ETV Bharat / sports

Kevin Pietersen : ইংল্য়ান্ড কি 2030 বিশ্বকাপ আয়োজনের যোগ্য ? ফুটবলারদের বর্ণবিদ্বেষ নিয়ে প্রশ্ন পিটারসনের

পেনাল্টি শুট আউটে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেন ও হ্যারি মাগুইরে গোল করেন ৷ কিন্তু বাকি তিনটি শট নেন হ্যারি কেনের তিন কৃষ্ণাঙ্গ সতীর্থ মার্কাস রাশফোর্ড, জর্ডন স্যাঞ্চো ও সাকা ৷ রাশফোর্ড বারের উপর দিয়ে বল মারেন ৷ বাকি দুই ফুটবলারের শট আটকে দেন ইতালি গোলরক্ষক জিয়ানলুইজি ডোন্নারুমা ৷

author img

By

Published : Jul 13, 2021, 1:07 PM IST

Kevin Pietersen
Kevin Pietersen

লন্ডন, 13 জুলাই : ইংল্যান্ড কি 2030 ফুটবল বিশ্বকাপ আয়োজনের যোগ্য? এমনই প্রশ্ন তুললেন প্রাক্তন ব্রিটিশ ক্রিকেটার কেভিন পিটারসন ৷ ইউরো 2020 ফাইনালে হারের পর তিন কৃষ্ণাঙ্গ ফুটবলারকে সোশ্যাল মিডিয়ায় বর্ণবিদ্বেষ মূলক মন্তব্য করা হয় ৷ তারই প্রতিবাদে সরব হলেন ইংল্যান্ডের প্রাক্তন এই ব্যাটসম্যান ৷

একই ইস্যুতে আগেই সরব হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও ফুটবল অ্যাসোসিয়েশন ৷ এরপর তাঁদের সঙ্গে যোগ দিলেন কেভিন পিটারসন ৷ ইতালির বিরুদ্ধে ইউরোর ফাইনালে ট্রাই ব্রেকারে এই তিন কৃষ্ণাঙ্গ ফুটবলার গোল করতে ব্যর্থ হন ৷

টুইটে পিটারসন লেখেন, ‘‘ গতরাতে ডিলানের সঙ্গে আমি আমার গাড়িটি আনতে গিয়েছিলাম ৷ এবং এটা অত্যন্ত বিপজ্জনক ৷ 2021 -এ এইরকম ব্যবহার ? যে ফুটবলাররা আমাদের এত আনন্দ দেয় তাঁদের হেনস্থার শিকার হতে হয় ? আমরা কি সত্যিই 2030 বিশ্বকাপের জন্য তৈরি ?’’

  • The walk I took with Dylan to get our car home last night was scary absolutely HORRENDOUS!
    This behaviour in 2021?? 🤬
    The abuse of the players who gave us so much joy?? 🤬

    Do we actually deserve the 2030 World Cup? 🤔

    — Kevin Pietersen🦏 (@KP24) July 12, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আগেই বর্ণবিদ্বেষের প্রতিবাদে ব্রিটিশ প্রধনমন্ত্রী বরিস জনসন লেখেন, ‘‘ ফুটবলারদের হিরোর মতো বরণ করা উচিত ৷ তাঁদের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় বর্ণবিদ্বেষ মন্তব্য করা উচিত নয় ৷ যাঁর এই সবের সঙ্গে যুক্ত, তাঁদের লজ্জা পাওয়া দরকার ৷’’

  • This England team deserve to be lauded as heroes, not racially abused on social media.

    Those responsible for this appalling abuse should be ashamed of themselves.

    — Boris Johnson (@BorisJohnson) July 12, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ইউরোপের ফুটবল অ্যাসোসিয়েশন খেলোয়াড়দের উপর বর্ণবিদ্বেষমূলক মন্তব্যের নিন্দা করেছে ৷ তাঁরা একটি বিষয়ের উপর আলোকপাত করেছে ৷ এই বর্ণবিদ্বেষের বিরুদ্ধে প্রতিটি ম্যাচেই বার্তা দিয়েছেন ইংলিশ ফুটবলাররা ৷ প্রতিটি ম্যাচের আগে হাঁটু গেড়ে বসে বর্ণবিদ্বেষের প্রতিবাদ জানিয়েছে ব্রিটিশ ফুটবলাররা ৷ অথচ তাঁদেরই বর্ণবিদ্বেষের শিকার হতে হল ৷

