ETV Bharat / sports

ATK Mohun Bagan : দলের সঙ্গে মানিয়ে নিচ্ছেন বুমোস ও কাউকো, কৃষ্ণর অপেক্ষায় হাবাস

author img

By

Published : Jul 30, 2021, 10:45 AM IST

প্রথমবার এএফসি কাপ খেলার সুযোগ পাওয়ায় খুশি রয় কৃষ্ণ । দল এই মরসুমে একাধিক ভাল ফুটবলারকে স্বাক্ষর করিয়েছে, তিনি জানেন । তাই এএফসি কাপের পরের রাউন্ডে যাওয়াকে প্রাথমিক লক্ষ্য করছেন ফিজিয়ান স্ট্রাইকার । নিজের দেশ ফিজিতে কোভিড পরিস্থিতি খারাপ হলেও তার মধ্যেও নিজেকে ফিট রাখার চেষ্টা করছেন । দ্রুত দলের সঙ্গে যোগ দিয়ে এএফসি কাপের জন্য নিজেকে প্রস্তুত করতে চান রয় কৃষ্ণ ।

s
s

কলকাতা, 30 জুলাই : একা রয় কৃষ্ণে রক্ষা নেই, জনি কাউকো, হুগো বুমোস দোসর । তিন বিদেশি নিয়েই আক্রমণভাগ সাজাচ্ছেন এটিকে মোহনবাগানের কোচ আন্তেনিও লোপেজ হাবাস । গত আইএসএলের সোনার বলের মালিক রয় কৃষ্ণ এবারও পুরানো দলে । দুরন্ত পারফরম্যান্স করে চলেছেন তিনি । ফিজিয়ান স্ট্রাইকার প্রথম বছর 15 টি গোল করার পরে গত মরসুমে 23 ম্যাচে 22টি গোল করেন। কৃষ্ণ ফের সবুজ মেরুন জার্সি পড়ার সিদ্ধান্ত নেওয়ার পরে জানিয়েছেন, "সদস্য সমর্থকদের ভালোবাসায় কলকাতা এখন আমার দ্বিতীয় বাড়ি । তবে কোভিড পরিস্থিতির কারণে এই শহরে আসার বিষয়ে সংশয়ে ছিলাম । কিন্তু টিম ম্যানেজমেন্ট এবং দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার আশ্বাসে দল পরিবর্তনের সিদ্ধান্ত বদল করি । তাছাড়া আন্তেনিও লোপেজ হাবাসের কোচিংয়ে টানা তিন বছর খেলতে চলেছি । দু'জনেই পরস্পরকে জানি । গতবছর আমরা কঠিন পরিশ্রম করেছিলাম । এই মরসুমে ফের কোচ এবং সব ফুটবলারকে পরিশ্রম করতে হবে ।" ফিজিয়ান স্ট্রাইকার আরও বলেন, "ট্রফি জয়ের জন্য নিজের সেরাটা দিয়ে থাকি আমি । প্রতিটি ম্যাচ জেতার চেষ্টা করি । গত মরসুমে ভাল খেলা সত্ত্বেও আমরা ট্রফি জিততে পারিনি । এবছর আমরা এএফসি কাপে খেলব । এশিয়া মহাদেশে নিজেদের প্রতিষ্ঠা করার সেরা সুযোগ আমাদের । ভাল ফল করার ব্যাপারে আত্মবিশ্বাসী আমি ।"

প্রথমবার এএফসি কাপ খেলার সুযোগ পাওয়ায় খুশি রয় কৃষ্ণ । দল এই মরসুমে একাধিক ভাল ফুটবলারকে স্বাক্ষর করিয়েছে, তিনি জানেন । তাই এএফসি কাপের পরের রাউন্ডে যাওয়াকে প্রাথমিক লক্ষ্য করছেন ফিজিয়ান স্ট্রাইকার । নিজের দেশ ফিজিতে কোভিড পরিস্থিতি খারাপ হলেও তার মধ্যেও নিজেকে ফিট রাখার চেষ্টা করছেন । দ্রুত দলের সঙ্গে যোগ দিয়ে এএফসি কাপের জন্য নিজেকে প্রস্তুত করতে চান রয় কৃষ্ণ ।

