ETV Bharat / sports

Cristiano Ronaldo : অতীতে নরম পানীয়ের বিজ্ঞাপনের মুখ ছিলেন রোনাল্ডো ! ভাইরাল ভিডিয়ো - রোনাল্ডোর কোকাকোলা বিজ্ঞাপন

টেবিলে রাখা নরম পানীয়ের বোতল সরিয়ে দিয়েছিলেন ৷ হাঙ্গেরির বিরুদ্ধে ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর এই আচরণে 30 হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে ওই সংস্থার ৷

christiano ronaldo
christiano ronaldo
author img

By

Published : Jun 16, 2021, 7:45 PM IST

নয়াদিল্লি, 16 জুন : একটি কথাও উচ্চারণ করেননি ৷ শুধু টেবিলে রাখা দুটি নরম পানীয়ের বোতল পাশে সরিয়ে জলের বোতল হাতে তুলে নিয়েছিলেন ৷ আর তাতেই কোটি কোটি টাকার ক্ষতি হয়ে গেল ওই নরম পানীয় সংস্থার ৷ এদিকে স্বাস্থ্য সচেতন রোনাল্ডো প্রশংসায় ভাসছিলেন ৷ এই বিতর্কের মাঝে ভাইরাল সিআর সেভেনের করা ঠান্ডা পানীয়ের একটি পুরানো বিজ্ঞাপন ৷ যা দেখে দুভাগ হয়ে গিয়েছেন নেটিজেনরা ৷ পর্তুগিজ ফুটবল তারকা কারও সমর্থন পেয়েছেন ৷ কেউ আবার রোনাল্ডোকে ধুয়ে দিয়েছেন ৷

মঙ্গলবার রাতটা ছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ৷ খেতাব ধরে রাখার চ্যালেঞ্জ নিয়ে ইউরো 2020-তে প্রথম ম্যাচে নেমেছিল পর্তুগাল ৷ প্রতিপক্ষ ছিল হাঙ্গেরি ৷ আর সে লড়াইয়ে দলকে সামনে থেকে নেতৃত্ব দিলেন সিআরসেভেন ৷ বুদাপেস্টে দুটি গোল করেন পর্তুগিজ তারকা ৷ তাঁর দল জেতে 3-0 ব্যবধানে ৷ ম্যাচের পর রোনাল্ডো স্তুতিতে ভেসেছে ফুটবলপ্রেমীরা ৷ 36 বছর বয়সেও কোন জাদুবলে এভাবে মাঠের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে ক্ষিপ্র চিতার মতো ছুটে গিয়েছেন তা রোনাল্ডোই জানেন ৷ এই বয়সেও তাঁর ফিটনেস তাক লাগানোর মতো ৷

এটা তো ছিল ম্যাচের কথা ৷ তার আগে সাংবাদিক বৈঠকে একটি ঘটনা ঘটে যায় ৷ সাংবাদিকদের প্রশ্নবাণের মুখোমুখি হওয়ার আগে টেবিলে বসেই রোনাল্ডো দুটো নরম পানীয়ের বোতল দেখতে পান ৷ দেখেই বোতল দুটি সরিয়ে রাখেন তিনি ৷ তার পরিবর্তে একটি জলের বোতল উঁচিয়ে দেখান ৷ মুখে কিছু না বললেও আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিলেন যে এই ধরনের পানীয় স্বাস্থ্যের পক্ষে ভাল না ৷ পিপাসা মেটাতে জলপান করুন ৷ ওই পানীয় সংস্থা আবার ইউরো 2020 প্রতিযোগিতার স্পনসর ৷ পরে রোনাল্ডোর এই আচরণে বড় ক্ষতি হয়ে যায় ওই সংস্থার ৷ বিশ্ব বাজারে তাদের দাম পড়ে যায় 30 হাজার কোটি টাকা ৷ শেয়ার বাজারে দর পড়ে 1.6 শতাংশ ৷

  • Cristiano Ronaldo was angry because they put Coca Cola in front of him at the Portugal press conference, instead of water! 😂

    He moved them and said "Drink water" 😆pic.twitter.com/U1aJg9PcXq

    — FutbolBible (@FutbolBible) June 14, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Euro 2020 : রোনাল্ডো অসাধারণ, ফ্রান্স অপ্রতিরোধ্য ; বলছেন ময়দানের প্রাক্তনরা

