ETV Bharat / sports

সবুজ মেরুন জার্সিতে প্রথম আইএসএল ট্রফি ছোঁয়ার লক্ষ্যে হাবাস

author img

By

Published : Mar 12, 2021, 7:29 PM IST

প্রতিপক্ষ মুম্বই সিটি এফসিকে সমীহ করলেও দল যে জয়ের জন্য তৈরি তা মনে করিয়ে দিয়েছেন সবুজ মেরুন চাণক্য । দলের বাঙালি ব্রিগেড বলছে, প্রতিপক্ষের শক্তি লুকিয়ে সেটপিসের পারদর্শিতায় । হাবাসও প্রতিপক্ষকে নিয়ে ফুটবলারদের বিশ্লেষণের সঙ্গে একমত ।

সবুজ মেরুন জার্সিতে প্রথম আইএসএল ট্রফি ছোয়ার লক্ষ্যে হাবাস
সবুজ মেরুন জার্সিতে প্রথম আইএসএল ট্রফি ছোয়ার লক্ষ্যে হাবাস

গোয়া, 12 মার্চ : দুবারের আইএসএল জয়ী দলের কোচ তিনি ৷ আন্তোনিও লোপেজ হাবাসের তত্ত্বাবধানে দু'বার আইএসএল ট্রফি জিতেছে এটিকে ৷ তৃতীয়বারের জন্য আইএসএল জয়ের দোরগোড়ায় হাবাসের টিম ৷ তবে এবার এটিকের সঙ্গে জুড়েছে মোহনবাগানের নাম ৷ হাবাস চাইছেন আইএসএলের দুনিয়ায় আবির্ভাব লগ্নেই এটিকে মোহনবাগানকে ট্রফি জেতাতে ৷

ভালো খেলে ট্রফি জয় পাখির চোখ । এভাবেই মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ফাইনাল খেলার আগে নিজেদের লক্ষ্যের কথা জানালেন এটিকে মোহনবাগান কোচ হাবাস । পরপর দুবছর দেশের সর্বোচ্চ লিগের ফাইনাল । যা প্রমাণ করে সময় বদলায়, জার্সির রং বদল হয় কিন্তু মুন্ডিত মস্তক স্প্যানিশ কোচের ফুটবল বুদ্ধির শান বাড়ে । চলতি আইএসএলে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে লিগ পর্যায়ের দুটো ম্যাচে পরাজিত হয়েছে সবুজ মেরুন । তিন নম্বর সাক্ষাতে স্কোরবোর্ডে বদল এবং বদলা দুটোই চাইছেন রয় কৃষ্ণ, মনবীর, অরিন্দম, প্রণয়, প্রীতমরা । হাবাসের কথায়, "প্রথম পর্বে আমরা প্রথমে গোল করতে পারলে ম্যাচটা অন্যরকম হতে পারত । দ্বিতীয় ম্যাচে আমাদের ছোটভুলে বড় ক্ষতি হয়ে গিয়েছে । দুটো দলের মধ্যে গুণগত মানের পার্থক্য সামান্য । আমার দলের ওপর আমার আস্থা রয়েছে ৷" একইসঙ্গে যোগ করে বললেন, "আমি মনে করি না ফাইনালে নামার আগে মানসিকভাবে এগিয়ে থাকা গুরুত্বপূর্ণ । আমাদের দলে একাধিক ফুটবলার রয়েছে যাঁদের ফাইনাল খেলার অভিজ্ঞতা রয়েছে । মুম্বই দলে সেই সংখ্যাটা নেই বলেই জানি । আমার দলের প্রতি আমার বিশ্বাস রয়েছে । জিতে নায়ক হওয়ার সম্ভাবনা দলে বেশি রয়েছে ।"

আরও পড়ুন : করোনায় আক্রান্ত সুনীল ছেত্রী

প্রতিপক্ষ মুম্বই সিটি এফসিকে সমীহ করলেও দল যে জয়ের জন্য তৈরি তা মনে করিয়ে দিয়েছেন সবুজ মেরুন চাণক্য । দলের বাঙালি ব্রিগেড বলছে, প্রতিপক্ষের শক্তি লুকিয়ে সেটপিসের পারদর্শিতায় । হাবাসও প্রতিপক্ষকে নিয়ে ফুটবলারদের বিশ্লেষণের সঙ্গে একমত । তাঁর কথায়, "আমি মনে করি মুম্বইয়ের মোট গোলের 65-70 শতাংশ এসেছে সেটপিসের মুন্সিয়ানায় । তাই ওরা যাতে সেটপিস না পায় এবং পেলেও যাতে ফায়দা তুলতে না পারে সেই বিষয়ে সতর্ক থাকতে হবে ৷" এই নিয়ে মোট চারবার ফাইনাল খেলতে নামছেন রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামসরা । সেই অভিজ্ঞতার নিরিখে শনিবারের ফাইনাল সবুজ মেরুন শিবিরের কাছে শুধু একটা ম্যাচ ৷ বাড়তি কিছু নয় ।