এদিকে কলকাতায় পা দেওয়ার চব্বিশ ঘণ্টার মধ্যে মাঠে নেমে পড়েছিলেন আন্তেনিও লোপেজ হাবাস । গত কয়েকদিন ধরেই দলকে তৈরি করার কাজে ব্যস্ত তিনি । যুবভারতী ক্রীড়াঙ্গনের প্র্যাকটিস গ্রাউন্ডে এটিকে মোহনবাগানের স্প্যানিশ হেডস্যার বিকেল পাচটায় দলবল নিয়ে প্রতিদিন নেমে পড়ছেন । বায়োবাবলের মধ্যে থেকে অনুশীলন, তাই সংবাদমাধ্যমের প্রবেশ নিষেধ । নতুন মরসুমে আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার চ্যালেঞ্জ রয়েছে তাঁর সামনে। পাশাপাশি এএফসি কাপে ভাল পারফরম্যান্সের বাড়তি তাগিদ রয়েছে সবুজ মেরুন শিবিরে । 18 অগস্ট মালদ্বীপে এএফসি কাপের খেলা শুরু । তার আগে হাতে সময় কম । তাই দলকে গড়ে তোলায় সামান্য সময়কে সম্পূর্ণভাবে কাজে লাগাতে চাইছেন হাবাস । তবে হাতে সময় কম বলে নিজের দর্শন বদল করেননি স্প্যানিশ কোচ । দেড় ঘণ্টার অনুশীলনের মেজাজ বেধে রাখছেন হার্ডটাস্ক মানসিকতায় । দলের সব ফুটবলার উপস্থিত থাকলেও প্রথম দিনের অনুশীলনে অনুপস্থিত ছিলেন হুগো বুমোস । সেদিন গভীর রাতে শহরে পা দিয়েছেন তিনি । ফলে রাত জাগার ক্লান্তি ছিল । তাই হুগো বুমোসকে অনুশীলন থেকে ছুটি দিয়েছিলেন হাবাস । কিন্তু তিনিও বুধবার থেকে পুরোদমে মাঠে নেমে পড়েছেন ।

আরও পড়ুন: বাঙালির উজ্জ্বল ইতিহাস, মোহনবাগান দিবস জাতীয় উত্তরণের লগ্ন

আপাতত অমরিন্দার সিং, অরিন্দম ভট্টাচার্য, লিস্টন কোলাসো, মনবীর সিং, প্রীতম কোটাল, শুভাশিস রায়চৌধুরী সহ প্রায় সব ভারতীয় ফুটবলাররা রয়েছেন হাবাসের অনুশীলনে । তবে আকর্ষণের কেন্দ্রে সদ্য ইউরো কাপ খেলে আসা ফিনল্যান্ডের জনি কাউকো । মূলত তিনটি ভাগে অনুশীলন করানো হচ্ছে । শারীরিক সক্ষমতার ওপর জোর দেওয়া হচ্ছে । দলের গোলরক্ষক অমরিন্দার, অরিন্দমদের জন্য আলাদা অনুশীলন করানো হচ্ছে । পাশাপাশি ওয়েট ট্রেনিং এবং গোল লক্ষ্য করে শট নেওয়া অনুশীলন করাচ্ছেন হাবাস । এখানেই নজর কাড়ছেন কাউকো । ফিনল্যান্ডের মিডফিল্ডার দলের জুনিয়র ফুটবলারদের সঙ্গে প্রথম দিন থেকেই মিশে গিয়েছেন । তাঁদের ভুলত্রুটি শুধরে দিচ্ছেন । ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে দলের তরুণতম ফুটবলারদের সঙ্গে কাউকোর মতো তারকাকে মিশিয়ে দেওয়ার পরিকল্পনা হাবাসের ব্রেন চাইল্ড । নতুন মরসুমের আইএসএলে 18 জনের দলে 2 জন, সবমিলিয়ে 4 জন জুনিয়র ফুটবলার রাখা বাধ্যতামূলক । সেই জন্য কাউকোদের সঙ্গে 6 জন জুনিয়র ফুটবলারকে ট্রায়ালে ডাকা হয়েছিল । এএফসি কাপের প্রস্তুতির ফাঁকে ভবিষ্যত প্রজন্মকে গড়ে তোলার কাজটি একই সঙ্গে শুরু করেছেন হাবাস ।

