ETV Bharat / sports

ডেভিড উইলিয়ামসের গোলে শাপমোচন ATK-র - football

বেঙ্গালুরু FC-কে 1-0 গোলে হারাল আন্তেনিও লোপেজ হাবাসের ছেলেরা । গোলদাতা ডেভিড উইলিয়ামস ।

Breaking News
author img

By

Published : Dec 25, 2019, 11:52 PM IST

কলকাতা, 25 ডিসেম্বর : সান্তাক্লজ় বড়দিনে জয় উপহার দিলেন ATK ভক্তদের। যুবভারতী ক্রীড়াঙ্গনে বেঙ্গালুরু FC-কে 1-0 গোলে হারাল আন্তেনিও লোপেজ হাবাসের ছেলেরা । গোলদাতা ডেভিড উইলিয়ামস । 47 মিনিটে জয়েশ রানের পাস থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে জোরালো শটে তা জালে পাঠান ডেভিড উইলিয়ামস । শটের জোর এতটাই ছিল যে বেঙ্গালুরু FC গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধু নাগাল পাননি । এই জয় কলকাতাকে ফের পয়েন্ট টেবিলের মগডালে পৌঁছে দিল ।

10 ম্যাচে 18 পয়েন্ট ঝুলিতে পুরে ফেলে আজ ATK একই সঙ্গে গত দুই বছরের শাপমোচন করল । পরিসংখ্যান বলছে স্টিভ কাপল, টেরি শেরিংহাম, আসলে ওয়েস্টউডের জমানায় চার ম্যাচে BFC-র বিরুদ্ধে জয় পায়নি কলকাতা । গোল করেছিল মাত্র একটি । ফলে চাকা ঘোরানোর একটা বাড়তি তাগিদ ছিল হাবাসের । বড়দিনে ISL-এ বড় ম্যাচ ছিল দুই স্প্যানিশ কোচের মগজাস্ত্রের দ্বৈরথ । আর সেখানে জয়ী হাবাস । ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে ATK কোচ বলেছেন বড়দিনে তিনি কোনওদিন খেলেননি । দলের প্রতিটি সদস্য সান্তাক্লজ় । কোচের মুখে দলগত সংহতির কথা । যা এবারের ISL-এ ATK-র ওয়ান লাইনার ।

সুনীল ছেত্রী, উদান্ত সিংদের রুখতে হাবাস মাঝমাঠে ডিফেন্সিভ ব্লকারকে একটু নিচ থেকে ব্যবহার করলেন । ফলে পায়ের জঙ্গলে দিগভ্রষ্ট সুনীল ছেত্রী উদান্তরা । 18 হাজারের বেশি দর্শক বড়দিনের সন্ধ্যায় যুবভারতী ক্রীড়াঙ্গনে ছিলেন । দুই স্প্যানিশ কোচের ফুটবল দ্বৈরথ এবং দুই দলের গতির লড়াই উপভোগ করলেন তারা । হাবাস যখন দাবি করেন, সেরা দলের বিরুদ্ধে সেরা ম্যাচ খেললেন অত্যুক্তি মনে হয় না ।

ঘরের মাঠে অপরাজিত থাকার রেকর্ড বজায় রাখলেন লাল সাদা শিবিরের হেডস্যার । ফিরে পেলেন একনম্বর স্থান । ছেলেদের মরিয়া লড়াই তাকে ISL-এর মধ্যবর্তী পর্যায়ে স্বপ্ন দেখাচ্ছে ।

কলকাতা, 25 ডিসেম্বর : সান্তাক্লজ় বড়দিনে জয় উপহার দিলেন ATK ভক্তদের। যুবভারতী ক্রীড়াঙ্গনে বেঙ্গালুরু FC-কে 1-0 গোলে হারাল আন্তেনিও লোপেজ হাবাসের ছেলেরা । গোলদাতা ডেভিড উইলিয়ামস । 47 মিনিটে জয়েশ রানের পাস থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে জোরালো শটে তা জালে পাঠান ডেভিড উইলিয়ামস । শটের জোর এতটাই ছিল যে বেঙ্গালুরু FC গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধু নাগাল পাননি । এই জয় কলকাতাকে ফের পয়েন্ট টেবিলের মগডালে পৌঁছে দিল ।

