ETV Bharat / sports

Messi-Neymer : স্বপ্নপূরণে আনন্দাশ্রু মেসির, স্বপ্নভঙ্গে ফুঁপিয়ে কাঁদলেন নেইমার - স্বপ্নপূরণে আনন্দাশ্রু মেসির

কেরিয়ারের শেষবেলায় এসে আন্তর্জাতিক ট্রফি স্বাদ পেলেন 34-এর লিওনেল মেসি ৷ আর হতাশায় ডুবলেন পেলে, গ্যারিঞ্চা, রোনাল্ডিনহোদের উত্তরসূরি 29-এর নেইমার ৷

Messi-Neymer
Messi-Neymer
author img

By

Published : Jul 11, 2021, 9:15 AM IST

রিও ডি জেনেইরো, 11 জুলাই : রেফারি শেষ বাঁশি বাজাতেই হাঁটু মুড়ে মাটিতে বসে পড়লেন ৷ দুহাত দিয়ে মুখ ঢেকে কেঁদে ফেললেন ৷ কিন্তু বেশি সময় পেলেন না ৷ আর্জেন্টিনার দলের সতীর্থরা তখন একে একে ছুটে এসে আলিঙ্গন করতে চাইছেন, ছুঁতে চাইছেন সেই মানুষটাকে ৷ যিনি গোটা কেরিয়ার জুড়ে এই দিনটার জন্য অপেক্ষা করেছিলেন ৷ না হোক বিশ্বকাপ ৷ কোপা আমেরিকাই সই ৷ ট্রফি তো বটে ৷ দেশের জার্সিতে প্রথমবার সেই ট্রফি ছুঁয়ে দেখার সৌভাগ্য হল মেসির ৷

কাঁদলেন আরও একজন ৷ স্বপ্নভঙ্গের হতাশায় ৷ ঘরের মাঠে দেশকে কোপা আমেরিকা ট্রফি তুলে না দিতে পারার কষ্টে ৷ ম্যাচ শেষে আর্জেন্টাইনরা যখন বন্য সেলিব্রেশনে ব্যস্ত তখন ফুঁপিয়ে কাঁদতে দেখা গেল নেইমারকে ৷ টানা দু'বার কোপা আমেরিকা জেতা সুযোগ ছিল ব্রাজিলের ৷ গতবার যখন ব্রাজিল কোপা আমেরিকা জিতেছিল সেবার দলে ছিলেন না নেইমার ৷ দলের সেরা ফুটবলারকে ছাড়াই কোপার কাপ ঘরে তুলেছিল সাম্বার দেশ ৷ কিন্তু এবার দলে থেকেও পারলেন না নেইমার ৷ এবারের মতো কোপা আমেরিকা জেতার স্বপ্নপূরণ হল না ৷

মাঠে হারজিত থাকে ৷ খেলার মাঠে একজনের স্বপ্নপূরণ হলে অন্যজনের স্বপ্নভঙ্গ হওয়াটা স্বাভাবিক ৷ গোটা টুর্নামেন্ট জুড়ে মেসি-নেইমার দুজনই নিজের সেরাটা দিয়ে এসেছেন ৷ কিন্তু ফাইনালে দুজনই গোল করতে ব্যর্থ ৷ শেষমুহূর্তে গোলের সহজ সুযোগ মিস না করলে ষোলোকলা পূর্ণ হত মেসির ৷ তাঁর পায়ে গোল না এলেও কেরিয়ারের শেষবেলায় এসে আন্তর্জাতিক ট্রফি স্বাদ পেলেন 34-এর লিওনেল মেসি ৷ আর হতাশায় ডুবলেন পেলে, গ্যারিঞ্চা, রোনাল্ডিনহোদের উত্তরসূরি 29-এর নেইমার ৷

আরও পড়ুন : Copa America final : মারাকানায় শাপমুক্তি, মেসির হাতে উঠল ট্রফি ; কোপা জয় আর্জেন্টিনার

ফাইনালে মেসির হাতে ট্রফি দেখতে চেয়েছিলেন কিছু ব্রাজিল সমর্থক ৷ শুনে রেগে গিয়েছিলেন নেইমার ৷ তবে ম্যাচের সময়টুকু ছাড়া তাঁরা দুজনের বন্ধুত্ব অটুট ৷ তাই ম্যাচ শেষে মেসিকে অভিনন্দন জানাতে এগিয়ে এলেন নেইমার ৷ পাশেই কোচ স্কালোনিকে নিয়ে তখন উৎসবে মেতেছে আর্জেন্টিনা ৷ দুজনে জড়িয়ে ধরলেন একে অপরকে ৷ একজন সান্ত্বনা দিলেন ৷ অন্যজন অভিনন্দন ৷ দুই ফুটবল মহাতারকার জাদু কি ঝাপ্পি তারিয়ে তারিয়ে উপভোগ করল ফুটবল বিশ্ব ৷

