ETV Bharat / sports

বন্ধুত্ব ভুলে বোরহাকে গোল করার চ্যালেঞ্জ চামারোর - borja

মরশুমে যতবারই দেখা হোক না কেন ইস্টবেঙ্গলের স্প্যানিশ ডিফেন্ডার বোরহা পেরেজ়কে টপকে গোল করার চ্যালেঞ্জ জানিয়ে রাখলেন সালভা চামারো ।

চামারো
author img

By

Published : Jul 22, 2019, 10:01 PM IST

কলকাতা, 22 জুলাই : ইস্টবেঙ্গল নামটা শুনেছেন । সেখানে খেলতে আসা বোরহা পেরেজ়ের বন্ধু তিনি । শহরে আসার পর ইতিমধ্যে কথাও হয়েছে । তবে বন্ধুত্ব মাঠের বাইরে । নতুন মরশুমে যতবারই দেখা হোক না কেন ইস্টবেঙ্গলের স্প্যানিশ ডিফেন্ডার বোরহা পেরেজ়কে টপকে গোল করার চ্যালেঞ্জ জানিয়ে রাখলেন সালভা চামারো ।

মোহনবাগানের সূত্র ধরে ভারতীয় ফুটবলের সঙ্গে পরিচয় । কলকাতায় ক্লাব মাঠে আজ প্রথম নামলেন । সরাসরি গোয়ায় আয়োজিত ক্লাবের আবাসিক শিবিরে যোগ দিয়েছিলেন । সেখানে সতীর্থদের সঙ্গে পরিচয় ও কোচ কিবু ভিকুনার কোচিং উপভোগ করেছেন । ইউরোপের ক্লাবে খেলার অভিজ্ঞতার পর ভারতীয় ক্লাব ফুটবলে খেলতে আসা । তবে মানিয়ে নিতে অসুবিধা হবে না বলে মনে করেন ।

আবহাওয়া নিয়ে কোনও অভিযোগ নেই । দলের প্রয়োজনে নিজেকে নিংড়ে দিতে তৈরি । কলকাতায় পা দেওয়ার আগে ইস্টবেঙ্গল ক্লাবের নাম শুনেছেন । তাদের বিরুদ্ধে মোহনবাগানের চিরপ্রতিদ্বন্দ্বীতা জানেন । তাই ডার্বিতে সফল হওয়ার জন্য মরিয়া মোহনবাগানের স্প্যানিশ স্ট্রাইকার সালভা চামারো ।
বন্ধুত্ব ভুলে ডার্বিতে গোল করার কথা বলছেন সালভা চামারো ।

প্রায় একই সুর মোহনবাগানের স্প্যানিশ ডিফেন্ডার ফ্রান মোরান্তের গলাতেও । ইস্টবেঙ্গলের বোরহাকে চেনেন । স্পেনের সেকেন্ড ডিভিশন ক্লাব লোগ্রেনেসে একসঙ্গে খেলেওছেন । ইতিমধ্যে কলকাতায় শুধু যোগাযোগ করেননি, সালভা চামারোকে নিয়ে ফ্রান মোরান্তে ডিনার করেছেন ইস্টবেঙ্গলের কার্লোস নোদার ও বোরহার সঙ্গে । নতুন মরসুমে মোহনবাগান রক্ষণকে নির্ভরতা দেওয়াই তাঁর পাখির চোখ । গোয়ায় গুরজিন্দার কুমার ও কিমকিমার সঙ্গে প্র্যাকটিস করেছেন । বোঝাপড়া দ্রুত গড়ে তোলার ব্যাপারে আত্মবিশ্বাসী ।

এদিকে শুধু খেলোয়াড়রা নন । সফল হতে মরিয়া দলের কোচিং স্টাফরাও । আর তাই ভারতীয় ফুটবল স্থানীয় সংষ্কৃতি এবং দলের খেলোয়াড়দের সঙ্গে ভাষাগত সমস্যা দূর করতে হিন্দি শিখছেন কিবু ভিকুনার সহকারী টমাজ ডিক্রুজ় ।

কলকাতা, 22 জুলাই : ইস্টবেঙ্গল নামটা শুনেছেন । সেখানে খেলতে আসা বোরহা পেরেজ়ের বন্ধু তিনি । শহরে আসার পর ইতিমধ্যে কথাও হয়েছে । তবে বন্ধুত্ব মাঠের বাইরে । নতুন মরশুমে যতবারই দেখা হোক না কেন ইস্টবেঙ্গলের স্প্যানিশ ডিফেন্ডার বোরহা পেরেজ়কে টপকে গোল করার চ্যালেঞ্জ জানিয়ে রাখলেন সালভা চামারো ।

মোহনবাগানের সূত্র ধরে ভারতীয় ফুটবলের সঙ্গে পরিচয় । কলকাতায় ক্লাব মাঠে আজ প্রথম নামলেন । সরাসরি গোয়ায় আয়োজিত ক্লাবের আবাসিক শিবিরে যোগ দিয়েছিলেন । সেখানে সতীর্থদের সঙ্গে পরিচয় ও কোচ কিবু ভিকুনার কোচিং উপভোগ করেছেন । ইউরোপের ক্লাবে খেলার অভিজ্ঞতার পর ভারতীয় ক্লাব ফুটবলে খেলতে আসা । তবে মানিয়ে নিতে অসুবিধা হবে না বলে মনে করেন ।

