ETV Bharat / sports

প্রথমবার কলকাতায় পুজো দেখে মুগ্ধ ওপোকুরা - কলকাতায় পূজো দেখে মুগ্ধ ওপোকুরা

লিগ চলাকালীন দুর্গাপুজো সম্পর্কে শুনেছেন । সদ্য শেষ হওয়া কলকাতা লিগে BSS-র হয়ে খেলেছেন । প্রথমবার কলকাতায় দুর্গাপুজো দেখলেন ওপোকু, ব্রাইট, ফ্রেডরা ৷

ছবি
author img

By

Published : Oct 9, 2019, 2:33 AM IST

Updated : Oct 9, 2019, 7:43 AM IST

কলকাতা, 9 অক্টোবর : সদ্য শেষ হওয়া কলকাতা লিগে BSS-র হয়ে খেলেছেন । প্রথমবার কলকাতায় দুর্গাপুজো দেখলেন ৷ মুগ্ধ ওপোকু, ব্রাইট, ফ্রেডরা ৷

খেলার কারণেই কলকাতার ময়দানে পা রাখা । আই লিগ খেলার সময় গোকুলাম FC-র হয়ে খেলতে এসেছিলেন । যুবভারতী ক্রীড়াঙ্গনে খেললেও সেভাবে শহর দেখা হয়নি । BSS-র হয়ে কলকাতায় খেলতে এসে এই শহরের ফুটবল উন্মাদনার সঙ্গে পরিচিত হয়েছেন । লিগ চলাকালীন দুর্গাপুজো সম্পর্কে শুনেছেন । এত ভিড়, মানুষের প্রতিমা দর্শন করা দেখে রীতিমতো বিস্ময় প্রকাশ করেছেন ৷ তবে, গত তিনদিন ভিড়ের ভয়ে পুজো দেখতে যাওয়া হয়নি ।

ভিডিয়োয় শুনুন ওপোকু, ব্রাইটদের বক্তব্য

দশমীর সকালে সাহস করে বেহালার পুজো দেখতে বেরিয়েছিলেন তাঁরা । উপস্থিত হয়েছিলেন বেহালা নতুনদলের পুজোতে । ব্রাইট পুজোর পৌরানিক ব্যাখ্যা জেনে এসেছিলেন । জানতেন, দেবী দুর্গা শিব ঠাকুরের পরিবার ৷ মানুষের এই স্বতস্ফূর্ত অংশগ্রহণ, আনন্দ দেখে শুধু শারোদৎসব নয় শহর কলকাতাকে নতুন ভাবে চিনলেন ওপোকুরা । এবার আই লিগের প্রস্তুতিতে নামতে চান । তার আগে দুর্গাপুজোর ছবি চিরস্থায়ী হয়ে রয়ে গেল তাঁদের স্মৃতিতে ৷

কলকাতা, 9 অক্টোবর : সদ্য শেষ হওয়া কলকাতা লিগে BSS-র হয়ে খেলেছেন । প্রথমবার কলকাতায় দুর্গাপুজো দেখলেন ৷ মুগ্ধ ওপোকু, ব্রাইট, ফ্রেডরা ৷

খেলার কারণেই কলকাতার ময়দানে পা রাখা । আই লিগ খেলার সময় গোকুলাম FC-র হয়ে খেলতে এসেছিলেন । যুবভারতী ক্রীড়াঙ্গনে খেললেও সেভাবে শহর দেখা হয়নি । BSS-র হয়ে কলকাতায় খেলতে এসে এই শহরের ফুটবল উন্মাদনার সঙ্গে পরিচিত হয়েছেন । লিগ চলাকালীন দুর্গাপুজো সম্পর্কে শুনেছেন । এত ভিড়, মানুষের প্রতিমা দর্শন করা দেখে রীতিমতো বিস্ময় প্রকাশ করেছেন ৷ তবে, গত তিনদিন ভিড়ের ভয়ে পুজো দেখতে যাওয়া হয়নি ।

ভিডিয়োয় শুনুন ওপোকু, ব্রাইটদের বক্তব্য

দশমীর সকালে সাহস করে বেহালার পুজো দেখতে বেরিয়েছিলেন তাঁরা । উপস্থিত হয়েছিলেন বেহালা নতুনদলের পুজোতে । ব্রাইট পুজোর পৌরানিক ব্যাখ্যা জেনে এসেছিলেন । জানতেন, দেবী দুর্গা শিব ঠাকুরের পরিবার ৷ মানুষের এই স্বতস্ফূর্ত অংশগ্রহণ, আনন্দ দেখে শুধু শারোদৎসব নয় শহর কলকাতাকে নতুন ভাবে চিনলেন ওপোকুরা । এবার আই লিগের প্রস্তুতিতে নামতে চান । তার আগে দুর্গাপুজোর ছবি চিরস্থায়ী হয়ে রয়ে গেল তাঁদের স্মৃতিতে ৷

Intro:প্রথমবার কলকাতায় দূর্গাপূজা দেখার অভিঞ্জতা। মুগ্ধ ওপোকু,প্রাইড, ফ্রেডরা সদ্য শেষ হওয়া কলকাতা লিগে বিএসএস এর হয়ে খেলেছেন। খেলার কারনেই কলকাতা ময়দানে পা রাখা। আই লিগ খেলার সময় গোকুলাম এফসির হয়ে খেলতে এসেছিলেন। যুবভারতী ক্রীড়াঙ্গনে খেললেও সেভাবে শহর দেখা হয়নি। বিএসএস এর হয়ে কলকাতায় খেলতে এসে এশহরের ফুটবল উন্মাদনার সঙ্গে পরিচিত হয়েছেন। লিগ চলাকালীন দূর্গাপূজো সম্বন্ধে শুনেছেন। এত মানুষের পথে নেমে প্রতিমা দর্শন করা দেখে বিস্মিত হয়েছেন। তবে গত তিনদিন ভিড়ের ভয়ে নামতে পারেননি। দশমীর সকালে সাহস করে বেহালার পূজো দেখতে বেরিয়ে ছিলেন। উপস্থিত হয়েছিলেন বেহালা নতুনদলের পূজোতে। সুন্দর প্রতিমা দেখার অভিঞ্জতা ভাষায় প্রকাশ করতে পারছেন না ওরা তিনজন।প্রাইড পূজোর পৌরানিক ব্যাখ্যা জেনে এসেছিলেন। শিব ঠাকুরের পরিবার দূর্গা জেনে এসেছেন। এত মানুষের স্বতস্ফূর্ত অংশগ্রহণ দেখে শুধু শারোদৎসব নয় শহর কলকাতা কে নতুন ভাবে চিনলেন। এবার আই লিগের প্রস্তুতি তে নামতে চান। তার আগে দূর্গাপূজোর ছবি তাদের চিরকালীন স্মৃতি র তালিকায় জায়গা করে নিল।


Body:পূজো


Conclusion:
Last Updated : Oct 9, 2019, 7:43 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.