কলকাতা, 2 মার্চ: অপেক্ষার অবসান । শহরে চলে এলেন কোস্টারিকার বিশ্বকাপার ডিফেন্ডার জনি অ্যাকোস্তা । আই লিগের বাকি ম্যাচগুলো খেলার জন্য তাঁকে দলে নিয়েছে লাল-হলুদ ।
বর্তমানে 14 ম্যাচে 19 পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চার নম্বরে রয়েছে মারিও রিবেরার দল । বাকি ছয় ম্যাচ থেকে যত বেশি সম্ভব পয়েন্ট তুলে নিয়ে আই লিগে অন্তত দুই নম্বরে শেষ করাই পাখির চোখ ইস্টবেঙ্গলের । এই অবস্থায় দলের হাল ধরতে একজন ডিফেন্ডার এবং স্ট্রাইকার দরকার ।
মেহতাব সিং এবং আসির আখতার সেই নির্ভরতা দিতে ব্যর্থ । তাই দলের রক্ষণের হাল মেরামতিতে ফিরিয়ে আনা হয়েছে জনি অ্যাকোস্তাকে ৷