কলকাতা, 24 সেপ্টেম্বর : রিয়াল মাদ্রিদের কোচিং দলের প্রাক্তন সদস্য অ্যাঞ্জেলো পুবেলা গার্সিয়া চলতি মরসুমে এসসি ইস্টবেঙ্গলের সহকারী কোচের দায়িত্ব সামলাবেন ৷ কোচ ম্যানুয়েল মানোলো ডিয়াজের সহকারী হিসেবে কাজ করবেন তিনি ৷ শুক্রবার অ্যাঞ্জেলো গার্সিয়ার নাম অফিসিয়ালি ঘোষণা করেছে এসসি ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ ৷ লাল হলুদ ফুটবলারদের শক্তি এবং ফিটনেস নিয়ে তিনি কাজ করবেন ৷
প্রায় দু’দশকের কাছাকাছি সময় বিশ্ববিখ্যাত কোচেদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে গার্সিয়ার ৷ সেই তালিকায় রিয়াল মাদ্রিদের প্রাক্তন কোচ ভিনসেন্ট দেল বস্কো, রাফায়েল বেনিতেজের মতো ব্যক্তিত্বদের নাম রয়েছে ৷ 1993-94 মরসুমে দেল বস্কোর সঙ্গে কাজ করেছিলেন গার্সিয়া ৷ বেনিতেজের সঙ্গে রিয়াল মাদ্রিদ এবং রিয়াল ভালাডোলিডে 1994-96 পর্যন্ত কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ৷ উয়েফা প্রো লাইসেন্স ডিগ্রিধারী গার্সিয়ার ক্রীড়াবিজ্ঞান, ফিটনেস এবং কন্ডিশনিং-সহ একাধিক বিষয়ে পারদর্শিতা রয়েছে ৷ দাভিদ ভিয়া এবং দাভিদ সিলভার সঙ্গেও কাজ করেছেন গার্সিয়া ৷ 2008 সালে জর্জিয়ার জাতীয় দলের সঙ্গেও কাজ করেছিলেন ৷
আরও পড়ুন : CFL : ডুরান্ডের পর কলকাতা লিগ, ভবানীপুরের বিরুদ্ধে হার মহমেডানের
এসসি ইস্টবেঙ্গলের সহকারী কোচের দায়িত্ব পেয়ে খুশি অ্যাঞ্জেলো পুবেলা গার্সিয়া ৷ তিনি বলেন, ‘‘ইস্টবেঙ্গলের মত বিখ্যাত ক্লাবের সঙ্গে যুক্ত হতে পেরে আমি গর্বিত ৷ আমি কয়েকটি বিখ্যাত ক্লাব এবং বিখ্যাত কোচের সঙ্গে কাজ করেছি ৷ আমি জানি কীভাবে জয়ের মানসিকতা গড়ে তুলতে হয় ৷ সেই চেষ্টা আমি ইস্টবেঙ্গলে করব ৷ আমি এই নতুন চ্যালেঞ্জ নিতে তৈরি এবং কাজ শুরু করতে মুখিয়ে রয়েছি ৷’’
আরও পড়ুন : Durand Cup: গোকুলামকে হারিয়ে ডুরান্ড কাপের সেমি’তে মহামেডান
গার্সিয়া রিয়াল ভালাডোলিড অ্যাকাডেমিতে সিইও’র দায়িত্ব সামলেছেন ৷ একই দায়িত্ব তিনি ব্রিসবেনের কিম্বারলি কলেজ ফুটবল অ্যাকাডেমিতেও করেছেন ৷ এসসি ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার আগে আর্জেন্টিনার নিউ ওয়েলস ওল্ড বয়েজ ফুটবল দলের সহকারী কোচ ছিলেন গার্সিয়া ৷ তুর্কিতে হেক্টর কুপারের সহকারি হিসেবেও কাজ করেছেন ৷ এছাড়াও দুবাই এবং চিনেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ৷ তবে, গার্সিয়ার যোগদানে এসসি ইস্টবেঙ্গলের ভারতীয় সহকারি কোচ রেনেডি সিংয়ের দায়িত্ব কম হচ্ছে না ৷ তিনিও সহকারী কোচ হিসেবে ম্যানুয়াল ডিয়াজের সঙ্গে কাজ করবেন ৷
আরও পড়ুন : Indian Chess : অতনু লাহিড়িকে বহিষ্কার করল জাতীয় দাবা সংস্থা