ETV Bharat / sports

হায়দরাবাদকে 5 গোল ATK-র - এটিকে

কেরালের বিরুদ্ধে ভালো খেললেও রেফারির ভুল সিদ্ধান্ত ও সুযোগ নষ্টের খেসারত দিয়ে পয়েন্ট ফেলে আসতে হয়েছিল । ঘরের মাঠে ভুল শুধরে নতুন ভাবে নিজেদের মেলে ধরল ATK ।

গোলের পর ATK-র ফুটবলারদের উচ্ছ্বাস
author img

By

Published : Oct 26, 2019, 6:30 AM IST

কলকাতা, 26 অক্টোবর : ঘরের মাঠে চেনা দাপুটে মেজাজে ATK । বৃষ্টিস্নাত যুবভারতী ক্রীড়াঙ্গনে আন্তেনিও লোপেজ় হাবাসের ছেলেরা গোলের উৎসবে মাতলেন । ম্যাচের ফল 5-0 ।

কেরালের বিরুদ্ধে ভালো খেললেও রেফারির ভুল সিদ্ধান্ত ও সুযোগ নষ্টের খেসারত দিয়ে পয়েন্ট ফেলে আসতে হয়েছিল । ঘরের মাঠে ভুল শুধরে নতুন ভাবে নিজেদের মেলে ধরল ATK । এই প্রথমবার কলকাতা পাঁচ গোলে জিতল । যা লাল-সাদা জার্সির নজির । ATK-র প্রথম ইনিংসে হাবাসের সাফল্যের USP ছিল হোম ম্যাচে অপরাজিত থাকা । হায়দরাবাদের বিরুদ্ধে পাঁচ গোলের জয়ে ফের সেই ইঙ্গিত দিয়ে রাখলেন তিনি । একইসঙ্গে খেলার ধরনে বদলের ইঙ্গিত ATK-কে আরও ভয়ংকর করে তুলেছিল ।

ATK
ATK-র ফুটবলারদের উচ্ছ্বাস

বিরতির আগে তিন গোলে এগিয়ে গেছিল ATK । ডেভিড উইলিয়ামসের জোড়া গোলের পাশে যোগ্য সঙ্গত রয় কৃষ্ণার । দ্বিতীয়ার্ধে জোড়া গোল এডুয়ার্ডো গার্সিয়ার । চোট সারিয়ে মাঠে ফিরে দুরন্ত খেললেন প্রবীর দাশ । তাঁর ঠিকানা লেখা পাস থেকেই জোড়া গোল গার্সিয়ার । ম্যাচের সেরা ডেভিড উইলিয়ামস । এবারের ISL-এ প্রথম জয় এল ATK-র ৷

ATK
গোলের পর ATK-র ফুটবলারদের উচ্ছ্বাস

কলকাতা, 26 অক্টোবর : ঘরের মাঠে চেনা দাপুটে মেজাজে ATK । বৃষ্টিস্নাত যুবভারতী ক্রীড়াঙ্গনে আন্তেনিও লোপেজ় হাবাসের ছেলেরা গোলের উৎসবে মাতলেন । ম্যাচের ফল 5-0 ।

কেরালের বিরুদ্ধে ভালো খেললেও রেফারির ভুল সিদ্ধান্ত ও সুযোগ নষ্টের খেসারত দিয়ে পয়েন্ট ফেলে আসতে হয়েছিল । ঘরের মাঠে ভুল শুধরে নতুন ভাবে নিজেদের মেলে ধরল ATK । এই প্রথমবার কলকাতা পাঁচ গোলে জিতল । যা লাল-সাদা জার্সির নজির । ATK-র প্রথম ইনিংসে হাবাসের সাফল্যের USP ছিল হোম ম্যাচে অপরাজিত থাকা । হায়দরাবাদের বিরুদ্ধে পাঁচ গোলের জয়ে ফের সেই ইঙ্গিত দিয়ে রাখলেন তিনি । একইসঙ্গে খেলার ধরনে বদলের ইঙ্গিত ATK-কে আরও ভয়ংকর করে তুলেছিল ।

ATK
ATK-র ফুটবলারদের উচ্ছ্বাস

বিরতির আগে তিন গোলে এগিয়ে গেছিল ATK । ডেভিড উইলিয়ামসের জোড়া গোলের পাশে যোগ্য সঙ্গত রয় কৃষ্ণার । দ্বিতীয়ার্ধে জোড়া গোল এডুয়ার্ডো গার্সিয়ার । চোট সারিয়ে মাঠে ফিরে দুরন্ত খেললেন প্রবীর দাশ । তাঁর ঠিকানা লেখা পাস থেকেই জোড়া গোল গার্সিয়ার । ম্যাচের সেরা ডেভিড উইলিয়ামস । এবারের ISL-এ প্রথম জয় এল ATK-র ৷

ATK
গোলের পর ATK-র ফুটবলারদের উচ্ছ্বাস
Intro:ঘরের মাঠে চেনা দাপুটে মেজাজে এটিকে। বৃষ্টি স্নাত যুবভারতী ক্রীড়াঙ্গনে আন্তেনিও লোপেজ হাবাসের ছেলেরা গোলের উৎসবে মাতলেন। ম্যাচের ফল 5-0। কেরলের বিরুদ্ধে ভালো খেললেও রেফারির ভুল সিদ্ধান্ত ও সুযোগ নষ্টের খেসারত দিয়ে পয়েন্ট ফেলে আসতে হয়েছিল। ঘরের মাঠে ভুল শুধরে নতুন ভাবে নিজেদের মেলে ধরল এটিকে। এই প্রথমবার কলকাতা পাচ গোলে জিতল। যা লাল সাদা জার্সির নজির। এটিকের প্রথম ইনিংসে হাবাসের সাফল্যের ইউএসপি ছিল হোম ম্যাচে অপরাজিত থাকা। হায়দরাবাদের বিরুদ্ধে পাচ গোলের জয়ে ফের সেই ইঙ্গিত দিয়ে রাখলেন তিনি।একই সঙ্গে খেলার ধরনে বদলের ইঙ্গিত এটিকেকে আরও ভয়ংকর করে তুলেছিল।
বিরতির আগে তিন গোলে এগিয়ে গিয়েছিল এটিকে।ডেভিড উইলিয়ামস এর জোড়া গোলের পাশে যোগ্য সঙ্গত রয় কৃষ্ণার। দ্বিতীয়ার্ধে জোড়া গোল এডুয়ার্ডো গার্সিয়ার। চোট সারিয়ে মাঠে ফিরে দুরন্ত খেললেন প্রবীর দাশ। তার ঠিকানা লেখা পাস থেকেই জোড়া গোল গার্সিয়ার। ম্যাচের সেরা ডেভিড উইলিয়ামস।


Body:কখগ


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.