ETV Bharat / sports

মিটল নিরাপত্তার সমস্যা, কাল ইস্টবেঙ্গলের ম্যাচ

author img

By

Published : Oct 2, 2019, 4:31 AM IST

Updated : Oct 2, 2019, 6:42 AM IST

ম্যাচ আয়োজন করা নিয়ে সমস্যায় পড়েছিল IFA । কারণ পুজোর জন্য পর্যাপ্ত পুলিশ দেওয়া সম্ভব হচ্ছে না । এই অবস্থায় লিগ কবে শেষ হবে তা নিয়ে সন্দেহ ছিল ।

ইস্টবেঙ্গল

কলকাতা, 2 অক্টোবর : অবশেষে মিলল নিরাপত্তার আশ্বাস । কলকাতা লিগের ইস্টবেঙ্গল বনাম কাস্টমস ম্যাচ তিন অক্টোবর কল্যাণী স্টেডিয়ামে হবে । মঙ্গলবার এ খবর জানিয়েছেন IFA সচিব জয়দীপ মুখোপাধ্যায় । মঙ্গলবার কলকাতা প্রিমিয়ার ডিভিশন এ গ্রুপের ম্যাচ শেষ হল । ভবানীপুর ক্লাব 4-1 ব্যবধানে এরিয়ানকে পরাজিত করে । বিএসএস 3-2 গোলে হারায় কালীঘাট এমএসকে । সার্দান সমিতি 3-0 গোলে রেনবোর বিরুদ্ধে জয় পেয়েছে । এর ফলে রেনবো এবং কালীঘাট এমএস-এর অবনমন হল ।

তা সত্ত্বেও কলকাতা লিগ শেষ বলা যাচ্ছে না । কারণ, ইস্টবেঙ্গল বনাম কাস্টমসের চ্যাম্পিয়নশিপের ম্যাচ হয়নি । 29 সেপ্টেম্বর জোয়ারের জলে মাঠ ভেসে যাওয়ায় রেফারিরা তা বাতিল করেন । ফলে বারসত স্টেডিয়ামে পিয়ারলেস 2-0 গোলে জর্জ টেলিগ্রাফকে হারালেও চ্যাম্পিয়ন বলা যাচ্ছে না । ইস্টবেঙ্গল যদি সাত গোলে কাস্টমসকে হারায় তাহলে তারা চ্যাম্পিয়ন হবে ।

ম্যাচ আয়োজন করা নিয়ে সমস্যায় পড়েছিল IFA । কারণ পুজোর জন্য পর্যাপ্ত পুলিশ দেওয়া সম্ভব হচ্ছে না । এই অবস্থায় লিগ কবে শেষ হবে তা নিয়ে সন্দেহ ছিল । মনে করা হচ্ছিল পুজোর পরে ম্যাচ দেওয়া হবে । কিন্তু ফুটবলার-কোচেদের সঙ্গে চুক্তি শেষ । এই অবস্থায় অনুরোধ করে তাদের থাকতে বলা হয়েছে । সেটা জানিয়ে কাস্টমস IFAকে চিঠি দিয়েছিল ।

পুলিশের অভাবে ম্যাচ আয়োজন সম্ভব নয় বললেও IFA সচিব হাল ছাড়েননি । বারবার অনুরোধ করতে থাকে । শেষ অবধি পুলিশ রাজি হয় কল্যাণী স্টেডিয়ামে ইস্টবেঙ্গল বনাম কাস্টমসের ম্যাচ আয়োজন করতে ।

3 অক্টোবর IFA ম্যাচ আয়োজন করার কথা বললেও অনিশ্চয়তা রয়েছে । ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার জানিয়েছেন, তাঁদের কোচ ফিরে যাচ্ছেন । তাই 21 অক্টোবরের আগে খেলা সম্ভব নয় । কিন্তু কোয়েসের তরফে পরিবর্তিত ম্যাচের দিন নিয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি । মঙ্গলবার অনুশীলন হয়েছে । বুধবার অনুশীলন হবে কি না তা নিয়ে কোনও খবর নেই । তবে কলকাতা লিগে একাধিক ম্যাচে দল আগের দিন অনুশীলন না করে খেলতে গিয়েছে, এমন উদাহরণ রয়েছে । বৃহস্পতিবার সেরকম হলে আশ্চর্যের কিছু নেই ।

কলকাতা, 2 অক্টোবর : অবশেষে মিলল নিরাপত্তার আশ্বাস । কলকাতা লিগের ইস্টবেঙ্গল বনাম কাস্টমস ম্যাচ তিন অক্টোবর কল্যাণী স্টেডিয়ামে হবে । মঙ্গলবার এ খবর জানিয়েছেন IFA সচিব জয়দীপ মুখোপাধ্যায় । মঙ্গলবার কলকাতা প্রিমিয়ার ডিভিশন এ গ্রুপের ম্যাচ শেষ হল । ভবানীপুর ক্লাব 4-1 ব্যবধানে এরিয়ানকে পরাজিত করে । বিএসএস 3-2 গোলে হারায় কালীঘাট এমএসকে । সার্দান সমিতি 3-0 গোলে রেনবোর বিরুদ্ধে জয় পেয়েছে । এর ফলে রেনবো এবং কালীঘাট এমএস-এর অবনমন হল ।