তিন নম্বর সাক্ষাতে স্কোরবোর্ডে বদল এবং বদলা দুটোই চাইছেন রয় কৃষ্ণ, মনবীর, অরিন্দমরা
তিন নম্বর সাক্ষাতে স্কোরবোর্ডে বদল এবং বদলা দুটোই চাইছেন রয় কৃষ্ণ, মনবীর, অরিন্দমরা

চোটের জন্য এই ম্যাচেও নেই এডু গার্সিয়া । ছোট ভুলে বড় ক্ষতির ধাক্কা চলতি আইএসএলে বেশ কয়েকটি ম্যাচে এটিকে মোহনবাগানকে পেতে হয়েছে । টিম মিটিংয়ে এই ব্যাপারে আলোচনা করেছেন হাবাস । যেকোনও পরিস্থিতিতেই দলের খেলার ধরন নষ্ট না করার কথা ফুটবলারদের বলেছেন তিনি ।

প্রতিপক্ষ নিয়ে সতর্কতা সবুজ মেরুনে । একইভাবে কোচ লোবেরার ফুটবল জ্ঞানকে শ্রদ্ধা করছে তারা । মুম্বই সিটি এফসির খেলার ধরনে প্রতিপক্ষকে টেক্কা দেওয়ার অস্ত্র লুকিয়ে রয়েছে ৷ হাবাস আক্রমণ এবং রক্ষণের ভারসাম্যের ফুটবলে বিশ্বাস রাখেন । রয় কৃষ্ণদের হেডস্যার বলছেন, "ফুটবল ভারসাম্যের খেলা । আমি ফুটবলে শুধুমাত্র আক্রমণ কিংবা রক্ষণ সামলানোর বিষয়টি বুঝতে পারি না । শুধু বলব আমাদের প্রথম মিনিট থেকে মনসংযোগ করে যেতে হবে । কোনও মূল্যেই তা নষ্ট করা যাবে না ৷" মুম্বই সিটি এফসির জন্য বিশেষ পরিকল্পনা নেই বলেছেন হাবাস । বরং প্রতিপক্ষের এগারোজনকেই গুরুত্ব দিতে চান তিনি ।

গোয়া, 12 মার্চ : দুবারের আইএসএল জয়ী দলের কোচ তিনি ৷ আন্তোনিও লোপেজ হাবাসের তত্ত্বাবধানে দু'বার আইএসএল ট্রফি জিতেছে এটিকে ৷ তৃতীয়বারের জন্য আইএসএল জয়ের দোরগোড়ায় হাবাসের টিম ৷ তবে এবার এটিকের সঙ্গে জুড়েছে মোহনবাগানের নাম ৷ হাবাস চাইছেন আইএসএলের দুনিয়ায় আবির্ভাব লগ্নেই এটিকে মোহনবাগানকে ট্রফি জেতাতে ৷

ভালো খেলে ট্রফি জয় পাখির চোখ । এভাবেই মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ফাইনাল খেলার আগে নিজেদের লক্ষ্যের কথা জানালেন এটিকে মোহনবাগান কোচ হাবাস । পরপর দুবছর দেশের সর্বোচ্চ লিগের ফাইনাল । যা প্রমাণ করে সময় বদলায়, জার্সির রং বদল হয় কিন্তু মুন্ডিত মস্তক স্প্যানিশ কোচের ফুটবল বুদ্ধির শান বাড়ে । চলতি আইএসএলে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে লিগ পর্যায়ের দুটো ম্যাচে পরাজিত হয়েছে সবুজ মেরুন । তিন নম্বর সাক্ষাতে স্কোরবোর্ডে বদল এবং বদলা দুটোই চাইছেন রয় কৃষ্ণ, মনবীর, অরিন্দম, প্রণয়, প্রীতমরা । হাবাসের কথায়, "প্রথম পর্বে আমরা প্রথমে গোল করতে পারলে ম্যাচটা অন্যরকম হতে পারত । দ্বিতীয় ম্যাচে আমাদের ছোটভুলে বড় ক্ষতি হয়ে গিয়েছে । দুটো দলের মধ্যে গুণগত মানের পার্থক্য সামান্য । আমার দলের ওপর আমার আস্থা রয়েছে ৷" একইসঙ্গে যোগ করে বললেন, "আমি মনে করি না ফাইনালে নামার আগে মানসিকভাবে এগিয়ে থাকা গুরুত্বপূর্ণ । আমাদের দলে একাধিক ফুটবলার রয়েছে যাঁদের ফাইনাল খেলার অভিজ্ঞতা রয়েছে । মুম্বই দলে সেই সংখ্যাটা নেই বলেই জানি । আমার দলের প্রতি আমার বিশ্বাস রয়েছে । জিতে নায়ক হওয়ার সম্ভাবনা দলে বেশি রয়েছে ।"