কলকাতা, 30 জুলাই : একা রয় কৃষ্ণে রক্ষা নেই, জনি কাউকো, হুগো বুমোস দোসর । তিন বিদেশি নিয়েই আক্রমণভাগ সাজাচ্ছেন এটিকে মোহনবাগানের কোচ আন্তেনিও লোপেজ হাবাস । গত আইএসএলের সোনার বলের মালিক রয় কৃষ্ণ এবারও পুরানো দলে । দুরন্ত পারফরম্যান্স করে চলেছেন তিনি । ফিজিয়ান স্ট্রাইকার প্রথম বছর 15 টি গোল করার পরে গত মরসুমে 23 ম্যাচে 22টি গোল করেন। কৃষ্ণ ফের সবুজ মেরুন জার্সি পড়ার সিদ্ধান্ত নেওয়ার পরে জানিয়েছেন, "সদস্য সমর্থকদের ভালোবাসায় কলকাতা এখন আমার দ্বিতীয় বাড়ি । তবে কোভিড পরিস্থিতির কারণে এই শহরে আসার বিষয়ে সংশয়ে ছিলাম । কিন্তু টিম ম্যানেজমেন্ট এবং দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার আশ্বাসে দল পরিবর্তনের সিদ্ধান্ত বদল করি । তাছাড়া আন্তেনিও লোপেজ হাবাসের কোচিংয়ে টানা তিন বছর খেলতে চলেছি । দু'জনেই পরস্পরকে জানি । গতবছর আমরা কঠিন পরিশ্রম করেছিলাম । এই মরসুমে ফের কোচ এবং সব ফুটবলারকে পরিশ্রম করতে হবে ।" ফিজিয়ান স্ট্রাইকার আরও বলেন, "ট্রফি জয়ের জন্য নিজের সেরাটা দিয়ে থাকি আমি । প্রতিটি ম্যাচ জেতার চেষ্টা করি । গত মরসুমে ভাল খেলা সত্ত্বেও আমরা ট্রফি জিততে পারিনি । এবছর আমরা এএফসি কাপে খেলব । এশিয়া মহাদেশে নিজেদের প্রতিষ্ঠা করার সেরা সুযোগ আমাদের । ভাল ফল করার ব্যাপারে আত্মবিশ্বাসী আমি ।"

প্রথমবার এএফসি কাপ খেলার সুযোগ পাওয়ায় খুশি রয় কৃষ্ণ । দল এই মরসুমে একাধিক ভাল ফুটবলারকে স্বাক্ষর করিয়েছে, তিনি জানেন । তাই এএফসি কাপের পরের রাউন্ডে যাওয়াকে প্রাথমিক লক্ষ্য করছেন ফিজিয়ান স্ট্রাইকার । নিজের দেশ ফিজিতে কোভিড পরিস্থিতি খারাপ হলেও তার মধ্যেও নিজেকে ফিট রাখার চেষ্টা করছেন । দ্রুত দলের সঙ্গে যোগ দিয়ে এএফসি কাপের জন্য নিজেকে প্রস্তুত করতে চান রয় কৃষ্ণ ।

