কলকাতা, 26 অক্টোবর : ঘরের মাঠে চেনা দাপুটে মেজাজে ATK । বৃষ্টিস্নাত যুবভারতী ক্রীড়াঙ্গনে আন্তেনিও লোপেজ় হাবাসের ছেলেরা গোলের উৎসবে মাতলেন । ম্যাচের ফল 5-0 ।
কেরালের বিরুদ্ধে ভালো খেললেও রেফারির ভুল সিদ্ধান্ত ও সুযোগ নষ্টের খেসারত দিয়ে পয়েন্ট ফেলে আসতে হয়েছিল । ঘরের মাঠে ভুল শুধরে নতুন ভাবে নিজেদের মেলে ধরল ATK । এই প্রথমবার কলকাতা পাঁচ গোলে জিতল । যা লাল-সাদা জার্সির নজির । ATK-র প্রথম ইনিংসে হাবাসের সাফল্যের USP ছিল হোম ম্যাচে অপরাজিত থাকা । হায়দরাবাদের বিরুদ্ধে পাঁচ গোলের জয়ে ফের সেই ইঙ্গিত দিয়ে রাখলেন তিনি । একইসঙ্গে খেলার ধরনে বদলের ইঙ্গিত ATK-কে আরও ভয়ংকর করে তুলেছিল ।
বিরতির আগে তিন গোলে এগিয়ে গেছিল ATK । ডেভিড উইলিয়ামসের জোড়া গোলের পাশে যোগ্য সঙ্গত রয় কৃষ্ণার । দ্বিতীয়ার্ধে জোড়া গোল এডুয়ার্ডো গার্সিয়ার । চোট সারিয়ে মাঠে ফিরে দুরন্ত খেললেন প্রবীর দাশ । তাঁর ঠিকানা লেখা পাস থেকেই জোড়া গোল গার্সিয়ার । ম্যাচের সেরা ডেভিড উইলিয়ামস । এবারের ISL-এ প্রথম জয় এল ATK-র ৷