ETV Bharat / sports

কোরোনা-র প্রভাব, বন্ধ রাখা হল চিনের ঘরোয়া ফুটবল লিগ - চিনে বন্ধ করে রাখা হল ঘরোয়া লিগের সমস্ত ফুটবল খেলা ৷

কোরোনার প্রভাব এবার ফুটবলে ৷ চিনে বন্ধ করে রাখা হল ঘরোয়া লিগের সমস্ত ফুটবল খেলা ৷

image
কোরোনা’
author img

By

Published : Jan 30, 2020, 8:07 PM IST

দিল্লি, 30 জানুয়ারি : চিনে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে কোরোনা ভাইরাসের প্রকোপ ৷ ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন 170 জন ৷ এবার কোরোনা ভাইরাসের উপদ্রব থেকে বাঁচতে ঘরোয়া লিগের সমস্ত খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল চাইনিজ় ফুটবল অ্যসোসিয়েশন বা CFA ৷

চাইনিজ় ফুটবল গর্ভনিং বডি থেকে একটি বিবৃতিতে জানানো হয়, ‘‘দেশজুড়ে কোরোনা ভাইরাসের প্রতিরোধে সাহায্য করতে এবং ফুটবলার সম্পর্কিত ব্যক্তিদের নিরাপদে রাখতে 2020 সালের ঘরোয়া ফুটবলে সমস্ত খেলা এখন থেকে বন্ধ রাখা হবে ৷

আগেই এশিয়ান ফুটবল কনফেডারেশন বা AFC-র তরফে জানানো হয় চারটি চাইনিজ় দল তাদের এশিয়ান চ্যাম্পিয়ন লিগের গ্রুপের প্রথমে তাদের তিনটি অ্যাওয়ে ম্যাচ খেলবে ৷ তারপর তারা হোম ম্যাচ খেলবে ৷

একই সঙ্গে বিশ্ব ইন্ডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ইভেন্টও স্থগিত করা হয়েছে ৷ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজ়েশনের পরামর্শ অনুযায়ী 2021 সালের পর ফের খেলা হবে ৷

দিল্লি, 30 জানুয়ারি : চিনে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে কোরোনা ভাইরাসের প্রকোপ ৷ ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন 170 জন ৷ এবার কোরোনা ভাইরাসের উপদ্রব থেকে বাঁচতে ঘরোয়া লিগের সমস্ত খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল চাইনিজ় ফুটবল অ্যসোসিয়েশন বা CFA ৷

চাইনিজ় ফুটবল গর্ভনিং বডি থেকে একটি বিবৃতিতে জানানো হয়, ‘‘দেশজুড়ে কোরোনা ভাইরাসের প্রতিরোধে সাহায্য করতে এবং ফুটবলার সম্পর্কিত ব্যক্তিদের নিরাপদে রাখতে 2020 সালের ঘরোয়া ফুটবলে সমস্ত খেলা এখন থেকে বন্ধ রাখা হবে ৷

আগেই এশিয়ান ফুটবল কনফেডারেশন বা AFC-র তরফে জানানো হয় চারটি চাইনিজ় দল তাদের এশিয়ান চ্যাম্পিয়ন লিগের গ্রুপের প্রথমে তাদের তিনটি অ্যাওয়ে ম্যাচ খেলবে ৷ তারপর তারা হোম ম্যাচ খেলবে ৷

একই সঙ্গে বিশ্ব ইন্ডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ইভেন্টও স্থগিত করা হয়েছে ৷ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজ়েশনের পরামর্শ অনুযায়ী 2021 সালের পর ফের খেলা হবে ৷

New Delhi, Jan 30 (ANI): Equity benchmark indices ended lower on Thursday as concerns over the spread of coronavirus from China prompted investors heading for safer bets ahead of the Union Budget for 2020-21. The BSE SandP Sensex closed 285 points lower at 40,914 while the Nifty 50 declined by 94 points at 12,036. All Sensex down by 285 points over China epidemic worries, FMCG and pharma stocks drag Sensex Nifty Yes Bank Reliance Industries Asian stocks coronavirus from China sectoral indices at the National Stock Exchange were in the red with Nifty pharma down by over 2 per cent, FMCG by 1.5 per cent, metal by 1.4 per cent and PSU bank by 1.3 per cent. Among stocks, Yes Bank showed a decline of 5.1 per cent at Rs 39.10 per share after India Ratings and Research (Ind-Ra) maintained its long-term issuer rating of A on rating watch negative (RWN) and withdrew its short-term issuer rating of A1.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.