কলকাতা, 2 নভেম্বর : ইস্টবেঙ্গলের আই লিগ প্রস্তুতিতে খুশি কোচ আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া । শুধু প্র্যাকটিস নয় ফুটবলাররা যাতে ম্যাচ খেলার মানসিকতা থেকে পিছিয়ে না পড়েন সেকথা মাথায় রেখে প্র্যাকটিস ম্যাচ খেলাচ্ছেন তিনি ।
গতকাল দলের ফুটবলারদের লাল ও সাদা দু'ভাগে ভাগ করে ম্যাচ খেলান । লালরিন ডিকা রালতের একমাত্র গোলে জয় তুলে নেয় ইস্টবেঙ্গলের সাদা দল । মার্তি ক্রিসপি ও কাশেম আইদারাকে লাল দলে রেখে বাকি তিন বিদেশি জুয়ান মেরা, এসপাদা, কোলাডোকে সাদা দলে রেখে ম্যাচ খেলান লাল হলুদের এই স্প্যানিশ কোচ ।
বোরহা গোমেজ নেই । ফলে রক্ষণের কম্বিনেশনে নানাভাবে দেখে নিচ্ছেন তিনি । ক্রিসপি ও মেহতাব সিং বা আসির আখতারকে নিয়ে বোরহা গোমেজের অভাব দূর করার চেষ্টায় আলেয়ান্দ্রো । আই লিগে পাঁচ বিদেশিকে খেলানোর সুযোগ পাচ্ছেন । ফলে প্র্যাকটিস ম্যাচে জুয়ান মেরে গঞ্জালেস, এসপাদা, কোলাডোর মধ্যে বোঝাপড়া গড়ে তুলতে চাইছেন তিনি । একই সঙ্গে পিন্টু মাহাতা, বিদ্যাসাগর সিং, লালরিন ডিকা রালতের মধ্যে সামঞ্জস্য গড়ে তুলে দলের আক্রমণ ও রক্ষণের ভারসাম্য চাইছেন আলেয়ান্দ্রো । দু'টো প্র্যাকটিস ম্যাচের প্রতিদ্বন্দ্বিতা মূলক মানসিকতায় খেলা দেখে খুশি তিনি । ছয় নভেম্বর বেঙ্গালুরু FC-র বিরুদ্ধে তৃতীয় প্রস্তুতি ম্যাচ । তার আগে দলকে যতটা সম্ভব গুছিয়ে নিতে চাইছেন লাল হলুদ হেডস্যার ।