এদিকে কলকাতায় পা দেওয়ার চব্বিশ ঘণ্টার মধ্যে মাঠে নেমে পড়েছিলেন আন্তেনিও লোপেজ হাবাস । গত কয়েকদিন ধরেই দলকে তৈরি করার কাজে ব্যস্ত তিনি । যুবভারতী ক্রীড়াঙ্গনের প্র্যাকটিস গ্রাউন্ডে এটিকে মোহনবাগানের স্প্যানিশ হেডস্যার বিকেল পাচটায় দলবল নিয়ে প্রতিদিন নেমে পড়ছেন । বায়োবাবলের মধ্যে থেকে অনুশীলন, তাই সংবাদমাধ্যমের প্রবেশ নিষেধ । নতুন মরসুমে আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার চ্যালেঞ্জ রয়েছে তাঁর সামনে। পাশাপাশি এএফসি কাপে ভাল পারফরম্যান্সের বাড়তি তাগিদ রয়েছে সবুজ মেরুন শিবিরে । 18 অগস্ট মালদ্বীপে এএফসি কাপের খেলা শুরু । তার আগে হাতে সময় কম । তাই দলকে গড়ে তোলায় সামান্য সময়কে সম্পূর্ণভাবে কাজে লাগাতে চাইছেন হাবাস । তবে হাতে সময় কম বলে নিজের দর্শন বদল করেননি স্প্যানিশ কোচ । দেড় ঘণ্টার অনুশীলনের মেজাজ বেধে রাখছেন হার্ডটাস্ক মানসিকতায় । দলের সব ফুটবলার উপস্থিত থাকলেও প্রথম দিনের অনুশীলনে অনুপস্থিত ছিলেন হুগো বুমোস । সেদিন গভীর রাতে শহরে পা দিয়েছেন তিনি । ফলে রাত জাগার ক্লান্তি ছিল । তাই হুগো বুমোসকে অনুশীলন থেকে ছুটি দিয়েছিলেন হাবাস । কিন্তু তিনিও বুধবার থেকে পুরোদমে মাঠে নেমে পড়েছেন ।

আরও পড়ুন: বাঙালির উজ্জ্বল ইতিহাস, মোহনবাগান দিবস জাতীয় উত্তরণের লগ্ন

আপাতত অমরিন্দার সিং, অরিন্দম ভট্টাচার্য, লিস্টন কোলাসো, মনবীর সিং, প্রীতম কোটাল, শুভাশিস রায়চৌধুরী সহ প্রায় সব ভারতীয় ফুটবলাররা রয়েছেন হাবাসের অনুশীলনে । তবে আকর্ষণের কেন্দ্রে সদ্য ইউরো কাপ খেলে আসা ফিনল্যান্ডের জনি কাউকো । মূলত তিনটি ভাগে অনুশীলন করানো হচ্ছে । শারীরিক সক্ষমতার ওপর জোর দেওয়া হচ্ছে । দলের গোলরক্ষক অমরিন্দার, অরিন্দমদের জন্য আলাদা অনুশীলন করানো হচ্ছে । পাশাপাশি ওয়েট ট্রেনিং এবং গোল লক্ষ্য করে শট নেওয়া অনুশীলন করাচ্ছেন হাবাস । এখানেই নজর কাড়ছেন কাউকো । ফিনল্যান্ডের মিডফিল্ডার দলের জুনিয়র ফুটবলারদের সঙ্গে প্রথম দিন থেকেই মিশে গিয়েছেন । তাঁদের ভুলত্রুটি শুধরে দিচ্ছেন । ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে দলের তরুণতম ফুটবলারদের সঙ্গে কাউকোর মতো তারকাকে মিশিয়ে দেওয়ার পরিকল্পনা হাবাসের ব্রেন চাইল্ড । নতুন মরসুমের আইএসএলে 18 জনের দলে 2 জন, সবমিলিয়ে 4 জন জুনিয়র ফুটবলার রাখা বাধ্যতামূলক । সেই জন্য কাউকোদের সঙ্গে 6 জন জুনিয়র ফুটবলারকে ট্রায়ালে ডাকা হয়েছিল । এএফসি কাপের প্রস্তুতির ফাঁকে ভবিষ্যত প্রজন্মকে গড়ে তোলার কাজটি একই সঙ্গে শুরু করেছেন হাবাস ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.