ETV Bharat / sports

ইতিহাস গড়ার হাতছানি এটিকে মোহনবাগানের সামনে - ফাইনাল

আইএসএলে নতুন করে ইতিহাস লেখার হাতছানি এটিকে মোহনবাগানের সামনে ৷ অভিষেক বছরেই ফাইনালে খেলার কৃতিত্ব গড়েছে তারা ৷ এবার অপেক্ষা খেতাব জয়ের ৷ মুম্বই সিটি এফসির মুখোমুখি হওয়ার জন্য তৈরি হাবাসের ছেলেরা ৷

wb_kol_03_habas_ready_final_copy_7203838
ইতিহাস গড়ার হাতছানি এটিকে মোহনবাগানের সামনে
author img

By

Published : Mar 10, 2021, 9:15 PM IST

কলকাতা, 10 মার্চ : আইএসএলে অভিষেক বছরেই ফাইনালে খেলার কৃতিত্ব ৷ নতুন করে ইতিহাস লেখার তাগিদ। শনিবার মুম্বই সিটি এফসির বিরুদ্ধে মাঠে নামার আগে এটিকে মোহনবাগান শিবিরে এখন নিয়ন্ত্রিত উল্লাস ৷ কোচ হিসেবে আন্তেনিও লোপেজ হাবাস তাঁর তিন নম্বর ফাইনাল খেলতে নামবেন ৷ দু’বারই চ্যাম্পিয়ন হয়েছেন তিনি ৷ এখন তাই তিন নম্বর খেতাব জয়ের ভাবনা ৷ নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে জয় পাওয়ার পরই ফাইনাল নিয়ে ঘুটি সাজাতে শুরু করে দিয়েছেন হাবাস ৷

ডেভিড উইলিয়ামস এবং মনবীর সিং জয়ের নায়ক ৷ নেপথ্য ভূমিকায় রয় কৃষ্ণ ৷ মাঠ এবং মাঠের বাইরে ফুটবলার এবং কোচিং স্টাফদের অক্লান্ত পরিশ্রমের প্রশংসায় সবুজ-মেরুন হেডস্যার ৷ হাবাস বলছেন, ‘‘দলের প্রতিটি সদস্য কঠিন পরিশ্রম করেছেন ৷ তার ফলে দল শুধু ভালো পারফরম্যান্সই করেনি, প্রয়োজনের সময় চারিত্রিক দৃঢ়তাও দেখাতে পেরেছে ৷’’

দ্বিতীয় পর্বের সেমিফাইনাল নির্ধারিত সময়ে শেষ করার পরিকল্পনা ছিল ৷ তা সফল হয়েছে ৷ কারণ, প্রচণ্ড গরমে অতিরিক্ত তিরিশ মিনিট খেলা যথেষ্ট কঠিন বলেই মনে করেন হাবাস ৷ আর এবার তাঁর মিশন মুম্বই সিটি এফসি ৷

আরও পড়ুন : চিন্তা সেই রক্ষণ, ছোট ভুল নিয়ে সতর্ক হাবাস

হাবাস বলছেন, দল হিসাবে সের্গেই লোবেরার ছেলেরা কঠিন প্রতিপক্ষ ৷ তাই ফুটবলারদের বিশ্রাম দিয়ে তরতাজা করে তুলে ফাইনালের জন্য তৈরি করতে চান সবুজ-মেরুণের চাণক্য ৷ না হলে শক্তিশালী প্রতিপক্ষকে সামলানো কঠিন হবে বলে মনে করেন তিনি ৷ তাঁর মতে, চলতি মরশুমে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে ফুটবলারদের ৷ স্প্যানিশ হেডস্যার মনে করেন, বায়ো বাবলের মধ্যে থেকে মাঠে নেমে পারফরম্যান্স করা সহজ ছিল না ৷ এর কৃতিত্ব ফুটবলারদেরই দিচ্ছেন হাবাস ৷

কলকাতা, 10 মার্চ : আইএসএলে অভিষেক বছরেই ফাইনালে খেলার কৃতিত্ব ৷ নতুন করে ইতিহাস লেখার তাগিদ। শনিবার মুম্বই সিটি এফসির বিরুদ্ধে মাঠে নামার আগে এটিকে মোহনবাগান শিবিরে এখন নিয়ন্ত্রিত উল্লাস ৷ কোচ হিসেবে আন্তেনিও লোপেজ হাবাস তাঁর তিন নম্বর ফাইনাল খেলতে নামবেন ৷ দু’বারই চ্যাম্পিয়ন হয়েছেন তিনি ৷ এখন তাই তিন নম্বর খেতাব জয়ের ভাবনা ৷ নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে জয় পাওয়ার পরই ফাইনাল নিয়ে ঘুটি সাজাতে শুরু করে দিয়েছেন হাবাস ৷

ডেভিড উইলিয়ামস এবং মনবীর সিং জয়ের নায়ক ৷ নেপথ্য ভূমিকায় রয় কৃষ্ণ ৷ মাঠ এবং মাঠের বাইরে ফুটবলার এবং কোচিং স্টাফদের অক্লান্ত পরিশ্রমের প্রশংসায় সবুজ-মেরুন হেডস্যার ৷ হাবাস বলছেন, ‘‘দলের প্রতিটি সদস্য কঠিন পরিশ্রম করেছেন ৷ তার ফলে দল শুধু ভালো পারফরম্যান্সই করেনি, প্রয়োজনের সময় চারিত্রিক দৃঢ়তাও দেখাতে পেরেছে ৷’’

দ্বিতীয় পর্বের সেমিফাইনাল নির্ধারিত সময়ে শেষ করার পরিকল্পনা ছিল ৷ তা সফল হয়েছে ৷ কারণ, প্রচণ্ড গরমে অতিরিক্ত তিরিশ মিনিট খেলা যথেষ্ট কঠিন বলেই মনে করেন হাবাস ৷ আর এবার তাঁর মিশন মুম্বই সিটি এফসি ৷

আরও পড়ুন : চিন্তা সেই রক্ষণ, ছোট ভুল নিয়ে সতর্ক হাবাস

হাবাস বলছেন, দল হিসাবে সের্গেই লোবেরার ছেলেরা কঠিন প্রতিপক্ষ ৷ তাই ফুটবলারদের বিশ্রাম দিয়ে তরতাজা করে তুলে ফাইনালের জন্য তৈরি করতে চান সবুজ-মেরুণের চাণক্য ৷ না হলে শক্তিশালী প্রতিপক্ষকে সামলানো কঠিন হবে বলে মনে করেন তিনি ৷ তাঁর মতে, চলতি মরশুমে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে ফুটবলারদের ৷ স্প্যানিশ হেডস্যার মনে করেন, বায়ো বাবলের মধ্যে থেকে মাঠে নেমে পারফরম্যান্স করা সহজ ছিল না ৷ এর কৃতিত্ব ফুটবলারদেরই দিচ্ছেন হাবাস ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.