কলকাতা , 8 জানুয়ারি : এফসি গোয়ার বিরুদ্ধে পাঁচজনকে কাটিয়ে তাঁর গোল সমালোচকদের মতে চলতি আইএসএলে এখনও পর্যন্ত সেরা । কিন্তু নাইজেরিয়ান ব্রাইট এনোবাখারে এই গোলটিকে তাঁর এখনও পর্যন্ত জীবনের সেরা বলতে রাজি নন । তাঁর মতে, "এইরকম গোল আমি আগেও করেছি । সতেরো বছর বয়সে উলভসের হয়ে প্রথম ম্যাচে গোল করেছিলাম । প্রতিপক্ষ ছিল বার্নেট । আমি মনে করি, ওই গোলটি আরও ভালো ছিল ।"
শনিবার আইএসএলে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে নামছে এসসি ইস্টবেঙ্গল । প্রথম পর্বের শেষ ম্যাচে নামার আগে চনমনে লাল হলুদ শিবির । বিশেষ করে ব্রাইট এনোবাখারের যোগ দেওয়ার পরে দলের মানসিকতা কিছুটা বদলে গিয়েছে । বাইশ বছর বয়সি নাইজেরিয়ান ফুটবলারটি দলের আক্রমণে অন্য মাত্রা যোগ করেছেন । ইতিমধ্যে দুটো ম্যাচে দুটো গোল তাঁর নামের পাশে ।
শনিবার বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে নামার আগে ইস্টবেঙ্গলের অস্বস্তি কাটেনি । বরং কার্ড সমস্যায় নতুনভাবে সবকিছু সাজাতে হচ্ছে । দুটো হলুদ কার্ড দেখায় কোচ রবি ফাওলার বেঙ্গালুরু ম্যাচে ডাগ আউটে বসতে পারবেন না । ফলে, অনফিল্ড দায়িত্ব পালন করবেন সহকারী কোচ অ্যান্টনি গ্র্যান্ট । লাল কার্ড দেখায় বেঙ্গালুরু এফসি ম্যাচে নেই অধিনায়ক ড্যানি ফক্স । এর জরে দলের রক্ষণভাগে রদবদল করতে হচ্ছে । স্কট নেভিল, রাজু গায়কোয়াড়ের পাশে শেহনাজ সিং খেলতে পারেন । পিলকিংটন, জ্যাক মাঘোমা ফিরছেন বলে খবর।
সাংবাদিক বৈঠকে ব্রাইট এনোবাখারে বলেছেন, " তিনি দলের সতীর্থদের নিয়ে উচ্ছ্বসিত । তবে, পুরো দলের পাখির চোখ এখন বেঙ্গালুরু এফসি ম্যাচ । পুরো পয়েন্ট তুলে নেওয়াই লক্ষ্য । " আইএসএলে যোগ দেওয়ার আগে সেভাবে খেলার মধ্যে ছিলেন না ব্রাইট । তাঁর ফিটনেস নিয়ে কিছুটা সংশয় রয়েছে । তবে বর্তমান পরিস্থিতিতে সেবিষয়ে নজর দিচ্ছেন না । বরং যেভাবে অগ্রগতি হচ্ছে তাতে খুশি ব্রাইট ।
মরশুম শেষে পরিস্থিতি কোন জায়গায় দাঁড়ায় তা দেখতে চান । দলের প্রয়োজনে যে কোনও জায়গায় খেলতে রাজি মশালে আলো ফেরানো ব্রাইট । দ্রুত দলের সঙ্গে মানিয়ে নিয়েছেন । মাঘোমার সঙ্গে তাঁর জুটি স্বপ্ন দেখাচ্ছে । পিলকিংটন গোল পেয়েছেন । তাঁর উপস্থিতি দলে অন্য মাত্রা যোগ করেছে । পাশাপাশি মার্তি স্টেইনম্যান লাল-হলুদ মাঝমাঠের মেরুদণ্ড ।
বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে এই চার ফুটবলারের ভালো খেলার ওপর অনেক কিছু নির্ভর করবে । তবে চিন্তার কারণ ডিফেন্স । ব্রাইটের দুরন্ত গোলে অল্প সময়ের মধ্যে গোল হজম করেছিল ইস্টবেঙ্গল । ব্রাইট বলছেন, "গোল করার পরে আমরা সবাই আত্মতুষ্ট হয়ে পড়েছিলাম । মনে হয়েছিল, সব কিছু কাজ করা হয়ে গিয়েছে । কিন্তু প্রতিপক্ষ সমতায় ফেরার পরে বুঝেছিলাম ম্যাচটি শেষ হয়নি । তাই পুরো পয়েন্ট পেতে হলে আরও বেশি পরিশ্রম করতে হবে এবং সজাগ থাকতে হবে ।" ব্রাইটের এই বক্তব্য আদতে পুরো দলের কাছেই বার্তা । যা বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে মাঠে নামার আগে ওয়েক আপ কল ।