ম্যাঞ্চেস্টার, 10 সেপ্টেম্বর: রেড ডেভিলসের জার্সিতে ফের ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে (Cristiano Ronaldo) দেখার প্রহর গুনছে ফুটবল বিশ্ব ৷ বার্সেলোনা ছেড়ে লিওনেল মেসির পিএসজি-তে যোগ দেওয়ার মতো ম্যাঞ্চেস্টারে রোনাল্ডোর প্রত্যাবর্তন ছিল ফুটবলপ্রেমীদের আকর্ষণের কেন্দ্রে ৷ পিএসজি-র জার্সিতে মাঠে নামা হয়ে গিয়েছে মেসির ৷ শনিবার নিউক্যাসেল ইউনাইটেডের বিরুদ্ধে ম্যান ইউ জার্সিতে দ্বিতীয় অভিষেক হতে চলেছে সিআর সেভেনের ৷
ক্লাব বদলের পর জল্পনা তৈরি হয়েছিল রোনাল্ডো হয়তো আর সিআর সেভেন (CR7) থাকবেন না ৷ কারণ ম্য়ান ইউ-তে ফেরার পর তাঁর 7 নম্বর জার্সি পাওয়া নিয়ে সংশয় ছিল ৷ কিন্তু উরুগুয়ের তারকা স্ট্রাইকার এডিসন কাভানি তাঁর 7 নম্বর জার্সি রোনাল্ডোর জন্য ছেড়ে দেওয়ায় ফের সিআর7 হিসেবেই রেড ডেভিলসের হয়ে মাঠে নামবেন পর্তুগিজ তারকা ৷ বহু প্রতীক্ষার পর অবশেষে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের জার্সিতে ফের মাঠে নামতে চলেছেন রোনাল্ডো ৷ শনিবারই নিউক্যাসলের বিরুদ্ধে রোনাল্ডোর খেলার কথা জানান রেড ডেভিলস কোচ ওলে গানার সোল্কজায়ের ৷ সেই সঙ্গে প্রতিপক্ষদের আগাম সতর্কবার্তা দিলেন পর্তুগিজ মহাতারকা ৷
আরও পড়ুন : ম্যান ইউ’তে বজায় রইল রোনাল্ডোর ‘সিআর 7’ ব্র্যান্ড
শুক্রবার ম্যান ইউ কোচ সাংবাদিকদের বলেন, "জুভেন্তাসের হয়ে প্রাক-মরসুম রোনাল্ডোর দারুণ কেটেছে ৷ পাশাপাশি জাতীয় দলের হয়েও খেলেছে ৷ আমাদের সঙ্গে এক সপ্তাহ ভাল কাটিয়েছে ৷ আমি নিশ্চিত ও মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছে ৷" জেতার মানসিকতা নিয়েই রোনাল্ডো মাঠে নামবে বলেও মনে করেন তিনি ৷ 2009 সাল পর্যন্ত টানা ছ'বছর ম্যান ইউ জার্সিতে খেলেছেন রোনাল্ডো ৷ করেছেন মোট 118টি গোল ৷ জিতেছেন মোট আটটি মেজর ট্রফি। পাশপাশি নিজের প্রথম লিগ খেতাব থেকে শুরু করে ব্যালন ডি'অর সবই ম্যান ইউ-তে খেলার সময়ই জিতেছেন। সোল্কজায়ের কোচিংয়ে ম্যান ইউ এখনও কোনও ট্রফি না-জিতলেও রোনাল্ডোর আসায় সেই ছবিটা বদলানোর আশা দেখছেন রেড ডেভিলস সমর্থকরা ৷
ম্যান ইউ-র অফিসিয়াল ওয়েবসাইটে প্রাক্তন সতীর্থ ওয়েস ব্রাউনকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনাল্ডো বলেন, "আমি এখানে ছুটি কাটাতে আসিনি। বহু বছর আগে আমি এই জার্সি পড়ে অনেক কিছুই জিতেছি। তবে আমি পুনরায় আরও খেতাব জিততে চাই। আমি তৈরি।"