বার্লিন, 5 জুলাই : 20 তম জার্মান কাপ জয় বায়ার্ন মিউনিখের ৷ ফাইনালে বেয়ার লেভারকুসেনকে 4-2 গোলে হারাল তারা ৷ কোরোনা সংক্রমণের জেরে দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা হয় জার্মান কাপের ফাইনাল ম্যাচ ৷
ম্যাচ শেষে বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার থমাস মুলার বলেন, ‘‘এত বড় স্টেডিয়ামে জার্মান কাপের ফাইনালের মতো ম্যাচ দর্শক ছাড়া খারাপ লাগে ৷ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই কথাটা আমার মাথায় আসে ৷ এটা সত্যই খুব খারাপ লাগে ৷’’
টানা 8 বার বুন্দেশলিগা জয় করেছে বায়ার্ন ৷ একই সঙ্গে জার্মান কাপের খেতাবও ধরে রাখল মিউনিখ জায়েন্টরা ৷ বায়ার্নের হয়ে দুটি গোল করেন ডেভিড অ্যালবা, সার্জে নার্বি । বাকি দুটি গোল রবার্ট লেওয়ানডস্কির ৷ একই সঙ্গে মরশুমে 50টি গোলও পেরিয়ে গেলেন লেওয়ানডস্কি ৷
এটা বার্য়ানের টানা দ্বিতীয় বুন্দেশলিগা ও জার্মান কাপের খেতাব জয় ৷ এটা নিয়ে মোট 13 বার এই কৃতিত্ব করে দেখাল মিউনিখ ৷ এবার বায়ার্নের লক্ষ্য- অগাস্টে হতে চলা চ্যাম্পিয়ন লিগ খেতাব জয় ৷ তাহলেই ত্রিমুকুট জয় হবে বায়ার্নের ৷ এর আগে 2013 সালে এই একই কৃতিত্ব করে দেখিয়েছিল তারা ৷
1993 সালে শেষ বার জার্মান কাপ জিতেছিল লেভারকুসেন ৷ তারপর নয় বার ফাইনালে উঠলেও খেতাব জয় করা হয়নি তাদের ৷
বার্লিনের অলিম্পিয়া স্টেডিয়ামে 75 হাজার দর্শক একসঙ্গে বসে খেলা দেখতে পারেন ৷ সেখানে মাত্র 691 জনকে স্টেডিয়ামের ভিতরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল ৷ এর মধ্যে জার্মানির জাতীয় দলের কোচ জোয়াকিম লোও ছিলেন ৷
যদিও জার্মানি ফুটবল সংস্থার আধিকারিকরা সেপ্টেম্বরে অল্প সংখ্যক দর্শককে স্টেডিয়ামের ভিতরে খেলা দেখার সুযোগ করে দিতে বদ্ধপরিকর ৷ কিন্তু আগের মতো আবার কবে দর্শক ঠাসা স্টেডিয়ামে খেলা হবে তা নিশ্চিত করে কেউই বলতে পারছেন না ৷
জার্মানিতে প্রায় 2 লাখ মানুষ কোরোনা আক্রান্ত হয়েছে ৷ যদিও ইউরোপের অনান্য দেশের তুলনায় মৃত্যুর হার যথেষ্ট কম ৷ 9 হাজারের কিছু বেশি মানুষের কোরোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ৷