ETV Bharat / sports

ATK Mohun Bagan in ISL : বেঙ্গালুরু ম্যাচেও জয় অধরা, পয়েন্ট ভাগ করে মাঠ ছাড়ল বাগান

author img

By

Published : Dec 16, 2021, 10:10 PM IST

না ছন্দে নেই এটিকে মোহনবাগান। পরিচিত মেজাজে পাওয়া যাচ্ছে না রয় কৃষ্ণাকেও। ফলে বেঙ্গালুরু ম্যাচেও ছবিটা পাল্টাল না ৷

ATK Mohun Bagan
চার ম্যাচে জয়ের দেখা নেই বাগানে ৷

পানাজি, 16 ডিসেম্বর : গোল, পাল্টা গোলে উপভোগ্য ম্যাচ । আইএসএলের দুই দল তাদের ছন্দ খুঁজতে বৃহস্পতিবারের সন্ধ্যাই বেছে নিয়েছিল । যদিও খানিক ছন্দে ফিরলেও দিনের শেষে বাগানে জয়ের রং ফিরল না । এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হল সবুজ-মেরুন ব্রিগেডকে ।

চলতি আইএসএলে একেবারেই ছন্দে নেই বেঙ্গালুরু এফসি । আজও সুনীল ছেত্রীকে ছাড়াই দল সাজানো হয়েছিল । পয়েন্ট টেবিলে নয় নম্বরে থাকা সুনীল-বিহীন বেঙ্গালুরুর বিরুদ্ধেও তিন পয়েন্ট তুলতে পারল না রয় কৃষ্ণা, হুগো বুমোসরা । তিরি প্রথম একাদশে ফিরলেও রক্ষণের রোগ সারেনি । পাশাপাশি তৃতীয় ম্যাচ থেকে দলের আক্রমণ ভাগও দিগভ্রষ্ট । এদিনও গোটা ম্যাচে চেনা ছন্দে পাওয়া গেল না এটিকে মোহনবাগানকে।

আরও পড়ুন : Maradona's Stolen Watch : মারাদোনার ঘড়ি উদ্ধারে নেমে বিতর্কে অসম পুলিশ

দুই দলই পুরো ম্যাচে বারবার এগিয়ে গিয়েও তা ধরে রাখতে পারেনি । এটিকে মোহনবাগান গোল হজম করেছে সেটপিস থেকে । যা দলের মাঝমাঠ এবং রক্ষণের ছন্দহীন ছবি তুলে ধরে । খেলার শেষ দিকে বেঙ্গালুরু এফসির আক্রমণ গোল লাইন থেকে না প্রতিহত হলে হাবাসের চিন্তা আরও বাড়ত । এই ম্যাচের পর 6 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে ছয় নম্বরেই থাকল গঙ্গাপাড়ের ক্লাব ৷

পানাজি, 16 ডিসেম্বর : গোল, পাল্টা গোলে উপভোগ্য ম্যাচ । আইএসএলের দুই দল তাদের ছন্দ খুঁজতে বৃহস্পতিবারের সন্ধ্যাই বেছে নিয়েছিল । যদিও খানিক ছন্দে ফিরলেও দিনের শেষে বাগানে জয়ের রং ফিরল না । এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হল সবুজ-মেরুন ব্রিগেডকে ।

চলতি আইএসএলে একেবারেই ছন্দে নেই বেঙ্গালুরু এফসি । আজও সুনীল ছেত্রীকে ছাড়াই দল সাজানো হয়েছিল । পয়েন্ট টেবিলে নয় নম্বরে থাকা সুনীল-বিহীন বেঙ্গালুরুর বিরুদ্ধেও তিন পয়েন্ট তুলতে পারল না রয় কৃষ্ণা, হুগো বুমোসরা । তিরি প্রথম একাদশে ফিরলেও রক্ষণের রোগ সারেনি । পাশাপাশি তৃতীয় ম্যাচ থেকে দলের আক্রমণ ভাগও দিগভ্রষ্ট । এদিনও গোটা ম্যাচে চেনা ছন্দে পাওয়া গেল না এটিকে মোহনবাগানকে।

আরও পড়ুন : Maradona's Stolen Watch : মারাদোনার ঘড়ি উদ্ধারে নেমে বিতর্কে অসম পুলিশ

দুই দলই পুরো ম্যাচে বারবার এগিয়ে গিয়েও তা ধরে রাখতে পারেনি । এটিকে মোহনবাগান গোল হজম করেছে সেটপিস থেকে । যা দলের মাঝমাঠ এবং রক্ষণের ছন্দহীন ছবি তুলে ধরে । খেলার শেষ দিকে বেঙ্গালুরু এফসির আক্রমণ গোল লাইন থেকে না প্রতিহত হলে হাবাসের চিন্তা আরও বাড়ত । এই ম্যাচের পর 6 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে ছয় নম্বরেই থাকল গঙ্গাপাড়ের ক্লাব ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.