আরও পড়ুন : করোনায় আক্রান্ত সুনীল ছেত্রী

প্রতিপক্ষ মুম্বই সিটি এফসিকে সমীহ করলেও দল যে জয়ের জন্য তৈরি তা মনে করিয়ে দিয়েছেন সবুজ মেরুন চাণক্য । দলের বাঙালি ব্রিগেড বলছে, প্রতিপক্ষের শক্তি লুকিয়ে সেটপিসের পারদর্শিতায় । হাবাসও প্রতিপক্ষকে নিয়ে ফুটবলারদের বিশ্লেষণের সঙ্গে একমত । তাঁর কথায়, "আমি মনে করি মুম্বইয়ের মোট গোলের 65-70 শতাংশ এসেছে সেটপিসের মুন্সিয়ানায় । তাই ওরা যাতে সেটপিস না পায় এবং পেলেও যাতে ফায়দা তুলতে না পারে সেই বিষয়ে সতর্ক থাকতে হবে ৷" এই নিয়ে মোট চারবার ফাইনাল খেলতে নামছেন রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামসরা । সেই অভিজ্ঞতার নিরিখে শনিবারের ফাইনাল সবুজ মেরুন শিবিরের কাছে শুধু একটা ম্যাচ ৷ বাড়তি কিছু নয় ।

তিন নম্বর সাক্ষাতে স্কোরবোর্ডে বদল এবং বদলা দুটোই চাইছেন রয় কৃষ্ণ, মনবীর, অরিন্দমরা
তিন নম্বর সাক্ষাতে স্কোরবোর্ডে বদল এবং বদলা দুটোই চাইছেন রয় কৃষ্ণ, মনবীর, অরিন্দমরা

চোটের জন্য এই ম্যাচেও নেই এডু গার্সিয়া । ছোট ভুলে বড় ক্ষতির ধাক্কা চলতি আইএসএলে বেশ কয়েকটি ম্যাচে এটিকে মোহনবাগানকে পেতে হয়েছে । টিম মিটিংয়ে এই ব্যাপারে আলোচনা করেছেন হাবাস । যেকোনও পরিস্থিতিতেই দলের খেলার ধরন নষ্ট না করার কথা ফুটবলারদের বলেছেন তিনি ।

প্রতিপক্ষ নিয়ে সতর্কতা সবুজ মেরুনে । একইভাবে কোচ লোবেরার ফুটবল জ্ঞানকে শ্রদ্ধা করছে তারা । মুম্বই সিটি এফসির খেলার ধরনে প্রতিপক্ষকে টেক্কা দেওয়ার অস্ত্র লুকিয়ে রয়েছে ৷ হাবাস আক্রমণ এবং রক্ষণের ভারসাম্যের ফুটবলে বিশ্বাস রাখেন । রয় কৃষ্ণদের হেডস্যার বলছেন, "ফুটবল ভারসাম্যের খেলা । আমি ফুটবলে শুধুমাত্র আক্রমণ কিংবা রক্ষণ সামলানোর বিষয়টি বুঝতে পারি না । শুধু বলব আমাদের প্রথম মিনিট থেকে মনসংযোগ করে যেতে হবে । কোনও মূল্যেই তা নষ্ট করা যাবে না ৷" মুম্বই সিটি এফসির জন্য বিশেষ পরিকল্পনা নেই বলেছেন হাবাস । বরং প্রতিপক্ষের এগারোজনকেই গুরুত্ব দিতে চান তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.