ETV Bharat / sports

সোসাইরাজকে ভারতীয় দলে দরকার, মত হাবাসের - atk won by five goal

পাঁচ গোলে জয় ৷ স্বাভাবিকভাবেই দীপাবলির আগে আনন্দের আবহ ATK শিবিরে । কিন্তু জয়ের উচ্ছ্বাসে ভেসে যেতে নারাজ আন্তেনিও লোপেজ হাবাস ।

ছবি
author img

By

Published : Oct 26, 2019, 4:59 PM IST

Updated : Oct 26, 2019, 7:48 PM IST

কলকাতা , 26 অক্টোবর : পাঁচ গোলে জয় ৷ স্বাভাবিকভাবেই দীপাবলির আগে আনন্দের আবহ ATK শিবিরে । কিন্তু জয়ের উচ্ছ্বাসে ভেসে যেতে নারাজ আন্তেনিও লোপেজ হাবাস । তাঁর হাত ধরেই লাল-সাদা শিবিরে এসেছিল ISL ট্রফি । এবার ফের লাল-সাদা শিবিরে ট্রফির প্রত্যাবর্তন যাতে হয় সেজন্যে প্রতিটি ম্যাচেই তিনি সতর্ক । কেরল ব্লাস্টার্সের কাছে পরাজয়ের পরে ঘরের মাঠে পাঁচ গোলে জয় পেয়েছে ATK । যা লাল-সাদা জার্সির ইতিহাসে বড় জয় ।

হাবাস জানিয়েছেন, রেকর্ডের কথা মাথায় ছিল না । ডেভিড উইলিয়ামস ও গার্সিয়ার জোড়া গোলের পাশে রয় কৃষ্ণার স্কোরবোর্ডে নাম তোলাটা কোচ হাবাসকে স্বস্তি দিয়েছে । তবে হায়দরাবাদ ম্যাচে দলের প্রথম পয়তাল্লিশ মিনিটকে সেরা বলছেন তিনি ।

ATK-র পরের ম্যাচের প্রতিপক্ষ চেন্নাইয়ান সিটি এফসি । হাবাসের মতে প্রতিটি প্রতিপক্ষকেই দিতে হবে সম্মান ৷ তাই রাশ আলগা করার কারণ দেখছেন না তিনি । বরং দলকে আরও কঠোর পরিশ্রমের বার্তা দিয়েছেন । কেরলের বিরুদ্ধে ভালো খেলেও হার হয়েছে । তবে ঘরের মাঠে হায়দরাবাদের বিরুদ্ধে গোলের প্লাবন ।

ATK-র স্প্যানিশ হেডস্যার বলছেন, "ফুটবলের বৈচিত্র্য এটাই । কখনও পরাজয় আবার কখনও জয় । প্রতি ম্যাচে পাঁচ গোলে জয় আসবে না । তবে পরিশ্রমটা করে যাওয়ার কথা ফুটবলারদের বুঝিয়েছি ।" সাধারণত ফুটবলারদের প্রশংসা করেন না । তবুও সোসাইরাজের প্রশংসা করেছেন । অনভস্ত লেফট উইংএ খেলে নিজেকে মেলে ধরেছেন । হাবাস মনে করেন সোসাইরাজের মত প্রতিভাবান ফুটবলার ভারতীয় ফুটবলের ভবিষ্যত ।

কলকাতা , 26 অক্টোবর : পাঁচ গোলে জয় ৷ স্বাভাবিকভাবেই দীপাবলির আগে আনন্দের আবহ ATK শিবিরে । কিন্তু জয়ের উচ্ছ্বাসে ভেসে যেতে নারাজ আন্তেনিও লোপেজ হাবাস । তাঁর হাত ধরেই লাল-সাদা শিবিরে এসেছিল ISL ট্রফি । এবার ফের লাল-সাদা শিবিরে ট্রফির প্রত্যাবর্তন যাতে হয় সেজন্যে প্রতিটি ম্যাচেই তিনি সতর্ক । কেরল ব্লাস্টার্সের কাছে পরাজয়ের পরে ঘরের মাঠে পাঁচ গোলে জয় পেয়েছে ATK । যা লাল-সাদা জার্সির ইতিহাসে বড় জয় ।

হাবাস জানিয়েছেন, রেকর্ডের কথা মাথায় ছিল না । ডেভিড উইলিয়ামস ও গার্সিয়ার জোড়া গোলের পাশে রয় কৃষ্ণার স্কোরবোর্ডে নাম তোলাটা কোচ হাবাসকে স্বস্তি দিয়েছে । তবে হায়দরাবাদ ম্যাচে দলের প্রথম পয়তাল্লিশ মিনিটকে সেরা বলছেন তিনি ।