10 ম্যাচে 18 পয়েন্ট ঝুলিতে পুরে ফেলে আজ ATK একই সঙ্গে গত দুই বছরের শাপমোচন করল । পরিসংখ্যান বলছে স্টিভ কাপল, টেরি শেরিংহাম, আসলে ওয়েস্টউডের জমানায় চার ম্যাচে BFC-র বিরুদ্ধে জয় পায়নি কলকাতা । গোল করেছিল মাত্র একটি । ফলে চাকা ঘোরানোর একটা বাড়তি তাগিদ ছিল হাবাসের । বড়দিনে ISL-এ বড় ম্যাচ ছিল দুই স্প্যানিশ কোচের মগজাস্ত্রের দ্বৈরথ । আর সেখানে জয়ী হাবাস । ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে ATK কোচ বলেছেন বড়দিনে তিনি কোনওদিন খেলেননি । দলের প্রতিটি সদস্য সান্তাক্লজ় । কোচের মুখে দলগত সংহতির কথা । যা এবারের ISL-এ ATK-র ওয়ান লাইনার ।

সুনীল ছেত্রী, উদান্ত সিংদের রুখতে হাবাস মাঝমাঠে ডিফেন্সিভ ব্লকারকে একটু নিচ থেকে ব্যবহার করলেন । ফলে পায়ের জঙ্গলে দিগভ্রষ্ট সুনীল ছেত্রী উদান্তরা । 18 হাজারের বেশি দর্শক বড়দিনের সন্ধ্যায় যুবভারতী ক্রীড়াঙ্গনে ছিলেন । দুই স্প্যানিশ কোচের ফুটবল দ্বৈরথ এবং দুই দলের গতির লড়াই উপভোগ করলেন তারা । হাবাস যখন দাবি করেন, সেরা দলের বিরুদ্ধে সেরা ম্যাচ খেললেন অত্যুক্তি মনে হয় না ।

ঘরের মাঠে অপরাজিত থাকার রেকর্ড বজায় রাখলেন লাল সাদা শিবিরের হেডস্যার । ফিরে পেলেন একনম্বর স্থান । ছেলেদের মরিয়া লড়াই তাকে ISL-এর মধ্যবর্তী পর্যায়ে স্বপ্ন দেখাচ্ছে ।

Intro:বড়দিনে সান্তাক্লজ জয় উপহার দিলেন এটিকে ভক্তদের। যুবভারতী ক্রীড়াঙ্গনে বেঙ্গালুরু এফসিকে 1-0গোলে হারাল আন্তেনিও লোপেজ হাবাসের ছেলেরা। গোলদাতা ডেভিড উইলিয়ামস।47মিনিটে জয়েশ রানের পাস থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে জোরালো শটে তা জালে পাঠান ডেভিড উইলিয়ামস। শটের জোর এতটাই ছিল যে বেঙ্গালুরু এফসি গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধু নাগাল পান নি।এই জয় কলকাতা কে ফের পয়েন্ট টেবিলের মগডালে পৌঁছে দিল।10ম্যাচে 18পয়েন্ট ঝুলিতে পুরে ফেলার দিন এটিকে একই সঙ্গে গত দুই বছরের শাপমোচন করল।পরিসংখ্যান বলছে স্টিভ কাপল,টেরি শেরিংহাম, আসলে ওয়েস্টউডের জমানায় চার ম্যাচে বিএফসির বিরুদ্ধে জয় পায়নি কলকাতা।গোল করেছিল মাত্র একটি।ফলে চাকা ঘোরানোর একটা বাড়তি তাগিদ ছিল হাবাসের।
বড়দিনে আইএসএলে বড় ম্যাচ ছিল দুই স্প্যানিশ কোচের মগজাস্ত্রের দ্বৈরথ। আর সেখানে জয়ী হাবাস।ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে এটিকে কোচ বলেছেন বড়দিনে তিনি কোনও দিন খেলেননি।দলের প্রতিটি সদস্য সান্তাক্লজ।কোচের মুখে দলগত সংহতির কথা।যা এবারের আইএসএলে এটিকের ওয়ান লাইনার।
সুনীল ছেত্রী,উদান্ত সিংদের রুখতে হাবাস মাঝমাঠে ডিফেন্সিভ ব্লকারকে একটু নীচ থেকে ব্যবহার করলেন।ফলে পায়ের জঙ্গলে দিগভ্রষ্ট সুনীল ছেত্রী উদান্তরা।
আঠারো হাজারের বেশি দর্শক বড়দিনের সন্ধ্যায় যুবভারতী ক্রীড়াঙ্গনে ছিলেন। দুই স্প্যানিশ কোচের ফুটবল দ্বৈরথ এবং দুই দলের গতির লড়াই উপভোগ করলেন তারা।হাবাস যখন দাবি করেন সেরা দলের বিরুদ্ধে সেরা ম্যাচ খেললেন অত্যুক্তি মনে হয় না।
ঘরের মাঠে অপরাজিত থাকার রেকর্ড বজায় রাখলেন লাল সাদা শিবিরের হেডস্যার।ফিরে পেলেন একনম্বর স্থান।ছেলেদের মরিয়া লড়াই তাকে আইএসএলে র মধ্যবর্তী পর্যায়ে স্বপ্ন দেখাচ্ছে।


Body:এটিকে


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.