ETV Bharat / sports

চার্চিলের বিরুদ্ধে প্রথম একাদশে সম্ভবত থাকবেন না বোরহা - স্প্যানিশ ডিফেন্ডার বোরহা গোমেজ

চোট সারিয়ে দলে ফিরেছেন স্প্যানিশ ডিফেন্ডার বোরহা গোমেজ । তবে, শনিবার তার প্রথম একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা কম । পরিস্থিতি অনুযায়ী পরিবর্ত হিসেবে মাঠে নামতে পারেন বোরহা ।

Borja
ছবি
author img

By

Published : Jan 3, 2020, 4:09 AM IST

কলকাতা, 3 জানুয়ারি : অনুশীলন সেরে গোয়াগামী বিমান ধরবে ইস্টবেঙ্গল । শনিবার আই লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে মাঠে নামবে লাল হলুদ ব্রিগেড । চলতি আই লিগে প্রথমবার ছয় বিদেশি ফুটবলার নিয়ে নামবেন কোচ আলেয়ান্দ্রো । এদিকে, চোট সারিয়ে দলে ফিরেছেন স্প্যানিশ ডিফেন্ডার বোরহা গোমেজ । দলের সঙ্গে গোয়াগামী বিমানে উঠলেও শনিবার তার প্রথম একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা কম । পরিস্থিতি অনুযায়ী পরিবর্ত হিসেবে মাঠে নামতে পারেন বোরহা । তবে তাঁর প্রত্যাবর্তনে যে দলের শক্তি বেড়েছে, মানছেন আলেয়ান্দ্রো।

প্রতিপক্ষ চার্চিল ব্রাদার্সকে শক্তিশালী দল বলে মনে করেন ইস্টবেঙ্গল কোচ । একইসঙ্গে দলের প্রস্তুতিতেও তিনি খুশি । পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রাখতে তাই জয়ের জন্যে মরিয়া লাল হলুদ ব্রিগেড । অসুস্থতার কারণে পিন্টু মাহাত নেই । দলের সঙ্গে গেলেও চোটের জন্যে খেলার পরিস্থিতিতে নেই সামাদ আলি মণ্ডল । দুই ফুটবলারকে না পাওয়া গেলেও চিন্তিত নন লাল হলুদ কোচ । তার মতে এগারো ফুটবলারের বাইরে যথেষ্ট ভালো মানের পরিবর্ত রয়েছে তার হাতে ।

তাদের শেষ ম্যাচে ইন্ডিয়ান অ্যারোজের বিরুদ্ধে পরাজিত হয়েছে চার্চিল । এই অবস্থায় প্রতিপক্ষ বেকায়দায় থাকবে সেটাই স্বাভাবিক । ইস্টবেঙ্গলের স্প্যানিশ হেডস্যার বলছেন প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার কোনও কারণ তিনি দেখেন না । বরং কঠিন প্রশ্নপত্র অপেক্ষা করছে বলে দলকে সতর্ক করেছেন । গোয়ার ক্লাব দলটিতে উইলিস প্লাজা, সিসের মত ফুটবলার রয়েছে । যারা নিজেদের দিনে একাই সব হিসেব পালটে দিতে পারেন । আলেয়ান্দ্রো বলছেন তিনি কোনও ব্যক্তি নয় পুরো চার্চিল দলটাকে গুরুত্ব দিচ্ছেন । প্রতিপক্ষ শিবিরে ভালো ফুটবলার রয়েছে বলে জানেন । তাদের নিয়ে হোমওয়ার্কও সেরে রেখেছেন ।

নতুন বছরে প্রথম ম্যাচ খেলতে নামবে ইস্টবেঙ্গল । আট পয়েন্ট নিয়ে সবার ওপরে তারা । জানুয়ারি মাসের ঠাসা ক্রীড়াসূচিতে লুকিয়ে খেতাবের রূপরেখা । তাই অংক কষে মান্ডভি নদীর পার থেকে পয়েন্ট তুলে আনতে চাইছেন ইস্টবেঙ্গল কোচ ।

কলকাতা, 3 জানুয়ারি : অনুশীলন সেরে গোয়াগামী বিমান ধরবে ইস্টবেঙ্গল । শনিবার আই লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে মাঠে নামবে লাল হলুদ ব্রিগেড । চলতি আই লিগে প্রথমবার ছয় বিদেশি ফুটবলার নিয়ে নামবেন কোচ আলেয়ান্দ্রো । এদিকে, চোট সারিয়ে দলে ফিরেছেন স্প্যানিশ ডিফেন্ডার বোরহা গোমেজ । দলের সঙ্গে গোয়াগামী বিমানে উঠলেও শনিবার তার প্রথম একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা কম । পরিস্থিতি অনুযায়ী পরিবর্ত হিসেবে মাঠে নামতে পারেন বোরহা । তবে তাঁর প্রত্যাবর্তনে যে দলের শক্তি বেড়েছে, মানছেন আলেয়ান্দ্রো।

প্রতিপক্ষ চার্চিল ব্রাদার্সকে শক্তিশালী দল বলে মনে করেন ইস্টবেঙ্গল কোচ । একইসঙ্গে দলের প্রস্তুতিতেও তিনি খুশি । পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রাখতে তাই জয়ের জন্যে মরিয়া লাল হলুদ ব্রিগেড । অসুস্থতার কারণে পিন্টু মাহাত নেই । দলের সঙ্গে গেলেও চোটের জন্যে খেলার পরিস্থিতিতে নেই সামাদ আলি মণ্ডল । দুই ফুটবলারকে না পাওয়া গেলেও চিন্তিত নন লাল হলুদ কোচ । তার মতে এগারো ফুটবলারের বাইরে যথেষ্ট ভালো মানের পরিবর্ত রয়েছে তার হাতে ।