এ পর্যন্ত সব ঠিক ছিল ৷ কিন্তু এই বিতর্কে ঘি ঢালে সিআর সেভেনের 15 বছরের পুরানো একটি বিজ্ঞাপন এবং কিছু ছবি ৷ যেটি 2006 সালে ওই একই ঠান্ডা পানীয় সংস্থার জন্য শুট করেছিলেন রোনাল্ডো ৷ ভিডিয়োতে দেখা গিয়েছে, লাল স্যান্ডো গেঞ্জি এবং কালো ট্রাউজার্স পরা 21-এর রোনাল্ডো হাতে ওই পানীয়ের বোতল নিয়ে পোজ দিচ্ছেন ৷ ফুটবলের পরিবর্তে বোতলে, আইস কিউবে কিক মারছেন ৷ সময়টা তখনকার যখন একমাত্র পর্তুগিজ ফুটবলার হিসেবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে নিজেকে সবে মেলে ধরতে শুরু করেছেন ক্রিশ্চিয়ানো ৷ ভিডিয়ো ঝড়ের গতিতে ভাইরাল হতে থাকে ৷

  • So Cristiano Ronaldo doesn't like Coke huh?

    Well this is awkward.....

    Guess the pay check stopped coming 😂 pic.twitter.com/hDRGbqmDmo

    — JAKE BUCKLEY 🇦🇺 (@TheMasterBucks) June 15, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এরপরই নেটিজেনদের রোষের মুখে পড়েছেন বর্তমানে ইউরোর সর্বোচ্চ গোলদাতা ৷ তাঁকে দুমুখো বলতে ছাড়েননি তারা ৷ তবে সমর্থনও পেয়েছেন সিআর সেভেন ৷ রোনাল্ডো যখন ওই বিজ্ঞাপন করেছিলেন তখন তাঁর বয়স 21 ৷ সবেমাত্র পরিচিতি পেতে শুরু করেছেন ৷ তাই 21-এর রোনাল্ডোর সঙ্গে 36-এর ক্রিশ্চিয়ানোর কি আদৌ তুলনা করা যায় ? কারণ এখনকার রোনাল্ডো অনেক বেশি পরিণত ৷ পাঁচ সন্তানের বাবা ও বান্ধবীকে নিয়ে ঘোরতর সংসারী ৷ সন্তানদের সান্নিধ্য তাঁকে আরও বেশি পরিণত করেছে ৷ কোনও এক সাক্ষাৎকারে রোনাল্ডো বলেছিলেন, "ক্রিশ্চিয়ানো জুনিয়র মাঝেমধ্যে ঠান্ডা পানীয় ও চিপস খায় ৷ যদিও ও জানে আমি মোটেও এটা পছন্দ করি না ৷"

নয়াদিল্লি, 16 জুন : একটি কথাও উচ্চারণ করেননি ৷ শুধু টেবিলে রাখা দুটি নরম পানীয়ের বোতল পাশে সরিয়ে জলের বোতল হাতে তুলে নিয়েছিলেন ৷ আর তাতেই কোটি কোটি টাকার ক্ষতি হয়ে গেল ওই নরম পানীয় সংস্থার ৷ এদিকে স্বাস্থ্য সচেতন রোনাল্ডো প্রশংসায় ভাসছিলেন ৷ এই বিতর্কের মাঝে ভাইরাল সিআর সেভেনের করা ঠান্ডা পানীয়ের একটি পুরানো বিজ্ঞাপন ৷ যা দেখে দুভাগ হয়ে গিয়েছেন নেটিজেনরা ৷ পর্তুগিজ ফুটবল তারকা কারও সমর্থন পেয়েছেন ৷ কেউ আবার রোনাল্ডোকে ধুয়ে দিয়েছেন ৷

মঙ্গলবার রাতটা ছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ৷ খেতাব ধরে রাখার চ্যালেঞ্জ নিয়ে ইউরো 2020-তে প্রথম ম্যাচে নেমেছিল পর্তুগাল ৷ প্রতিপক্ষ ছিল হাঙ্গেরি ৷ আর সে লড়াইয়ে দলকে সামনে থেকে নেতৃত্ব দিলেন সিআরসেভেন ৷ বুদাপেস্টে দুটি গোল করেন পর্তুগিজ তারকা ৷ তাঁর দল জেতে 3-0 ব্যবধানে ৷ ম্যাচের পর রোনাল্ডো স্তুতিতে ভেসেছে ফুটবলপ্রেমীরা ৷ 36 বছর বয়সেও কোন জাদুবলে এভাবে মাঠের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে ক্ষিপ্র চিতার মতো ছুটে গিয়েছেন তা রোনাল্ডোই জানেন ৷ এই বয়সেও তাঁর ফিটনেস তাক লাগানোর মতো ৷