রিও ডি জেনেইরো, 11 জুলাই : রেফারি শেষ বাঁশি বাজাতেই হাঁটু মুড়ে মাটিতে বসে পড়লেন ৷ দুহাত দিয়ে মুখ ঢেকে কেঁদে ফেললেন ৷ কিন্তু বেশি সময় পেলেন না ৷ আর্জেন্টিনার দলের সতীর্থরা তখন একে একে ছুটে এসে আলিঙ্গন করতে চাইছেন, ছুঁতে চাইছেন সেই মানুষটাকে ৷ যিনি গোটা কেরিয়ার জুড়ে এই দিনটার জন্য অপেক্ষা করেছিলেন ৷ না হোক বিশ্বকাপ ৷ কোপা আমেরিকাই সই ৷ ট্রফি তো বটে ৷ দেশের জার্সিতে প্রথমবার সেই ট্রফি ছুঁয়ে দেখার সৌভাগ্য হল মেসির ৷

কাঁদলেন আরও একজন ৷ স্বপ্নভঙ্গের হতাশায় ৷ ঘরের মাঠে দেশকে কোপা আমেরিকা ট্রফি তুলে না দিতে পারার কষ্টে ৷ ম্যাচ শেষে আর্জেন্টাইনরা যখন বন্য সেলিব্রেশনে ব্যস্ত তখন ফুঁপিয়ে কাঁদতে দেখা গেল নেইমারকে ৷ টানা দু'বার কোপা আমেরিকা জেতা সুযোগ ছিল ব্রাজিলের ৷ গতবার যখন ব্রাজিল কোপা আমেরিকা জিতেছিল সেবার দলে ছিলেন না নেইমার ৷ দলের সেরা ফুটবলারকে ছাড়াই কোপার কাপ ঘরে তুলেছিল সাম্বার দেশ ৷ কিন্তু এবার দলে থেকেও পারলেন না নেইমার ৷ এবারের মতো কোপা আমেরিকা জেতার স্বপ্নপূরণ হল না ৷

মাঠে হারজিত থাকে ৷ খেলার মাঠে একজনের স্বপ্নপূরণ হলে অন্যজনের স্বপ্নভঙ্গ হওয়াটা স্বাভাবিক ৷ গোটা টুর্নামেন্ট জুড়ে মেসি-নেইমার দুজনই নিজের সেরাটা দিয়ে এসেছেন ৷ কিন্তু ফাইনালে দুজনই গোল করতে ব্যর্থ ৷ শেষমুহূর্তে গোলের সহজ সুযোগ মিস না করলে ষোলোকলা পূর্ণ হত মেসির ৷ তাঁর পায়ে গোল না এলেও কেরিয়ারের শেষবেলায় এসে আন্তর্জাতিক ট্রফি স্বাদ পেলেন 34-এর লিওনেল মেসি ৷ আর হতাশায় ডুবলেন পেলে, গ্যারিঞ্চা, রোনাল্ডিনহোদের উত্তরসূরি 29-এর নেইমার ৷

আরও পড়ুন : Copa America final : মারাকানায় শাপমুক্তি, মেসির হাতে উঠল ট্রফি ; কোপা জয় আর্জেন্টিনার

ফাইনালে মেসির হাতে ট্রফি দেখতে চেয়েছিলেন কিছু ব্রাজিল সমর্থক ৷ শুনে রেগে গিয়েছিলেন নেইমার ৷ তবে ম্যাচের সময়টুকু ছাড়া তাঁরা দুজনের বন্ধুত্ব অটুট ৷ তাই ম্যাচ শেষে মেসিকে অভিনন্দন জানাতে এগিয়ে এলেন নেইমার ৷ পাশেই কোচ স্কালোনিকে নিয়ে তখন উৎসবে মেতেছে আর্জেন্টিনা ৷ দুজনে জড়িয়ে ধরলেন একে অপরকে ৷ একজন সান্ত্বনা দিলেন ৷ অন্যজন অভিনন্দন ৷ দুই ফুটবল মহাতারকার জাদু কি ঝাপ্পি তারিয়ে তারিয়ে উপভোগ করল ফুটবল বিশ্ব ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.