ETV Bharat / sports

গোলের খাতায় নিজের নাম তুলতে চান ডেভিড উইলিয়ামস - মোহনবাগান

রয় কৃষ্ণের সঙ্গে সফল জুটি করতে অনুশীলনে কোনও খামতি রাখছেন না উইলিয়ামস । তবে ব্যক্তিগত সাফল্যের চেয়ে দলের সাফল্যকেই এগিয়ে রাখছেন তিনি । পাশাপাশি রয় কৃষ্ণের নিয়মিত গোল করা এবং মনবীর সিংয়ের প্রশংসাও উঠে আসে তাঁর মুখে ।

মোহনবাগান
মোহনবাগান
author img

By

Published : Dec 20, 2020, 1:27 PM IST

কলকাতা, 20 ডিসেম্বর : সময় যত গড়াচ্ছে ততই সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসিকে হারানোর জন্য চোয়াল শক্ত করে প্রস্তুতি নিচ্ছে এটিকে-মোহনবাগান । আগামীকালের মহাম্যাচ নিয়ে পারদ চড়ছে ।

বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ম্যাচ মানেই ডেভিড উইলিয়ামস শো। গত মরসুমে উইলিয়ামসের গোলেই শেষ হাসি হেসেছিলেন আন্তেনিও লোপেজ হাবাস । এবার ফের বিএফসির বিরুদ্ধে মাঠে নামার জন্য তৈরি ডেভিড উইলিয়ামস স্বয়ং। কোনও রাখঢাক না করে তিনি বলেন, "বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে গোলদাতার তালিকায় নাম তোলা আমার পাখির চোখ। এফসি গোয়ার বিরুদ্ধে অল্পের জন্য গোল করতে পারিনি। এখনও একশো শতাংশ ফিট নই। গতবছরের ফর্মে ফিরতে সময় লাগবে ।" রয় কৃষ্ণের সঙ্গে সফল জুটি তৈরি করতে অনুশীলনে কোনও খামতি রাখছেন না উইলিয়ামস । তবে ব্যক্তিগত সাফল্যের চেয়ে দলের সাফল্যকেই এগিয়ে রাখছেন তিনি । রয় কৃষ্ণের নিয়মিত গোল করার ক্ষমতার প্রশংসা করেছেন ডেভিড উইলিয়ামস। তরুণ স্ট্রাইকার মনবীর সিংয়ের প্রশংসাও উঠে আসে তাঁর মুখে ।

আরও পড়ুন : মিশন গোয়ার পরে সুনীলদের থামানোর চিন্তায় অরিন্দমরা

প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি এবং সুনীল ছেত্রী সম্বন্ধে সমীহের সুরে বলেন, "সুনীল শেষ কয়েকটি ম্যাচে ভালো খেলেছে । গোলের মধ্যে রয়েছে । দ্রুত আক্রমণ তুলে আনছে । ভালো মানের বিদেশি রয়েছে ওদের দলে । ক্রমশই আত্মবিশ্বাসী হয়ে ওঠা দলের বিরুদ্ধে লড়াইটা সহজ হবে না । দুই দলের ফুটবলাররা এক ইঞ্চি জমি ছাড়বে না তা এখনই বলতে পারি ।"

চোট সারিয়ে এফসি গোয়ার বিরুদ্ধে পুরো ম্যাচ খেলেছেন । একশো শতাংশ ফিট হয়ে মাঠে নামার তৃপ্তি বাঙালি মিডফিল্ডারের গলায় । বেঙ্গালুরু এফসি ম্যাচ কঠিন পরীক্ষা, মানছেন প্রণয়। সেই চ্যালেঞ্জ সামলে জয় ছিনিয়ে সাজঘরে ফেরার কথা ভাবছেন তিনি । জয়ের সরণিতে দল ফিরেছে । পাঁচ পয়েন্ট নষ্ট হওয়ার খামতি মেটাতে নতুন স্ট্যান্স নেওয়ার কথা বলছেন হাবাস । কোচের ছক সফল করতে তাল ঠুকছেন এটিকে-মোহনবাগান ফুটবলাররা ।

কলকাতা, 20 ডিসেম্বর : সময় যত গড়াচ্ছে ততই সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসিকে হারানোর জন্য চোয়াল শক্ত করে প্রস্তুতি নিচ্ছে এটিকে-মোহনবাগান । আগামীকালের মহাম্যাচ নিয়ে পারদ চড়ছে ।

বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ম্যাচ মানেই ডেভিড উইলিয়ামস শো। গত মরসুমে উইলিয়ামসের গোলেই শেষ হাসি হেসেছিলেন আন্তেনিও লোপেজ হাবাস । এবার ফের বিএফসির বিরুদ্ধে মাঠে নামার জন্য তৈরি ডেভিড উইলিয়ামস স্বয়ং। কোনও রাখঢাক না করে তিনি বলেন, "বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে গোলদাতার তালিকায় নাম তোলা আমার পাখির চোখ। এফসি গোয়ার বিরুদ্ধে অল্পের জন্য গোল করতে পারিনি। এখনও একশো শতাংশ ফিট নই। গতবছরের ফর্মে ফিরতে সময় লাগবে ।" রয় কৃষ্ণের সঙ্গে সফল জুটি তৈরি করতে অনুশীলনে কোনও খামতি রাখছেন না উইলিয়ামস । তবে ব্যক্তিগত সাফল্যের চেয়ে দলের সাফল্যকেই এগিয়ে রাখছেন তিনি । রয় কৃষ্ণের নিয়মিত গোল করার ক্ষমতার প্রশংসা করেছেন ডেভিড উইলিয়ামস। তরুণ স্ট্রাইকার মনবীর সিংয়ের প্রশংসাও উঠে আসে তাঁর মুখে ।

আরও পড়ুন : মিশন গোয়ার পরে সুনীলদের থামানোর চিন্তায় অরিন্দমরা

প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি এবং সুনীল ছেত্রী সম্বন্ধে সমীহের সুরে বলেন, "সুনীল শেষ কয়েকটি ম্যাচে ভালো খেলেছে । গোলের মধ্যে রয়েছে । দ্রুত আক্রমণ তুলে আনছে । ভালো মানের বিদেশি রয়েছে ওদের দলে । ক্রমশই আত্মবিশ্বাসী হয়ে ওঠা দলের বিরুদ্ধে লড়াইটা সহজ হবে না । দুই দলের ফুটবলাররা এক ইঞ্চি জমি ছাড়বে না তা এখনই বলতে পারি ।"

চোট সারিয়ে এফসি গোয়ার বিরুদ্ধে পুরো ম্যাচ খেলেছেন । একশো শতাংশ ফিট হয়ে মাঠে নামার তৃপ্তি বাঙালি মিডফিল্ডারের গলায় । বেঙ্গালুরু এফসি ম্যাচ কঠিন পরীক্ষা, মানছেন প্রণয়। সেই চ্যালেঞ্জ সামলে জয় ছিনিয়ে সাজঘরে ফেরার কথা ভাবছেন তিনি । জয়ের সরণিতে দল ফিরেছে । পাঁচ পয়েন্ট নষ্ট হওয়ার খামতি মেটাতে নতুন স্ট্যান্স নেওয়ার কথা বলছেন হাবাস । কোচের ছক সফল করতে তাল ঠুকছেন এটিকে-মোহনবাগান ফুটবলাররা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.