ETV Bharat / sports

ISL: গোয়ায় লাল-হলুদ শিবিরে যোগ দিলেন অরিন্দম

author img

By

Published : Oct 4, 2021, 6:24 PM IST

সেপ্টেম্বরের শুরুতে এসসি ইস্টবেঙ্গলে যোগদান করেন অরিন্দম ৷ লাল-হলুদে যোগ দেওয়ার দিন কয়েকের মধ্যেই করোনায় সংক্রামিত হন এই বাঙালি গোলরক্ষক ৷ যদিও স্বল্প সময়ের মধ্যেই নিজেকে ফিট ঘোষণা করে মাঠে ফেরার বার্তা দিয়েছিলেন বাঙালি গোলরক্ষক ৷

ISL
গোয়ায় লাল-হলুদ শিবিরে যোগ দিলেন অরিন্দম

পানাজি, 4 অক্টোবর: প্রতীক্ষার অবসান ৷ অবশেষে এসসি ইস্টবেঙ্গলের জার্সি গায়ে চাপিয়ে আইএসএল খেলতে গোয়া পৌঁছে গেলেন অরিন্দম ভট্টাচার্য ৷ রবিবারই গোয়া ভিলাজিওতে পৌঁছেছেন সদ্য লাল-হলুদে যোগ দেওয়া গোলরক্ষক ৷

সেপ্টেম্বরের শুরুতে এসসি ইস্টবেঙ্গলে যোগদান করেন এই বাঙালি গোলরক্ষক ৷ কেরালা ব্লাস্টার্স-সহ একাধিক আইএসএল ক্লাবের অফার অরিন্দমের কাছে থাকলেও শেষবেলায় বাজিমাত করে যায় লাল-হলুদের বিনিয়োগকারীরা ৷ এটিকে-মোহনবাগান জার্সিতে গতবার আইএসএলে গোল্ডেন গ্লাভস জয়ী গোলরক্ষককে দলে পেয়ে উৎসাহে মেতে ওঠে ইস্টবেঙ্গল জনতা ৷

কিন্তু লাল-হলুদে যোগ দেওয়ার দিনকয়েকের মধ্যেই করোনা সংক্রামিত হন এই বাঙালি গোলরক্ষক ৷ উদ্বেগ বাড়ে ইস্টবেঙ্গল শিবিরে ৷ তবে স্বল্প সময়ের মধ্যেই নিজেকে ফিট ঘোষণা করে দ্রুত মাঠে ফেরার বার্তা দিয়েছিলেন লাল-হলুদ দুর্গের শেষ প্রহরী ৷ রবিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে গোয়া উড়ে যাওয়ার কথা জানান 32 বছর বয়সী গোলরক্ষক ৷

এরপর বিকেলের দিকে এসসি ইস্টবেঙ্গলের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে টিম হোটেলে অরিন্দমের যোগ দেওয়ার খবরটি নিশ্চিত করা হয় ৷ কোয়ারেন্টাইন পর্ব শেষ করে অনুশীলনে যোগ দেবেন তিনি ৷ নাইজিরিয়ান চিমা ছাড়া ইতিমধ্যেই গোয়ায় টিম হোটেলে পৌঁছে গিয়েছেন লাল-হলুদের পাঁচ বিদেশিও ৷ আগেই সাপোর্ট স্টাফ-সহযোগে গোয়া পৌঁছে গিয়েছিলেন নয়া কোচ মানোলো দিয়াজ ৷

আরও পড়ুন: সালাহর দৃষ্টিনন্দন গোলেও নিষ্ফলা লিভারপুল-ম্যান সিটি থ্রিলার

মহম্মদ রফিক, শুভ ঘোষ-সহ ইস্টবেঙ্গলের বাকি বঙ্গব্রিগেড আইএসএল ভেনুতে পৌঁছে গিয়েছিল 30 সেপ্টেম্বর ৷ আগামী 21 নভেম্বর জামশেদপুর এফসির বিরুদ্ধে আইএসএল অভিযান শুরু করবে লাল-হলুদ ৷

পানাজি, 4 অক্টোবর: প্রতীক্ষার অবসান ৷ অবশেষে এসসি ইস্টবেঙ্গলের জার্সি গায়ে চাপিয়ে আইএসএল খেলতে গোয়া পৌঁছে গেলেন অরিন্দম ভট্টাচার্য ৷ রবিবারই গোয়া ভিলাজিওতে পৌঁছেছেন সদ্য লাল-হলুদে যোগ দেওয়া গোলরক্ষক ৷

সেপ্টেম্বরের শুরুতে এসসি ইস্টবেঙ্গলে যোগদান করেন এই বাঙালি গোলরক্ষক ৷ কেরালা ব্লাস্টার্স-সহ একাধিক আইএসএল ক্লাবের অফার অরিন্দমের কাছে থাকলেও শেষবেলায় বাজিমাত করে যায় লাল-হলুদের বিনিয়োগকারীরা ৷ এটিকে-মোহনবাগান জার্সিতে গতবার আইএসএলে গোল্ডেন গ্লাভস জয়ী গোলরক্ষককে দলে পেয়ে উৎসাহে মেতে ওঠে ইস্টবেঙ্গল জনতা ৷

কিন্তু লাল-হলুদে যোগ দেওয়ার দিনকয়েকের মধ্যেই করোনা সংক্রামিত হন এই বাঙালি গোলরক্ষক ৷ উদ্বেগ বাড়ে ইস্টবেঙ্গল শিবিরে ৷ তবে স্বল্প সময়ের মধ্যেই নিজেকে ফিট ঘোষণা করে দ্রুত মাঠে ফেরার বার্তা দিয়েছিলেন লাল-হলুদ দুর্গের শেষ প্রহরী ৷ রবিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে গোয়া উড়ে যাওয়ার কথা জানান 32 বছর বয়সী গোলরক্ষক ৷

এরপর বিকেলের দিকে এসসি ইস্টবেঙ্গলের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে টিম হোটেলে অরিন্দমের যোগ দেওয়ার খবরটি নিশ্চিত করা হয় ৷ কোয়ারেন্টাইন পর্ব শেষ করে অনুশীলনে যোগ দেবেন তিনি ৷ নাইজিরিয়ান চিমা ছাড়া ইতিমধ্যেই গোয়ায় টিম হোটেলে পৌঁছে গিয়েছেন লাল-হলুদের পাঁচ বিদেশিও ৷ আগেই সাপোর্ট স্টাফ-সহযোগে গোয়া পৌঁছে গিয়েছিলেন নয়া কোচ মানোলো দিয়াজ ৷

আরও পড়ুন: সালাহর দৃষ্টিনন্দন গোলেও নিষ্ফলা লিভারপুল-ম্যান সিটি থ্রিলার

মহম্মদ রফিক, শুভ ঘোষ-সহ ইস্টবেঙ্গলের বাকি বঙ্গব্রিগেড আইএসএল ভেনুতে পৌঁছে গিয়েছিল 30 সেপ্টেম্বর ৷ আগামী 21 নভেম্বর জামশেদপুর এফসির বিরুদ্ধে আইএসএল অভিযান শুরু করবে লাল-হলুদ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.