ETV Bharat / sports

যতদিন খেলব একশো শতাংশ দেব, জন্মদিনে অনুরাগীদের প্রতিশ্রুতি রোনাল্ডোর

শুক্রবার 36 বছরে পা দিয়েছেন পর্তুগিজ ফুটবল মহাতারকা ৷

Cristiano Ronaldo
Cristiano Ronaldo
author img

By

Published : Feb 6, 2021, 11:40 AM IST

তুরিন, 6 ফেব্রুয়ারি : জন্মদিনে ধন্যবাদ জানাতে গিয়ে অনুরাগীদের প্রতিশ্রুতি দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ বললেন, যতদিন খেলবেন ততদিন মাঠে নিজের একশো শতাংশ উজার করে দেবেন ৷ পাশাপাশি 36তম জন্মদিনে প্রথম ক্লাব, প্রথম গোল সবকিছুরই স্মৃতিচারণা করেছেন তিনি ৷

জীবনের 35টা বসন্ত পার করে শুক্রবারই 36 বছরে পা দিয়েছেন ফুটবল মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ জুভেন্তাস তারকাকে দেখে তা অবশ্য বোঝার উপায় নেই ৷ এই বয়সেও সিরি আ-তে নিয়মিতভাবে গোল করে যাচ্ছেন ৷ এমনকী রোনাল্ডোর নিজেরই বিশ্বাস হচ্ছে না এতগুলো বছর কীভাবে কাটিয়ে দিলেন ৷ তবে স্বাভাবিক নিয়মেই একদিন বিদায় নিতে হবে ৷ পেলে, মারাদোনা থেকে সচিন তেন্ডুলকর, সবাইকেই একদিন প্রিয় খেলাকে বিদায় জানাতে হয়েছে ৷ অনুরাগীদের এই সত্যিটা বুঝিয়ে রোনাল্ডো লিখেছেন, "তোমরা আমাকে অসীম ভালোবাসা দিয়েছ ৷ পেয়েছি নিঃস্বার্থ সমর্থন ৷ এর জন্য কোনও ধন্যবাদই যথেষ্ট নয় ৷ 36 বছরের জন্মদিন পালন করছি ৷ একইসঙ্গে 20 বছর পেশাদার ফুটবল জগতে কাটিয়ে দিলাম ৷ আমি তোমাদের কখনওই বলতে পারি না যে এখান থেকে আরও কুড়ি বছর খেলব ৷ তবে যখনই মাঠে নামব একশো শতাংশ দেব, এটুকু প্রতিশ্রুতি দিতে পারি ৷"

আরও পড়ুন : ঘর সামলে আক্রমণে কলিঙ্গ জয়ের ছক হাবাসের

পর্তুগালের মাদেইরা থেকে ইট্যালির তুরিন ৷ যাত্রাটা অবিশ্বাস্য মনে হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ৷ বান্ধবী ও চার ছেলেমেয়ের সঙ্গে 36তম জন্মদিন পালন করে স্মৃতির পাতাটা আরও একবার পালটে দেখলেন ৷ প্রথম গোল, প্রথম ক্লাবের অনুভূতিটা কেমন ছিল জানিয়েছেন তিনি ৷ রোনাল্ডোর কথায়, "36 বছরের হয়ে গেলাম ! বিশ্বাসই হচ্ছে না ৷ মনে হচ্ছে এই তো কাল শুরু হল ৷ তবে যাত্রাটা ভীষণ রোমাঞ্চকর ছিল ৷ আমার প্রথম বল, প্রথম টিম, প্রথম গোল ৷ সময় কীভাবে পার হয়ে গেল বুঝতেই পারলাম না ৷ মাদেইরা থেকে লিসবন, সেখান থেকে ম্যাঞ্চেস্টার, এরপর মাদ্রিদ, তারপর তুরিন ৷ সবটা আমার হৃদয়ে রয়েছে ৷"

তুরিন, 6 ফেব্রুয়ারি : জন্মদিনে ধন্যবাদ জানাতে গিয়ে অনুরাগীদের প্রতিশ্রুতি দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ বললেন, যতদিন খেলবেন ততদিন মাঠে নিজের একশো শতাংশ উজার করে দেবেন ৷ পাশাপাশি 36তম জন্মদিনে প্রথম ক্লাব, প্রথম গোল সবকিছুরই স্মৃতিচারণা করেছেন তিনি ৷

জীবনের 35টা বসন্ত পার করে শুক্রবারই 36 বছরে পা দিয়েছেন ফুটবল মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ জুভেন্তাস তারকাকে দেখে তা অবশ্য বোঝার উপায় নেই ৷ এই বয়সেও সিরি আ-তে নিয়মিতভাবে গোল করে যাচ্ছেন ৷ এমনকী রোনাল্ডোর নিজেরই বিশ্বাস হচ্ছে না এতগুলো বছর কীভাবে কাটিয়ে দিলেন ৷ তবে স্বাভাবিক নিয়মেই একদিন বিদায় নিতে হবে ৷ পেলে, মারাদোনা থেকে সচিন তেন্ডুলকর, সবাইকেই একদিন প্রিয় খেলাকে বিদায় জানাতে হয়েছে ৷ অনুরাগীদের এই সত্যিটা বুঝিয়ে রোনাল্ডো লিখেছেন, "তোমরা আমাকে অসীম ভালোবাসা দিয়েছ ৷ পেয়েছি নিঃস্বার্থ সমর্থন ৷ এর জন্য কোনও ধন্যবাদই যথেষ্ট নয় ৷ 36 বছরের জন্মদিন পালন করছি ৷ একইসঙ্গে 20 বছর পেশাদার ফুটবল জগতে কাটিয়ে দিলাম ৷ আমি তোমাদের কখনওই বলতে পারি না যে এখান থেকে আরও কুড়ি বছর খেলব ৷ তবে যখনই মাঠে নামব একশো শতাংশ দেব, এটুকু প্রতিশ্রুতি দিতে পারি ৷"

আরও পড়ুন : ঘর সামলে আক্রমণে কলিঙ্গ জয়ের ছক হাবাসের

পর্তুগালের মাদেইরা থেকে ইট্যালির তুরিন ৷ যাত্রাটা অবিশ্বাস্য মনে হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ৷ বান্ধবী ও চার ছেলেমেয়ের সঙ্গে 36তম জন্মদিন পালন করে স্মৃতির পাতাটা আরও একবার পালটে দেখলেন ৷ প্রথম গোল, প্রথম ক্লাবের অনুভূতিটা কেমন ছিল জানিয়েছেন তিনি ৷ রোনাল্ডোর কথায়, "36 বছরের হয়ে গেলাম ! বিশ্বাসই হচ্ছে না ৷ মনে হচ্ছে এই তো কাল শুরু হল ৷ তবে যাত্রাটা ভীষণ রোমাঞ্চকর ছিল ৷ আমার প্রথম বল, প্রথম টিম, প্রথম গোল ৷ সময় কীভাবে পার হয়ে গেল বুঝতেই পারলাম না ৷ মাদেইরা থেকে লিসবন, সেখান থেকে ম্যাঞ্চেস্টার, এরপর মাদ্রিদ, তারপর তুরিন ৷ সবটা আমার হৃদয়ে রয়েছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.