কলকাতা, 24 ডিসেম্বর : মহামেডান স্পোর্টিংয়ের হয়ে খেলতে এলেন জামাল ভুঁইঞা। বাংলাদেশের জাতীয় দলের অধিনায়ককে দলে পাওয়ার জন্য বেশ কিছুদিন ধরেই আগ্রহী ছিল মহামেডান স্পোর্টিং। অবশেষে কলকাতায় পা দিলেন তিরিশ বছর বয়সি ফুটবলার। ক্লাবের অ্যাথলেটিক্স সচিব বাংলাদেশের ফুটবলারকে অভ্যর্থনা জানাতে গিয়েছিলেন। আসন্ন আই লিগের মূল পর্বে সাদাকালো জার্সিতে জামাল ভুঁইঞাকে খেলতে দেখা যাবে।
ডেনমার্কে জন্ম তার।ফলে সেখানেই ফুটবল জীবন শুরু করেছিলেন।এফসি কোপেনহেগেনের যুব দলের হয়ে ফুটবল জীবন শুরু করেছিলেন। 2014সালে বাংলাদেশের ধানমুন্ডি ক্লাবে খেলা শুরু করেন। সেখানে দুই মরসুম খেলেছিলেন। এছাড়াও শেখ রাসেল এবং সইফ স্পোর্টিং ক্লাবে খেলেছেন জামাল ভুইঞা। বাংলাদেশ জাতীয় দলের হয়ে 44টি ম্যাচ খেলেছেন। সাফ গেমস এবং সাফ চ্যাম্পিয়নশীপে দেশের হয়ে নজরকাড়া পারফরম্যান্স করেছিলেন। কলকাতার ক্লাব দলে খেলার সুযোগ পেয়ে খুশি জামাল ভুইঞা বলেছেন,"মহমেডানের হয়ে খেলার সুযোগ পেয়ে আমি খুশি।নতুন চ্যালেঞ্জ নিতে ভালোবাসি। আই লিগে দলের হয়ে নিজেকে নিংড়ে দেওয়ার চেষ্টা করব।"
আরও পড়ুন :মহামেডানের নতুন কোচ শংকরলাল
সাদাকালো সমর্থকদের দল নিয়ে মাতামাতির খবর তিনি জানেন।দলকে সাফল্য এনে দিয়ে সেই অভিঞ্জতার সাক্ষী হতে চান জামাল ভুইঞা। এদিকে নতুন কোচ হতে চলা শংকরলাল চক্রবর্তীর সঙ্গে কর্তাদের বৈঠক বৃহস্পতিবার হয়নি। শুক্রবার সকালে এই বৈঠক হতে চলেছে। স্প্যানিশ কোচ জোসে হেভিয়াকে সরিয়ে শংকরলাল চক্রবর্তীকে দায়িত্ব দিতে চলেছেন সাদাকালো কর্তারা।