ETV Bharat / sports

Copa America : রবিবাসরীয় সকালে আর্জেন্টিনা-ইকুয়েডর, ফুটবল জ্বরে কাঁপছে বাঙালি - কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল

ইকুয়েডরের বিরুদ্ধে আর্জেন্টিনার রেকর্ড ঈর্ষণীয় ৷ এখনও পর্যন্ত মোট 36টি ম্যাচে মুখোমুখি হয়েছে ল্যাতিন আমেরিকার দুটি দল ৷ সেখানে 21 টি ম্যাচ জিতেছে আর্জেন্টিনা ৷

আর্জেন্টিনার মুখোমুখি ইকুয়েডর
আর্জেন্টিনার মুখোমুখি ইকুয়েডর
author img

By

Published : Jul 3, 2021, 5:34 PM IST

Updated : Jul 3, 2021, 6:29 PM IST

রিও ডি জেনেইরো, 3 জুলাই : লিওনেল মেসি আছে ৷ বিপক্ষের আত্মবিশ্বাস ভাঙতে আর্জেন্টাইন দর্শকদের বোধহয় এইটুকুই যথেষ্ট ৷ ভারতীয় সময় রবিবার সকাল সাড়ে 6টায় কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে নামার আগে তাই স্বস্তিতে আর্জেন্টিনা ৷ অন্যদিকে টুর্নামেন্টে এখনও একটিও ম্যাচ জিততে পারেনি ইকুয়েডর ৷ তিনটিতে ড্র ও একটিতে হারের মুখ দেখেছে ৷ তবে স্বদেশীয় গুস্তাভো অ্যালফারো অধীনে খেলা ইকুয়েডরকে যথেষ্ট সমীহ করছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কোলানি ৷

স্কোলানি বলছেন, ‘‘ইকুয়েডর একটি অসাধারণ দল ৷ দ্রুত গতির দল ৷ যে যেকোনও দলকে তারা বেগ দিতে পারে ৷’’ তিনটি ম্যাচে জয় ও একটি ম্যাচে ড্র করে গ্রুপ এ-তে সবার উপরে শেষ করেছে আর্জেন্টিনা ৷ দুরন্ত ফর্মে আছেন লিওনেল মেসি ৷ চার ম্যাচে তিনটি গোলও করেছেন ৷

আরও পড়ুন : Harbhajan Singh : হ্যাটট্রিক থেকে মাঙ্কিগেট, 41 বসন্ত পার খ্যাতি ও বিতর্কে মোড়া হরভজনের

ইকুয়েডরের বিরুদ্ধে আর্জেন্টিনার রেকর্ড ঈর্ষণীয় ৷ এখনও পর্যন্ত মোট 36টি ম্যাচে মুখোমুখি হয়েছে ল্যাতিন আমেরিকার দুটি দল ৷ সেখানে 21 টি ম্যাচ জিতেছে আর্জেন্টিনা ৷ অন্যদিকে ইকুয়েডর জিতেছে মাত্র 5টি ম্যাচে ৷ তাই কোয়ার্টার ফাইনাল জিততে নিজেদেরও ছাপিয়ে যেতে হবে ইকুয়েডরকে ৷

শেষবার গতবছরে মুখোমুখি হয়েছিল এই দুই দল ৷ সেবার আর্জেন্টিনা ইকুয়েডরের বিরুদ্ধে 1-0 গোলে ম্যাচ জেতে ৷ লিওনেল মেসি জয়সূচক গোলটি করেন ৷

রিও ডি জেনেইরো, 3 জুলাই : লিওনেল মেসি আছে ৷ বিপক্ষের আত্মবিশ্বাস ভাঙতে আর্জেন্টাইন দর্শকদের বোধহয় এইটুকুই যথেষ্ট ৷ ভারতীয় সময় রবিবার সকাল সাড়ে 6টায় কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে নামার আগে তাই স্বস্তিতে আর্জেন্টিনা ৷ অন্যদিকে টুর্নামেন্টে এখনও একটিও ম্যাচ জিততে পারেনি ইকুয়েডর ৷ তিনটিতে ড্র ও একটিতে হারের মুখ দেখেছে ৷ তবে স্বদেশীয় গুস্তাভো অ্যালফারো অধীনে খেলা ইকুয়েডরকে যথেষ্ট সমীহ করছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কোলানি ৷

স্কোলানি বলছেন, ‘‘ইকুয়েডর একটি অসাধারণ দল ৷ দ্রুত গতির দল ৷ যে যেকোনও দলকে তারা বেগ দিতে পারে ৷’’ তিনটি ম্যাচে জয় ও একটি ম্যাচে ড্র করে গ্রুপ এ-তে সবার উপরে শেষ করেছে আর্জেন্টিনা ৷ দুরন্ত ফর্মে আছেন লিওনেল মেসি ৷ চার ম্যাচে তিনটি গোলও করেছেন ৷

আরও পড়ুন : Harbhajan Singh : হ্যাটট্রিক থেকে মাঙ্কিগেট, 41 বসন্ত পার খ্যাতি ও বিতর্কে মোড়া হরভজনের

ইকুয়েডরের বিরুদ্ধে আর্জেন্টিনার রেকর্ড ঈর্ষণীয় ৷ এখনও পর্যন্ত মোট 36টি ম্যাচে মুখোমুখি হয়েছে ল্যাতিন আমেরিকার দুটি দল ৷ সেখানে 21 টি ম্যাচ জিতেছে আর্জেন্টিনা ৷ অন্যদিকে ইকুয়েডর জিতেছে মাত্র 5টি ম্যাচে ৷ তাই কোয়ার্টার ফাইনাল জিততে নিজেদেরও ছাপিয়ে যেতে হবে ইকুয়েডরকে ৷

শেষবার গতবছরে মুখোমুখি হয়েছিল এই দুই দল ৷ সেবার আর্জেন্টিনা ইকুয়েডরের বিরুদ্ধে 1-0 গোলে ম্যাচ জেতে ৷ লিওনেল মেসি জয়সূচক গোলটি করেন ৷

Last Updated : Jul 3, 2021, 6:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.