ETV Bharat / sports

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে মাঠে ফিরবেন বোরহা - ইস্টবেঙ্গল

শনিবার সন্ধ্যায় কোয়েস ইস্টবেঙ্গলেরর তরফে যে মেডিক্যাল বুলেটিন দেওয়া হয়েছে, তাতে বলা হয়েছে 4 অক্টোবর বোরহার অস্ত্রোপচার হয়েছে । পরবর্তী ধাপ হিসেবে স্পেনে প্রথম পর্বের অনুশীলন শুরু করেছেন লাল হলুদ ডিফেন্ডার ।

borja
author img

By

Published : Oct 19, 2019, 11:39 PM IST

কলকাতা, 19 অক্টোবর : ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের আগে বোরহা ফার্নান্দেজ়কে দলে পাবেননা আলোয়ান্দ্রো । ইস্টবেঙ্গলের স্পেনীয় ডিফেন্ডার কলকাতা লিগে মহামেডানের বিরুদ্ধে চোট পেয়ে ছিলেন ৷ কলকাতা লিগের বাকি ম্যাচে তাঁকে আর পাওয়া যায়নি ।

তখনই বোরহা ফার্নান্দেজের মাঠে ফেরা নিয়ে জল্পনা শুরু হয়েছিল । আই লিগের প্রস্তুতির প্রথম দিনের অনুশীলনের শেষে কোচ আলেয়ান্দ্রো মেনেনদেজ় গার্সিয়া জানিয়েছিলেন, বোরহা চোট সারিয়ে মাঠে ফেরার চেষ্টায় রয়েছেন ।

শনিবার সন্ধ্যায় কোয়েস ইস্টবেঙ্গলেরর তরফে যে মেডিক্যাল বুলেটিন দেওয়া হয়েছে, তাতে বলা হয়েছে 4 অক্টোবর বোরহার অস্ত্রোপচার হয়েছে । পরবর্তী ধাপ হিসেবে স্পেনে প্রথম পর্বের অনুশীলন শুরু করেছেন লাল-হলুদ ডিফেন্ডার ।

প্রাথমিক প্রস্তুতি সেরে 18 নভেম্বর কলকাতায় ফিরবেন । তারপর দলের ফিজিও কার্লোস নোদারের অধীনে দ্বিতীয় পর্বের অনুশীলন শুরু হবে । আশা করা হচ্ছে, ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে ম্যাচে নামতে পারবেন বোরহা ফার্নান্দেজ় । এদিকে সম্ভবত 16 নভেম্বর থেকে শুরু হচ্ছে 2019-2020 আই লিগ ।

কলকাতা, 19 অক্টোবর : ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের আগে বোরহা ফার্নান্দেজ়কে দলে পাবেননা আলোয়ান্দ্রো । ইস্টবেঙ্গলের স্পেনীয় ডিফেন্ডার কলকাতা লিগে মহামেডানের বিরুদ্ধে চোট পেয়ে ছিলেন ৷ কলকাতা লিগের বাকি ম্যাচে তাঁকে আর পাওয়া যায়নি ।

তখনই বোরহা ফার্নান্দেজের মাঠে ফেরা নিয়ে জল্পনা শুরু হয়েছিল । আই লিগের প্রস্তুতির প্রথম দিনের অনুশীলনের শেষে কোচ আলেয়ান্দ্রো মেনেনদেজ় গার্সিয়া জানিয়েছিলেন, বোরহা চোট সারিয়ে মাঠে ফেরার চেষ্টায় রয়েছেন ।

শনিবার সন্ধ্যায় কোয়েস ইস্টবেঙ্গলেরর তরফে যে মেডিক্যাল বুলেটিন দেওয়া হয়েছে, তাতে বলা হয়েছে 4 অক্টোবর বোরহার অস্ত্রোপচার হয়েছে । পরবর্তী ধাপ হিসেবে স্পেনে প্রথম পর্বের অনুশীলন শুরু করেছেন লাল-হলুদ ডিফেন্ডার ।

প্রাথমিক প্রস্তুতি সেরে 18 নভেম্বর কলকাতায় ফিরবেন । তারপর দলের ফিজিও কার্লোস নোদারের অধীনে দ্বিতীয় পর্বের অনুশীলন শুরু হবে । আশা করা হচ্ছে, ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে ম্যাচে নামতে পারবেন বোরহা ফার্নান্দেজ় । এদিকে সম্ভবত 16 নভেম্বর থেকে শুরু হচ্ছে 2019-2020 আই লিগ ।

Intro:ডিসেম্বরে র দ্বিতীয় সপ্তাহে ম্যাচে ফিরছেন বোরহা ফার্নান্দেজ। ইস্টবেঙ্গলের স্প্যানিশ ডিফেন্ডার কলকাতা লিগে মহমেডানের বিরুদ্ধে খেলার সময় চোট পেয়ে মাঠের বাইরে ছিটকে গিয়েছিলেন। লিগের বাকি ম্যাচে তাকে আর পাওয়া যায়নি। তখনই বোরহা ফার্নান্দেজের মাঠে ফেরা নিয়ে জল্পনা শুরু হয়েছিল। পূজার পরে প্রথম দিনের অনুশীলনের শেষে কোচ আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া বলেছিলেন বোরহা চোট সারিয়ে মাঠে ফেরার চেষ্টায় রয়েছেন। শনিবার সন্ধ্যায় যে মেডিক্যাল বুলেটিন দেওয়া হয়েছে, তাতে বলা হয়েছে চলতি মাসের চার তারিখ বোরহার অস্ত্রোপচার হয়েছে। পরবর্তী ধাপ হিসেবে প্রথম পর্বের রিহ্যাব স্পেনে শুরু করেছেন লাল হলুদ ডিফেন্ডার। যা সম্পূর্ণ করার পরে 18 নভেম্বর কলকাতায় ফিরবেন।তারপর দলের ফিজিও কার্লোস নোদারের অধীনে দ্বিতীয় পর্বের রিহ্যাব শুরু হবে। আশা করা হচ্ছে ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে ম্যাচে নামতে পারবেন বোরহা ফার্নান্দেজ।সম্ভবত 16নভেম্বর থেকে শুরু হচ্ছে আই লিগ।


Body:ফার্নান্দেজ


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.