ETV Bharat / sports

দেশের জার্সিতে নিজেকে উজাড় করতে চান মুম্বই সিটির বিপিন - বিপিন সিং

আইএসএলে মুম্বই সিটি এফসির হয়ে হ্যাটট্রিক সহ দুর্দান্ত পারফর্মেন্সের ফল পেলেন উত্তর-পূর্ব ভারতের ফুটবলার বিপিন সিং ৷ আইএসএলের ফাইনালে জয়সূচক গোলটাও তাঁর পা থেকেই এসেছে ৷

bipin-singh-wants-to-immerse-himself-in-a-national-jersey
দেশের জার্সিতে নিজেকে উজার করতে চান মুম্বই সিটিকে চ্যাম্পিয়ন করা বিপিন
author img

By

Published : Mar 15, 2021, 10:31 PM IST

কলকাতা, 15 মার্চ : বড় নামের আড়ালে হারিয়ে যাওয়া নয়। বরং নিজেকে নিজের মতো করে মেলে ধরে যে কয়জন ফুটবলার সদ্য শেষ হওয়া আইএসএলে নজর কেড়েছেন ৷ তাঁদের মধ্যে বিপিন সিং অন্যতম । মুম্বাই সিটি এফসির জয়সূচক গোলটিও তাঁর পা থেকেই এসেছিল । আইএসএলে ভালো পারফর্মেন্সের ফলও পেয়েছেন তিনি ৷ এবার জাতীয় দলে ডাক পেলেন তিনি ৷

উত্তর পূর্ব অঞ্চলের রাজ্য থেকে দেশীয় ফুটবলের শিখরে ওঠা তরুণ ফুটবলার ইতিমধ্যে আইএসএলে একমাত্র হ্যাটট্রিককারী । সোনালী রঙের বাহারি ছাটে নিজেকে সাজিয়ে তোলা মণিপুরের বিপিন সিংয়ের অস্ত্র গতি । গত মরসুমে মুম্বাইয়ের কোচ জর্জ কোস্টা বিপিনকে গণ্ডিতে বেঁধে দিয়েছিলেন । ফলে তাঁর কার্যকারিতার সম্পূর্ণভাবে সামনে আসেনি। এই মরসুমে বিপিনের গতিতে রাশ না পড়িয়ে ব্যবহার করেছেন কোচ সের্গেই লোবেরা । ফলে হুগো বুমোজ়, ওগবেচদের পাশে হারিয়ে যাওয়ার বদলে আরও বিধ্বংসী বিপিন । ইতিমধ্যে ভারতীয় দলের কোচ বিপিনকে ডেকে নিয়েছেন ।

আরও পড়ুন : তিরি-অরিন্দমের ভুলে ডুবল নৌকা, চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি

‘‘আমার গতি বেশি এবং সেটাকে কাজে লাগিয়ে আক্রমণে সাহায্য করার চেষ্টা করি । তবে শক্তি দুপায়ে খেলার ক্ষমতা । বাদিক এবং ডানদিক থেকে খেলতে পারি । দল চ্যাম্পিয়ন হয়েছে। এটার অনুভূতি আলাদা,’’ বলছিলেন বিপিন সিং । চারবছর আগে এটিকের জার্সিতে 12টি ম্যাচে দুটো গোল করা ফুটবলারটি মুম্বাই সিটি এফসিতে এসে নতুন ভাবে নিজেকে মেলে ধরেছেন এবং তাঁর কারিগর কোচ লোবেরা । হ্যাটট্রিক সহ পাঁচ গোল করা শিলং লাজংয়ের প্রাক্তন ফুটবলারটি এবার দেশের জার্সিতে মেলে ধরতে চান নিজেকে । বিপিন বলছেন, ‘‘ইগর স্টিমাচের মেসেজ় পেয়ে চমকে গিয়েছিলাম । জাতীয় দলে রয়েছি । কোচ আমার ওপর আস্থা রেখেছেন । এবার দেশের জন্য উজার করে দিতে চাই নিজেকে ।’’

কলকাতা, 15 মার্চ : বড় নামের আড়ালে হারিয়ে যাওয়া নয়। বরং নিজেকে নিজের মতো করে মেলে ধরে যে কয়জন ফুটবলার সদ্য শেষ হওয়া আইএসএলে নজর কেড়েছেন ৷ তাঁদের মধ্যে বিপিন সিং অন্যতম । মুম্বাই সিটি এফসির জয়সূচক গোলটিও তাঁর পা থেকেই এসেছিল । আইএসএলে ভালো পারফর্মেন্সের ফলও পেয়েছেন তিনি ৷ এবার জাতীয় দলে ডাক পেলেন তিনি ৷

উত্তর পূর্ব অঞ্চলের রাজ্য থেকে দেশীয় ফুটবলের শিখরে ওঠা তরুণ ফুটবলার ইতিমধ্যে আইএসএলে একমাত্র হ্যাটট্রিককারী । সোনালী রঙের বাহারি ছাটে নিজেকে সাজিয়ে তোলা মণিপুরের বিপিন সিংয়ের অস্ত্র গতি । গত মরসুমে মুম্বাইয়ের কোচ জর্জ কোস্টা বিপিনকে গণ্ডিতে বেঁধে দিয়েছিলেন । ফলে তাঁর কার্যকারিতার সম্পূর্ণভাবে সামনে আসেনি। এই মরসুমে বিপিনের গতিতে রাশ না পড়িয়ে ব্যবহার করেছেন কোচ সের্গেই লোবেরা । ফলে হুগো বুমোজ়, ওগবেচদের পাশে হারিয়ে যাওয়ার বদলে আরও বিধ্বংসী বিপিন । ইতিমধ্যে ভারতীয় দলের কোচ বিপিনকে ডেকে নিয়েছেন ।

আরও পড়ুন : তিরি-অরিন্দমের ভুলে ডুবল নৌকা, চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি

‘‘আমার গতি বেশি এবং সেটাকে কাজে লাগিয়ে আক্রমণে সাহায্য করার চেষ্টা করি । তবে শক্তি দুপায়ে খেলার ক্ষমতা । বাদিক এবং ডানদিক থেকে খেলতে পারি । দল চ্যাম্পিয়ন হয়েছে। এটার অনুভূতি আলাদা,’’ বলছিলেন বিপিন সিং । চারবছর আগে এটিকের জার্সিতে 12টি ম্যাচে দুটো গোল করা ফুটবলারটি মুম্বাই সিটি এফসিতে এসে নতুন ভাবে নিজেকে মেলে ধরেছেন এবং তাঁর কারিগর কোচ লোবেরা । হ্যাটট্রিক সহ পাঁচ গোল করা শিলং লাজংয়ের প্রাক্তন ফুটবলারটি এবার দেশের জার্সিতে মেলে ধরতে চান নিজেকে । বিপিন বলছেন, ‘‘ইগর স্টিমাচের মেসেজ় পেয়ে চমকে গিয়েছিলাম । জাতীয় দলে রয়েছি । কোচ আমার ওপর আস্থা রেখেছেন । এবার দেশের জন্য উজার করে দিতে চাই নিজেকে ।’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.