তাদের শেষ ম্যাচে ইন্ডিয়ান অ্যারোজের বিরুদ্ধে পরাজিত হয়েছে চার্চিল । এই অবস্থায় প্রতিপক্ষ বেকায়দায় থাকবে সেটাই স্বাভাবিক । ইস্টবেঙ্গলের স্প্যানিশ হেডস্যার বলছেন প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার কোনও কারণ তিনি দেখেন না । বরং কঠিন প্রশ্নপত্র অপেক্ষা করছে বলে দলকে সতর্ক করেছেন । গোয়ার ক্লাব দলটিতে উইলিস প্লাজা, সিসের মত ফুটবলার রয়েছে । যারা নিজেদের দিনে একাই সব হিসেব পালটে দিতে পারেন । আলেয়ান্দ্রো বলছেন তিনি কোনও ব্যক্তি নয় পুরো চার্চিল দলটাকে গুরুত্ব দিচ্ছেন । প্রতিপক্ষ শিবিরে ভালো ফুটবলার রয়েছে বলে জানেন । তাদের নিয়ে হোমওয়ার্কও সেরে রেখেছেন ।

নতুন বছরে প্রথম ম্যাচ খেলতে নামবে ইস্টবেঙ্গল । আট পয়েন্ট নিয়ে সবার ওপরে তারা । জানুয়ারি মাসের ঠাসা ক্রীড়াসূচিতে লুকিয়ে খেতাবের রূপরেখা । তাই অংক কষে মান্ডভি নদীর পার থেকে পয়েন্ট তুলে আনতে চাইছেন ইস্টবেঙ্গল কোচ ।

Intro:অনুশীলন করে গোয়াগামী বিমান ধরবে ইস্টবেঙ্গল।শনিবার আই লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে মাঠে নামবে লাল হলুদ ব্রিগেড।শুক্রবার সকালে বন্ধ দরজার আড়ালে শেষ বেলার অনুশীলন সেরে রওনা হবে দল।চলতি আই লিগে প্রথমবার ছয় বিদেশি ফুটবলার নিয়ে নামবেন আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া।চোট সারিয়ে দলে ফিরেছেন স্প্যানিশ ডিফেন্ডার বোরহা গোমেজ।দলের সঙ্গে গোয়াগামী বিমানে উঠলেও শনিবার তার প্রথম একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা কম।পরিস্থিতি অনুযায়ী বোরহা পরিবর্ত হিসেবে মাঠে নামতে পারেন। তবে তার প্রত্যাবর্তনে দলের শক্তি বেড়েছে,মানছেন আলেয়ান্দ্রো।
প্রতিপক্ষ চার্চিল ব্রাদার্স কে শক্তিশালী দল বলে জানিয়েছেন ইস্টবেঙ্গল কোচ।একই সঙ্গে বলেছেন দলের প্রস্তুতি তে তিনি খুশি।দলের আত্মবিশ্বাস উচুতে।পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রাখতে তারা জয়ের জন্যে মরিয়া হবেন।
অসুস্থতার কারনে পিন্টু মাহাতা নেই। চোটের জন্যে দলের সঙ্গে গেলেও খেলার জায়গায় নেই সামাদ আলি মণ্ডল।দুই ফুটবলারকে না পাওয়া গেলেও চিন্তিত নন লাল হলুদ কোচ।তার মতে এগারো ফুটবলারের বাইরে যথেষ্ট ভালো মানের পরিবর্ত রয়েছে তার হাতে।
চার্চিল তাদের শেষ ম্যাচে ইন্ডিয়ান আরোজের বিরুদ্ধে পরাজিত।এই অবস্থায় প্রতিপক্ষ বেকায়দায় থাকবে সেটাই স্বাভাবিক।ইস্টবেঙ্গলের স্প্যানিশ হেডস্যার বলছেন প্রতিপক্ষ কে হালকাভাবে নেওয়ার কোনও কারন তিনি দেখেন না।বরং কঠিন প্রশ্নপত্র অপেক্ষা করছে বলে দলকে সতর্ক করেছেন।গোয়ার ক্লাব দলটিতে উইলিস প্লাজা,সিসের মত ফুটবলার রয়েছে।যারা নিজেদের দিনে একাই হিসাব পালটে দিতে পারেন।আলেয়ান্দ্রো বলছেন তিনি কোনও ব্যক্তি নয় পুরো চার্চিল দলটাকে গুরুত্ব দিচ্ছেন।প্রতিপক্ষ শিবিরে ভালো ফুটবলার রয়েছে বলে জানেন।এবং তাদের নিয়ে হোমওয়ার্ক সেরে রেখেছেন।
নতুন বছরে প্রথম ম্যাচ খেলতে নামবে ইস্টবেঙ্গল।আট পয়েন্ট নিয়ে সবার ওপরে তারা।জানুয়ারি মাসে ঠাসা ক্রীড়াসূচি তে লুকিয়ে খেতাবের রূপরেখা।তাই অঙ্ক কষে মান্ডভী নদীর পাড় থেকে পয়েন্ট তুলে আনতে চাইছেন ইস্টবেঙ্গল কোচ।




Body:ইস্টবেঙ্গল


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.