ATK-র পরের ম্যাচের প্রতিপক্ষ চেন্নাইয়ান সিটি এফসি । হাবাসের মতে প্রতিটি প্রতিপক্ষকেই দিতে হবে সম্মান ৷ তাই রাশ আলগা করার কারণ দেখছেন না তিনি । বরং দলকে আরও কঠোর পরিশ্রমের বার্তা দিয়েছেন । কেরলের বিরুদ্ধে ভালো খেলেও হার হয়েছে । তবে ঘরের মাঠে হায়দরাবাদের বিরুদ্ধে গোলের প্লাবন ।

ATK-র স্প্যানিশ হেডস্যার বলছেন, "ফুটবলের বৈচিত্র্য এটাই । কখনও পরাজয় আবার কখনও জয় । প্রতি ম্যাচে পাঁচ গোলে জয় আসবে না । তবে পরিশ্রমটা করে যাওয়ার কথা ফুটবলারদের বুঝিয়েছি ।" সাধারণত ফুটবলারদের প্রশংসা করেন না । তবুও সোসাইরাজের প্রশংসা করেছেন । অনভস্ত লেফট উইংএ খেলে নিজেকে মেলে ধরেছেন । হাবাস মনে করেন সোসাইরাজের মত প্রতিভাবান ফুটবলার ভারতীয় ফুটবলের ভবিষ্যত ।

Intro:পাচ গোলে জয়,স্বাভাবিকভাবেই দেওয়ালির আগে আনন্দের আবহ এটিকে শিবিরে। কিন্তু জয়ের আনন্দে রাশ।আলগা করতে নারাজ আন্তেনিও লোপেজ হাবাস। তার হাত ধরেই লাল সাদা শিবিরে এসেছিল আইএসএল ট্রফি।এবার ফের লাল সাদা জার্সিতে প্রত্যাবর্তন ও সাফল্যের রেশ যাতে বজায় থাকে সেজন্যে প্রতিটি ম্যাচেই সতর্ক। কেরল ব্লাস্টার্সের কাছে পরাজয়ের পরে ঘরের মাঠে পাচ গোলে জয়। যা লাল সাদা জার্সির ইতিহাসে বড় জয়। হাবাস বলছেন রেকর্ডের কথা তাদের মাথায় ছিল না।ডেভিড উইলিয়ামস, গার্সিয়ার জোড়া গোলের পাশে রয় কৃষ্ণা র স্কোরবোর্ডে নাম তোলা কোচ হাবাসকে স্বস্তি দিয়েছে। তবে হায়দরাবাদ ম্যাচে দলের প্রথম পয়তাল্লিশ মিনিটকে সেরা বলছেন তিনি। যা বাকি সময় দল ধরে রাখায় খুশি। দলের পারফরম্যান্সে খুশি হলেও রাশ আলগা করতে নারাজ।এটিকের পরের ম্যাচের প্রতিপক্ষ চেন্নাইয়িন সিটি এফসি। তার মতে প্রতিটি প্রতিপক্ষকেই সম্মান দিতে হবে। তাই রাশ আলগা করার কারন দেখেন না তিনি। বরং দলকে আরও কঠোর পরিশ্রমের বার্তা দিয়েছেন। কেরলের বিরুদ্ধে ভালো খেলে হার।ঘরের মাঠে হায়দরাবাদের বিরুদ্ধে গোলের প্লাবন। এটিকের স্প্যানিশ হেডস্যার বলছেন ফুটবলের বৈচিত্র্য এটাই। কখনও পরাজয় আবার কখনও জয়। প্রতি ম্যাচে পাচ গোলে জয় আসবে না।তবে পরিশ্রমটা করে যাওয়ার কথা ফুটবলারদের বুঝিয়ে দিয়েছেন।সাধারণত ফুটবলারদের প্রশংসা ক‍রেননা। তবুও সোসাইরাজের প্রশংসা করেছেন।অনভস্ত লেফট উইংএ খেলে নিজেকে মেলে ধরেছেন। হাবাস মনে করেন সোসাইরাজের মত প্রতিভাবান ফুটবলার ভারতীয় ফুটবলের ভবিষ্যত।


Body:সোসাইরাজকে


Conclusion:
Last Updated : Oct 26, 2019, 7:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.