আবহাওয়া নিয়ে কোনও অভিযোগ নেই । দলের প্রয়োজনে নিজেকে নিংড়ে দিতে তৈরি । কলকাতায় পা দেওয়ার আগে ইস্টবেঙ্গল ক্লাবের নাম শুনেছেন । তাদের বিরুদ্ধে মোহনবাগানের চিরপ্রতিদ্বন্দ্বীতা জানেন । তাই ডার্বিতে সফল হওয়ার জন্য মরিয়া মোহনবাগানের স্প্যানিশ স্ট্রাইকার সালভা চামারো ।
বন্ধুত্ব ভুলে ডার্বিতে গোল করার কথা বলছেন সালভা চামারো ।

প্রায় একই সুর মোহনবাগানের স্প্যানিশ ডিফেন্ডার ফ্রান মোরান্তের গলাতেও । ইস্টবেঙ্গলের বোরহাকে চেনেন । স্পেনের সেকেন্ড ডিভিশন ক্লাব লোগ্রেনেসে একসঙ্গে খেলেওছেন । ইতিমধ্যে কলকাতায় শুধু যোগাযোগ করেননি, সালভা চামারোকে নিয়ে ফ্রান মোরান্তে ডিনার করেছেন ইস্টবেঙ্গলের কার্লোস নোদার ও বোরহার সঙ্গে । নতুন মরসুমে মোহনবাগান রক্ষণকে নির্ভরতা দেওয়াই তাঁর পাখির চোখ । গোয়ায় গুরজিন্দার কুমার ও কিমকিমার সঙ্গে প্র্যাকটিস করেছেন । বোঝাপড়া দ্রুত গড়ে তোলার ব্যাপারে আত্মবিশ্বাসী ।

এদিকে শুধু খেলোয়াড়রা নন । সফল হতে মরিয়া দলের কোচিং স্টাফরাও । আর তাই ভারতীয় ফুটবল স্থানীয় সংষ্কৃতি এবং দলের খেলোয়াড়দের সঙ্গে ভাষাগত সমস্যা দূর করতে হিন্দি শিখছেন কিবু ভিকুনার সহকারী টমাজ ডিক্রুজ় ।

Intro:ইস্টবেঙ্গল নামটা শুনেছেন। সেখানে খেলতে আসা বোরহা পেরেজকে জানেন।বন্ধুত্ব রয়েছে। ইতিমধ্যে কথাও হয়েছে। তবে বন্ধুত্ব মাঠের বাইরে। নতুন মরসুমে যতবারই দেখা হোক না কেন ইস্টবেঙ্গলের স্প্যানিশ ডিফেন্ডার বোরখা পেরেজকে টপকে গোল করার চ্যালেঞ্জ জানিয়ে রাখলেন সালভা চামারো। মোহনবাগানের সূত্র ধরে ভারতীয় ফুটবলের সঙ্গে পরিচয় হচ্ছে। কলকাতায় ক্লাব মাঠে সোমবার প্রথম নামলেন। সরাসরি গোয়ায় আয়োজিত ক্লাবের আবাসিক শিবিরে যোগ দিয়েছিলেন। সেখানে সতীর্থদের সঙ্গে পরিচয় ও কোচ কিবু ভিকুনা র কোচিং উপভোগ করেছেন। ইউরোপের ক্লাবে খেলার অভিঞ্জতা র পরে ভারতীয় ক্লাব ফুটবলে খেলতে আসা। মানিয়ে নিতে অসুবিধা হবে না বলে মনে করেন। আবহাওয়া নিয়ে কোনও অভিযোগ নেই। দলের প্রয়োজনে নিজেকে নিংড়ে দিতে তৈরি। কলকাতায় পা দেওয়ার আগে ইস্টবেঙ্গল ক্লাবের নাম শুনেছেন। তাদের বিরুদ্ধে মোহনবাগানের চিরপ্রতিদ্বন্দ্বী তা জানেন। তাই ডার্বি তে সফল হওয়ার জন্যে মরিয়া মোহনবাগানের স্প্যানিশ স্ট্রাইকার সালভা চামারো।
বন্ধুত্ব ভুলে ডার্বিতে গোল করার কথা বলছেন সালভা চামারো। প্রায় একই সুর মোহনবাগানের স্প্যানিশ ডিফেন্ডার ফান মোরান্তে। ইস্টবেঙ্গলের বোরহাকে চেনেন। স্পেনের সেকেন্ড ডিভিশন ক্লাব লোগ্রেনেসে একসঙ্গে খেলেওছেন। ইতিমধ্যে কলকাতায় শুধু যোগাযোগ করেননি, সালভা চামারোকে নিয়ে ফ্রান মোরান্তে ডিনার করেছেন ইস্টবেঙ্গলের কার্লোস নোদার ও বোরহার সঙ্গে। নতুন মরসুমে মোহনবাগান রক্ষণকে নির্ভরতা দেওয়াই তার পাখির চোখ। গোয়ায় গুরজিন্দার কুমার ও কিমকিমার সঙ্গে প্র্যাকটিস করেছেন। বোঝাপড়া দ্রুত গড়ে তোলার ব্যাপারে আত্মবিশ্বাসী।
এদিকে ভারতীয় ফুটবল স্থানীয় সংষ্কৃতি এবং দলের র খেলোয়াড়দের সঙ্গে ভাষাগত সমস্যা দূর করতে হিন্দি শিখছেন কিবু ভিকুনা র সহকারী টমাজ ডিক্রুজ।


Body:চামারো


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.