা
রোনাল্ডো যখন ম্যাঞ্চেস্টারে পা রাখেন তখন তাঁর বয়স মাত্র আঠারো ৷ 2003 থেকে 2009 সাল পর্যন্ত ম্যান ইউ-তে সোনার সময় কাটিয়েছেন তিনি ৷ এরপর রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন রোনাল্ডো ৷ সেখান থেকে জুভেন্তাস হয়ে দীর্ঘ 12 বছর পর সেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডেই ফিরলেন সিআর 7 ৷