ETV Bharat / sports

ম্যাচ সেরার পুরস্কার ‘‘মা’’-কে উৎসর্গ অরিন্দমের

author img

By

Published : Dec 30, 2020, 9:21 PM IST

একাধিকবার দলের পতন রক্ষা করে ম্যাচের সেরা তিনি । অভিনন্দনের হাত এগিয়ে এসেছে । সতীর্থরা ধন্যবাদ জানিয়েছেন সাজঘরে । বছর শেষে সুখী সাজঘরের ছবি দেখে খুশি অরিন্দমও ।

অরিন্দম ভট্টাচার্য
অরিন্দম ভট্টাচার্য

কলকাতা, 30 ডিসেম্বর : আন্তেনিও লোপেজ হাবাস বলছেন, তাঁর দলের ডিফেন্ডারদের পারফরম্যান্স প্রত্যাশিত মানে পৌঁছায়নি । তা সত্ত্বেও এক পয়েন্ট ঘরে তোলা গিয়েছে দেখে তিনি খুশি । পয়েন্ট টেবিলের শীর্ষে এটিকে-মোহনবাগান । পুরো দল যখন চেন্নায়িন এফসির বিরুদ্ধে ছন্দহীনভাবে ব্যাকফুটে তখন পারফরম্যান্সের তুঙ্গে উঠে পয়েন্ট তুলে নিয়ে এল অরিন্দম ভট্টাচার্যের দুটো হাত ।

একাধিকবার দলের পতন রক্ষা করে ম্যাচের সেরা তিনি । অভিনন্দনের হাত এগিয়ে এসেছে । সতীর্থরা ধন্যবাদ জানিয়েছেন সাজঘরে । বছর শেষে সুখী সাজঘরের ছবি দেখে খুশি অরিন্দমও । এখানেই শেষ নয়, চেন্নায়িনের বিরুদ্ধে পাওয়া ম্যাচের সেরার পুরস্কার ‘‘মা’’কে উৎসর্গ করেছেন ।" বলেন, "আজ বুধবার আমার মা, অন্তরা ভট্টাচার্যের জন্মদিন । হোটেলে ফিরে ভিডিয়ো কলে মায়ের কেক কাটা দেখেছি । বলেছি এবার অনুপস্থিত, তাই ম্যাচের সেরার পুরস্কার তোমাকে উৎসর্গ করছি । বাবা মারা যাওয়ার পর মা আমার অনুপ্রেরণা ।"

আরও পড়ুন : গোলশূন্য ম্যাচে সেরা অরিন্দম, দুরন্ত লড়াইয়ে উপভোগ্য ম্যাচ

12টি ম্যাচে অপরাজিত থাকার নজির গড়তে চান । ইতিমধ্যে অরিন্দম ছয়টি ম্যাচে অপরাজিত । সামনে নর্থ ইস্ট ইউনাইটেড । দলের খামতি সরিয়ে ঘুরে দাঁড়ানোর কথা রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামসদের মুখে । গত মরশুমের আইএসএলের ফাইনালে চেন্নায়িনের বিরুদ্ধেও সেরা হয়েছিলেন অরিন্দম । চেন্নাইয়ের দলটির বিরুদ্ধে দু’বার সেরার পুরস্কার পাওয়ার আনন্দ থাকলেও তুলনা চান না । কারণ গতবছর দুর্ভেদ্য না হলে চ্যাম্পিয়ন হওয়া হত না । এবার ভূমিকায় ত্রুটি থাকলে শূন্য হাতে ফিরতে হত । তাই বছর শেষে অপরাজিত থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে পৌঁছানো সম্ভব হয়েছে দেখে খুশি অরিন্দম ভট্টাচার্য ।

কলকাতা, 30 ডিসেম্বর : আন্তেনিও লোপেজ হাবাস বলছেন, তাঁর দলের ডিফেন্ডারদের পারফরম্যান্স প্রত্যাশিত মানে পৌঁছায়নি । তা সত্ত্বেও এক পয়েন্ট ঘরে তোলা গিয়েছে দেখে তিনি খুশি । পয়েন্ট টেবিলের শীর্ষে এটিকে-মোহনবাগান । পুরো দল যখন চেন্নায়িন এফসির বিরুদ্ধে ছন্দহীনভাবে ব্যাকফুটে তখন পারফরম্যান্সের তুঙ্গে উঠে পয়েন্ট তুলে নিয়ে এল অরিন্দম ভট্টাচার্যের দুটো হাত ।

একাধিকবার দলের পতন রক্ষা করে ম্যাচের সেরা তিনি । অভিনন্দনের হাত এগিয়ে এসেছে । সতীর্থরা ধন্যবাদ জানিয়েছেন সাজঘরে । বছর শেষে সুখী সাজঘরের ছবি দেখে খুশি অরিন্দমও । এখানেই শেষ নয়, চেন্নায়িনের বিরুদ্ধে পাওয়া ম্যাচের সেরার পুরস্কার ‘‘মা’’কে উৎসর্গ করেছেন ।" বলেন, "আজ বুধবার আমার মা, অন্তরা ভট্টাচার্যের জন্মদিন । হোটেলে ফিরে ভিডিয়ো কলে মায়ের কেক কাটা দেখেছি । বলেছি এবার অনুপস্থিত, তাই ম্যাচের সেরার পুরস্কার তোমাকে উৎসর্গ করছি । বাবা মারা যাওয়ার পর মা আমার অনুপ্রেরণা ।"

আরও পড়ুন : গোলশূন্য ম্যাচে সেরা অরিন্দম, দুরন্ত লড়াইয়ে উপভোগ্য ম্যাচ

12টি ম্যাচে অপরাজিত থাকার নজির গড়তে চান । ইতিমধ্যে অরিন্দম ছয়টি ম্যাচে অপরাজিত । সামনে নর্থ ইস্ট ইউনাইটেড । দলের খামতি সরিয়ে ঘুরে দাঁড়ানোর কথা রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামসদের মুখে । গত মরশুমের আইএসএলের ফাইনালে চেন্নায়িনের বিরুদ্ধেও সেরা হয়েছিলেন অরিন্দম । চেন্নাইয়ের দলটির বিরুদ্ধে দু’বার সেরার পুরস্কার পাওয়ার আনন্দ থাকলেও তুলনা চান না । কারণ গতবছর দুর্ভেদ্য না হলে চ্যাম্পিয়ন হওয়া হত না । এবার ভূমিকায় ত্রুটি থাকলে শূন্য হাতে ফিরতে হত । তাই বছর শেষে অপরাজিত থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে পৌঁছানো সম্ভব হয়েছে দেখে খুশি অরিন্দম ভট্টাচার্য ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.