আরও পড়ুন : Euro 2020 : 53 বছর পর ট্রফি পুনরুদ্ধার, আনন্দে আত্মহারা আজ্জুরিরা

পেনাল্টি শুট আউটে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেন ও হ্যারি মাগুইরে গোল করেন ৷ কিন্তু বাকি তিনটি শট নেন হ্যারি কেনের তিন কৃষ্ণাঙ্গ সতীর্থ মার্কাস রাশফোর্ড, জর্ডন স্যাঞ্চো ও সাকা ৷ রাশফোর্ড বারের উপর দিয়ে বল মারেন ৷ বাকি দুই ফুটবলারের শট আটকে দেন ইতালি গোলরক্ষক জিয়ানলুইজি ডোন্নারুমা ৷ তারপরই সোশ্যাল মিডিয়ায় এই তিন ফুটবলারের উপর বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করা হয় ৷

লন্ডন, 13 জুলাই : ইংল্যান্ড কি 2030 ফুটবল বিশ্বকাপ আয়োজনের যোগ্য? এমনই প্রশ্ন তুললেন প্রাক্তন ব্রিটিশ ক্রিকেটার কেভিন পিটারসন ৷ ইউরো 2020 ফাইনালে হারের পর তিন কৃষ্ণাঙ্গ ফুটবলারকে সোশ্যাল মিডিয়ায় বর্ণবিদ্বেষ মূলক মন্তব্য করা হয় ৷ তারই প্রতিবাদে সরব হলেন ইংল্যান্ডের প্রাক্তন এই ব্যাটসম্যান ৷

একই ইস্যুতে আগেই সরব হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও ফুটবল অ্যাসোসিয়েশন ৷ এরপর তাঁদের সঙ্গে যোগ দিলেন কেভিন পিটারসন ৷ ইতালির বিরুদ্ধে ইউরোর ফাইনালে ট্রাই ব্রেকারে এই তিন কৃষ্ণাঙ্গ ফুটবলার গোল করতে ব্যর্থ হন ৷

টুইটে পিটারসন লেখেন, ‘‘ গতরাতে ডিলানের সঙ্গে আমি আমার গাড়িটি আনতে গিয়েছিলাম ৷ এবং এটা অত্যন্ত বিপজ্জনক ৷ 2021 -এ এইরকম ব্যবহার ? যে ফুটবলাররা আমাদের এত আনন্দ দেয় তাঁদের হেনস্থার শিকার হতে হয় ? আমরা কি সত্যিই 2030 বিশ্বকাপের জন্য তৈরি ?’’

  • The walk I took with Dylan to get our car home last night was scary absolutely HORRENDOUS!
    This behaviour in 2021?? 🤬
    The abuse of the players who gave us so much joy?? 🤬

    Do we actually deserve the 2030 World Cup? 🤔

    — Kevin Pietersen🦏 (@KP24) July 12, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আগেই বর্ণবিদ্বেষের প্রতিবাদে ব্রিটিশ প্রধনমন্ত্রী বরিস জনসন লেখেন, ‘‘ ফুটবলারদের হিরোর মতো বরণ করা উচিত ৷ তাঁদের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় বর্ণবিদ্বেষ মন্তব্য করা উচিত নয় ৷ যাঁর এই সবের সঙ্গে যুক্ত, তাঁদের লজ্জা পাওয়া দরকার ৷’’

  • This England team deserve to be lauded as heroes, not racially abused on social media.

    Those responsible for this appalling abuse should be ashamed of themselves.

    — Boris Johnson (@BorisJohnson) July 12, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ইউরোপের ফুটবল অ্যাসোসিয়েশন খেলোয়াড়দের উপর বর্ণবিদ্বেষমূলক মন্তব্যের নিন্দা করেছে ৷ তাঁরা একটি বিষয়ের উপর আলোকপাত করেছে ৷ এই বর্ণবিদ্বেষের বিরুদ্ধে প্রতিটি ম্যাচেই বার্তা দিয়েছেন ইংলিশ ফুটবলাররা ৷ প্রতিটি ম্যাচের আগে হাঁটু গেড়ে বসে বর্ণবিদ্বেষের প্রতিবাদ জানিয়েছে ব্রিটিশ ফুটবলাররা ৷ অথচ তাঁদেরই বর্ণবিদ্বেষের শিকার হতে হল ৷

আরও পড়ুন : Euro 2020 : 53 বছর পর ট্রফি পুনরুদ্ধার, আনন্দে আত্মহারা আজ্জুরিরা

পেনাল্টি শুট আউটে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেন ও হ্যারি মাগুইরে গোল করেন ৷ কিন্তু বাকি তিনটি শট নেন হ্যারি কেনের তিন কৃষ্ণাঙ্গ সতীর্থ মার্কাস রাশফোর্ড, জর্ডন স্যাঞ্চো ও সাকা ৷ রাশফোর্ড বারের উপর দিয়ে বল মারেন ৷ বাকি দুই ফুটবলারের শট আটকে দেন ইতালি গোলরক্ষক জিয়ানলুইজি ডোন্নারুমা ৷ তারপরই সোশ্যাল মিডিয়ায় এই তিন ফুটবলারের উপর বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করা হয় ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.