পোর্তো, 30 মে : ম্যাঞ্চেস্টার সিটিকে 1-0 গোলে হারিয়ে দ্বিতীয়বারের জন্য ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতল চেলসি ৷ শনিবার ইপিএল এর দুই দল চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হয় ৷ যেখানে জার্মানির রাইট উইংগ ফরওয়ার্ড কাই হাভার্টজের করা গোলে ইপিএল বিজেতাদের হারাল চেলসি ৷ যে ফাইনালে বহুদিন পর দর্শকদেরও স্টেডিয়ামে দেখা গেল ৷ ফলে এই জয় খুবই স্পেশাল হয়ে রইল চেলসির কাছে ৷
শনিবার পোর্তোর এস্তাদিও দো ড্রাগো স্টেডিয়ামে হওয়া ইউয়েফা চ্য়াম্পিয়ন্স লিগের ফাইনালেন প্রথর্মাধেই কাই হাভার্টজের গোলে এগিয়ে যায় চেলসি ৷ 42 মিনিটের মাথায় মেসন মাউন্টের বাড়ানো পাস থেকে ম্যান সিটির গোলকিপারকে ডজ করে গোল করেন তিনি ৷ প্রসঙ্গত, চ্যাম্পিয়ন্স লিগে এটাই তাঁর প্রথম গোল ছিল ৷ এই ম্যাচে মাত্র একটি গোল হলেও, দুই ইংলিশ দলের প্রতিদ্বন্দ্বিতা ছিল চোখে পড়ার মতো ৷ শুরু থেকেই আগ্রাসী মনোভাব নিয়ে খেলতে দেখা গিয়েছে দুই দলের ফুটবলারদের ৷ আক্রমণ এবং প্রতি আক্রমণে একে অপরের ডিফেন্সকে কার্যত দম ফেলার সুযোগ দেয়নি চেলসি এবং ম্যান সিটির ফুটবলাররা ৷
তবে, এই ম্যাচের ফল 1-0-র বদলে 2-0 হতে পারত ৷ যদি না 13 মিনিটে ওয়ান টু ওয়ান গোল করার সুযোগ হারাতেন চেলসির টিমো ওয়ার্নার ৷ ম্যান সিটির গোলকিপারকে একা পেয়েও জালে বল জড়াতে ব্যর্থ হন তিনি ৷ প্রথমার্ধে চেলসি কিছুটা আক্রমণাত্মক খেললেও, দ্বিতীয়ার্ধে প্রতি আক্রমণ করতে দেখা যায় পেপ গুয়ার্দিওলার দলকে ৷ যার প্রমাণ দুই দলের ম্যাচ স্ট্যাটাসেই স্পষ্ট হয়ে যায় ৷ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে গুয়ার্দিওলার দল বল দখলে চেলসির থেকে অনেকটাই এগিয়ে ছিল ৷ ম্যাচের 61 শতাংশ সময় তাদের দখলে ছিল বল ৷ সেখানে চেলসির বল দখলের স্ট্যাট মাত্র 39 শতাংশ ৷ এমনকি পাস খেলার দিক থেকেও ম্যান সিটি অনেক এগিয়ে ছিল ম্যাচে ৷ মোট 609টি পাস খেলেছে তারা ৷ সেখানে চেলসির ফুটবলাররা 401টি পাস খেলেছেন ৷
আরও পড়ুন : শেষ ম্যাচে হেরেও প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটি
তবে, 42 মিনিটে কাই হাভার্টজের গোলে শেষ হাসি হেসেছে থমাস টুসেলের দল ৷ গত বছর থমাস টুসেল পিএসজি-র ম্যানেজেরারের দায়িত্বে ছিলেন ৷ সেবার পিএসজি-কে ফাইনালে তুললেও জেতাতে পারেননি তিনি ৷ এবার আর খালি হাতে ফিরতে হয়নি টুসেলকে ৷ চেলিসকে ফাইনালে তুলে ইপিএল-র প্রতিপক্ষ ম্যান সিটিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ ঘরে তুললেন তিনি ৷ অন্যদিকে, চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন অধরাই রয়ে গেল ম্যান সিটির ৷