এটা তো ছিল ম্যাচের কথা ৷ তার আগে সাংবাদিক বৈঠকে একটি ঘটনা ঘটে যায় ৷ সাংবাদিকদের প্রশ্নবাণের মুখোমুখি হওয়ার আগে টেবিলে বসেই রোনাল্ডো দুটো নরম পানীয়ের বোতল দেখতে পান ৷ দেখেই বোতল দুটি সরিয়ে রাখেন তিনি ৷ তার পরিবর্তে একটি জলের বোতল উঁচিয়ে দেখান ৷ মুখে কিছু না বললেও আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিলেন যে এই ধরনের পানীয় স্বাস্থ্যের পক্ষে ভাল না ৷ পিপাসা মেটাতে জলপান করুন ৷ ওই পানীয় সংস্থা আবার ইউরো 2020 প্রতিযোগিতার স্পনসর ৷ পরে রোনাল্ডোর এই আচরণে বড় ক্ষতি হয়ে যায় ওই সংস্থার ৷ বিশ্ব বাজারে তাদের দাম পড়ে যায় 30 হাজার কোটি টাকা ৷ শেয়ার বাজারে দর পড়ে 1.6 শতাংশ ৷

  • Cristiano Ronaldo was angry because they put Coca Cola in front of him at the Portugal press conference, instead of water! 😂

    He moved them and said "Drink water" 😆pic.twitter.com/U1aJg9PcXq

    — FutbolBible (@FutbolBible) June 14, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Euro 2020 : রোনাল্ডো অসাধারণ, ফ্রান্স অপ্রতিরোধ্য ; বলছেন ময়দানের প্রাক্তনরা

এ পর্যন্ত সব ঠিক ছিল ৷ কিন্তু এই বিতর্কে ঘি ঢালে সিআর সেভেনের 15 বছরের পুরানো একটি বিজ্ঞাপন এবং কিছু ছবি ৷ যেটি 2006 সালে ওই একই ঠান্ডা পানীয় সংস্থার জন্য শুট করেছিলেন রোনাল্ডো ৷ ভিডিয়োতে দেখা গিয়েছে, লাল স্যান্ডো গেঞ্জি এবং কালো ট্রাউজার্স পরা 21-এর রোনাল্ডো হাতে ওই পানীয়ের বোতল নিয়ে পোজ দিচ্ছেন ৷ ফুটবলের পরিবর্তে বোতলে, আইস কিউবে কিক মারছেন ৷ সময়টা তখনকার যখন একমাত্র পর্তুগিজ ফুটবলার হিসেবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে নিজেকে সবে মেলে ধরতে শুরু করেছেন ক্রিশ্চিয়ানো ৷ ভিডিয়ো ঝড়ের গতিতে ভাইরাল হতে থাকে ৷

  • So Cristiano Ronaldo doesn't like Coke huh?

    Well this is awkward.....

    Guess the pay check stopped coming 😂 pic.twitter.com/hDRGbqmDmo

    — JAKE BUCKLEY 🇦🇺 (@TheMasterBucks) June 15, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এরপরই নেটিজেনদের রোষের মুখে পড়েছেন বর্তমানে ইউরোর সর্বোচ্চ গোলদাতা ৷ তাঁকে দুমুখো বলতে ছাড়েননি তারা ৷ তবে সমর্থনও পেয়েছেন সিআর সেভেন ৷ রোনাল্ডো যখন ওই বিজ্ঞাপন করেছিলেন তখন তাঁর বয়স 21 ৷ সবেমাত্র পরিচিতি পেতে শুরু করেছেন ৷ তাই 21-এর রোনাল্ডোর সঙ্গে 36-এর ক্রিশ্চিয়ানোর কি আদৌ তুলনা করা যায় ? কারণ এখনকার রোনাল্ডো অনেক বেশি পরিণত ৷ পাঁচ সন্তানের বাবা ও বান্ধবীকে নিয়ে ঘোরতর সংসারী ৷ সন্তানদের সান্নিধ্য তাঁকে আরও বেশি পরিণত করেছে ৷ কোনও এক সাক্ষাৎকারে রোনাল্ডো বলেছিলেন, "ক্রিশ্চিয়ানো জুনিয়র মাঝেমধ্যে ঠান্ডা পানীয় ও চিপস খায় ৷ যদিও ও জানে আমি মোটেও এটা পছন্দ করি না ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.