তা সত্ত্বেও কলকাতা লিগ শেষ বলা যাচ্ছে না । কারণ, ইস্টবেঙ্গল বনাম কাস্টমসের চ্যাম্পিয়নশিপের ম্যাচ হয়নি । 29 সেপ্টেম্বর জোয়ারের জলে মাঠ ভেসে যাওয়ায় রেফারিরা তা বাতিল করেন । ফলে বারসত স্টেডিয়ামে পিয়ারলেস 2-0 গোলে জর্জ টেলিগ্রাফকে হারালেও চ্যাম্পিয়ন বলা যাচ্ছে না । ইস্টবেঙ্গল যদি সাত গোলে কাস্টমসকে হারায় তাহলে তারা চ্যাম্পিয়ন হবে ।

ম্যাচ আয়োজন করা নিয়ে সমস্যায় পড়েছিল IFA । কারণ পুজোর জন্য পর্যাপ্ত পুলিশ দেওয়া সম্ভব হচ্ছে না । এই অবস্থায় লিগ কবে শেষ হবে তা নিয়ে সন্দেহ ছিল । মনে করা হচ্ছিল পুজোর পরে ম্যাচ দেওয়া হবে । কিন্তু ফুটবলার-কোচেদের সঙ্গে চুক্তি শেষ । এই অবস্থায় অনুরোধ করে তাদের থাকতে বলা হয়েছে । সেটা জানিয়ে কাস্টমস IFAকে চিঠি দিয়েছিল ।

পুলিশের অভাবে ম্যাচ আয়োজন সম্ভব নয় বললেও IFA সচিব হাল ছাড়েননি । বারবার অনুরোধ করতে থাকে । শেষ অবধি পুলিশ রাজি হয় কল্যাণী স্টেডিয়ামে ইস্টবেঙ্গল বনাম কাস্টমসের ম্যাচ আয়োজন করতে ।

3 অক্টোবর IFA ম্যাচ আয়োজন করার কথা বললেও অনিশ্চয়তা রয়েছে । ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার জানিয়েছেন, তাঁদের কোচ ফিরে যাচ্ছেন । তাই 21 অক্টোবরের আগে খেলা সম্ভব নয় । কিন্তু কোয়েসের তরফে পরিবর্তিত ম্যাচের দিন নিয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি । মঙ্গলবার অনুশীলন হয়েছে । বুধবার অনুশীলন হবে কি না তা নিয়ে কোনও খবর নেই । তবে কলকাতা লিগে একাধিক ম্যাচে দল আগের দিন অনুশীলন না করে খেলতে গিয়েছে, এমন উদাহরণ রয়েছে । বৃহস্পতিবার সেরকম হলে আশ্চর্যের কিছু নেই ।

Intro:অবশেষে মিটল নিরাপত্তার আশ্বাস। কলকাতা লিগের ইস্টবেঙ্গল বনাম কাস্টমস ম্যাচ তিন অক্টোবর কল্যানী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার এখবর জানিয়েছেন আইএফএ সচিব জয়দীপ মুখার্জি। মঙ্গলবার কলকাতা প্রিমিয়ার ডিভিশন এ গ্রুপের ম্যাচ শেষ হল। ভবানীপুর ক্লাব 4-1ব্যবধানে এরিয়ান কে পরাজিত করে। বিএসএস 3-2গোলে হারায় কালিঘাট এমএসকে।সার্দান সমিতি 3-0গোলে রেনবোর বিরুদ্ধে জয় পেয়েছে। এরফলে রেনবো এবং কালিঘাট এমএস এর অবনমন হল। কিন্তু তা সত্ত্বেও কলকাতা লিগ শেষ বলা যাচ্ছে না। কারন ইস্টবেঙ্গল বনাম কাস্টমসের চ্যাম্পিয়ন শিপের ম্যাচ হয়নি। 29সেপ্টেম্বর জোয়ারের জলে মাঠ ভেসে যাওয়ায় রেফারিরা তা বাতিল করেন। ফলে বারসাত স্টেডিয়ামে পিয়ারলেস 2-0গোলে জর্জ টেলিগ্রাফ কে হারালেও চ্যাম্পিয়ন বলা যাচ্ছে না। ইস্টবেঙ্গল যদি সাত গোলে কাস্টমসকে হারায় তাহলে তারা চ্যাম্পিয়ন হবে।কিন্তু ম্যাচ আয়োজন করা নিয়ে সমস্যায় পড়েছিল আইএফএ। কারন শারোদৎসবের জন্যে পর্যাপ্ত পুলিশ দেওয়া সম্ভব হচ্ছে না। এই অবস্থায় লিগ কবে শেষ হবে তা নিয়ে সন্দেহ ছিল। মনে করা হচ্ছিল পূজার পরে ম্যাচ দেওয়া হবে। কিন্তু ফুটবলার কোচেদের সঙ্গে চুক্তি শেষ। এই অবস্থায় অনুরোধ করে তাদের থাকতে বলা হয়েছে। এবং সেটা জানিয়ে কাস্টমস আইএফএ কে চিঠি দিয়েছিল।কিন্তু পুলিশের অভাবে ম্যাচ আয়োজন সম্ভব নয় বললেও আইএফএ সচিব হাল ছাড়েননি। বারবার অনুরোধ করতে থাকেন। শেষ অবধি পুলিশ রাজি হয় কল্যানী স্টেডিয়ামে ইস্টবেঙ্গল বনাম কাস্টমসের ম্যাচ আয়োজনে।


Body:ম্যাচ


Conclusion:
Last Updated : Oct 2, 2019, 6:42 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.