ETV Bharat / sports

জোড়া গোল রোনাল্ডোর, নিষ্প্রভ মেসি - রোনাল্ডো

চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বিরুদ্ধে 3-0 গোলে জয় জুভেন্টাসের । জোড়া পেনাল্টিতে গোল করেন সি আর সেভেন । একটি গোল করেন ওয়েস্টান ম্যাকিনি ।

জোড়া গোল রোনাল্ডোর
জোড়া গোল রোনাল্ডোর
author img

By

Published : Dec 9, 2020, 3:15 PM IST

বার্সেলোনা, 9 ডিসেম্বর : মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের ফিরতি ম্যাচে বার্সেলোনাকে কার্যত গুঁড়িয়ে দিল রোলাল্ডোর জুভেন্টাস । ঘরের মাঠে 3 গোলে হেরে টেবিলের দুই নম্বর স্থানে মেসিরা ।

দুই দলের প্রথম সাক্ষাতে কোরোনা পজ়িটিভ হওয়ায় রোনাল্ডো ম্যাচের বাইরে ছিলেন । রোনাল্ডোর অনুপস্থিতিতে প্রথম ম্যাচে 2-0 গোলে জেতে বার্সেলোনা । ন্যু ক্যাম্পে ফিরতি ম্যাচে রোনাল্ডো গত ম্যাচের হিসেব শোধ করে দিলেন । জোড়া পেনাল্টিতে গোল করেন সি আর সেভেন । জুভেন্টাস জার্সিতে এটিই মেসির বিরুদ্ধে প্রথম ম্যাচ ছিল তাঁর । গোটা ম্যাচে নিষ্প্রভ দেখায় বার্সেলোনার অধিনায়ককে ।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ইতালীয় ক্লাব । 12 মিনিটের মাথায় পেনাল্টি বক্সে রোনাল্ডোকে আটকাতে গিয়ে ফাউল করে বার্সেলোনা । ফলস্বরূপ পেনাল্টি পায় জুভেন্টাস । কোনওরকম ভুল না করে পেনাল্টি থেকে দলকে এক গোলে এগিয়ে দেন রোনাল্ডো । এরপর 19 মিনিটের মাথায় কুয়ার্দাদোর চিপে দুরন্ত সাইড ভলিতে গোল করে দলকে 2 গোলে এগিয়ে দেন ওয়েস্টান ম্যাকিনি । এরপর ম্যাচে ফিরতে পারেননি মেসিরা । 51 মিনিটের মাথায় ভি এ আর থেকে পাওয়া পেনাল্টি জালে জড়িয়ে দলের 3 পয়েন্ট সুনিশ্চিত করেন সি আর সেভেন ।

হতাশ মেসি
হতাশ মেসি

এই জয়ের সাথে 6 ম্যাচে 15 পয়েন্ট পেয়ে জি গ্রুপের শীর্ষে পৌঁছে গেল জুভেন্টাস । অপরদিকে বার্সেলোনাও সমসংখ্যক ম্যাচ খেলে 15 পয়েন্টে থাকলেও গোল পার্থক্যের বিচারে তারা গ্রুপের দ্বিতীয় স্থানে । যদিও দুটি দল আগেই লিগের শেষ 16 তে নিজেদের স্থান পাকা করে নিয়েছে ।

বার্সেলোনা, 9 ডিসেম্বর : মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের ফিরতি ম্যাচে বার্সেলোনাকে কার্যত গুঁড়িয়ে দিল রোলাল্ডোর জুভেন্টাস । ঘরের মাঠে 3 গোলে হেরে টেবিলের দুই নম্বর স্থানে মেসিরা ।

দুই দলের প্রথম সাক্ষাতে কোরোনা পজ়িটিভ হওয়ায় রোনাল্ডো ম্যাচের বাইরে ছিলেন । রোনাল্ডোর অনুপস্থিতিতে প্রথম ম্যাচে 2-0 গোলে জেতে বার্সেলোনা । ন্যু ক্যাম্পে ফিরতি ম্যাচে রোনাল্ডো গত ম্যাচের হিসেব শোধ করে দিলেন । জোড়া পেনাল্টিতে গোল করেন সি আর সেভেন । জুভেন্টাস জার্সিতে এটিই মেসির বিরুদ্ধে প্রথম ম্যাচ ছিল তাঁর । গোটা ম্যাচে নিষ্প্রভ দেখায় বার্সেলোনার অধিনায়ককে ।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ইতালীয় ক্লাব । 12 মিনিটের মাথায় পেনাল্টি বক্সে রোনাল্ডোকে আটকাতে গিয়ে ফাউল করে বার্সেলোনা । ফলস্বরূপ পেনাল্টি পায় জুভেন্টাস । কোনওরকম ভুল না করে পেনাল্টি থেকে দলকে এক গোলে এগিয়ে দেন রোনাল্ডো । এরপর 19 মিনিটের মাথায় কুয়ার্দাদোর চিপে দুরন্ত সাইড ভলিতে গোল করে দলকে 2 গোলে এগিয়ে দেন ওয়েস্টান ম্যাকিনি । এরপর ম্যাচে ফিরতে পারেননি মেসিরা । 51 মিনিটের মাথায় ভি এ আর থেকে পাওয়া পেনাল্টি জালে জড়িয়ে দলের 3 পয়েন্ট সুনিশ্চিত করেন সি আর সেভেন ।

হতাশ মেসি
হতাশ মেসি

এই জয়ের সাথে 6 ম্যাচে 15 পয়েন্ট পেয়ে জি গ্রুপের শীর্ষে পৌঁছে গেল জুভেন্টাস । অপরদিকে বার্সেলোনাও সমসংখ্যক ম্যাচ খেলে 15 পয়েন্টে থাকলেও গোল পার্থক্যের বিচারে তারা গ্রুপের দ্বিতীয় স্থানে । যদিও দুটি দল আগেই লিগের শেষ 16 তে নিজেদের স্থান পাকা করে নিয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.