কলকাতা, 23 অগস্ট : চোটের কারণে এএফসি কাপের তৃতীয় ম্যাচে নেই এটিকে মোহনবাগানের ফরাসি মিডফিল্ডার হুগো বুমোস । হ্যামস্ট্রিং চোটের কারণে তিনি ছিটকে গিয়েছেন । এএফসি কাপে এটিকে মোহনবাগানের টানা দুই ম্যাচ জেতার প্রধান কারিগর 16 কোটি টাকার এই মিডফিল্ডার । প্রথম ম্যাচে দলের ভাল খেলার কারিগর ছিলেন তিনি । দ্বিতীয় ম্যাচে পরিবর্ত হিসেবে মাঠে নামেন তিনি ৷ সেই সময় পিছিয়ে থাকা অবস্থা থেকে এটিকে মোহনবাগানকে জয় উপহার দেন হুগো বুমোস । এটিকে-র তিন গোলের মধ্যে দু’টোর রাস্তা গড়েছিলেন তিনি । ফলে হুগো বুমোসের ছিটকে যাওয়া বড় ধাক্কা আন্তেনিও লোপেজ হাবাসের নীল নকশায় ।
এই মুহূর্তে পয়েন্ট টেবিলে এটিকে মোহনবাগান পরপর দু’টো ম্যাচ জিতে ছয় পয়েন্ট নিয়ে সবার উপরে ৷ মঙ্গলবার বাংলাদেশের বসুন্ধরা কিংসের বিরুদ্ধে না হারলেই সবুজ মেরুন ক্লাব পরের পর্বে চলে যাবে ৷ বসুন্ধরা দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ৷ ফলে পরের পর্বের ছাড়পত্র পেতে হলে তাদের সামনে জয় ছাড়া অন্যপথ খোলা নেই ৷ দুরন্ত ফর্মে থাকা বসুন্ধরার রবিনহো সবুজ মেরুন রক্ষণের পরীক্ষা নিতে তৈরি । যদিও এটিকে মোহনবাগান কোচ হুগো বুমোসকে না পাওয়া নিয়ে চিন্তিত নন । এমনকি প্রতিপক্ষ শিবিরের শক্তি ও দুর্বলতা নিয়েও ভাবছেন না তিনি । নিজের দলর পারফরম্যান্সের সামগ্রিক উন্নতি তাঁর একমাত্র লক্ষ্য বলে জানিয়েছেন হাবাস ।
আরও পড়ুন : East Bengal : চুক্তি জটে ক্ষুব্ধ মমতা, বুধবার নবান্নে শ্রী সিমেন্টের সঙ্গে বৈঠক ইস্টবেঙ্গলের
সাধারণত ব্যক্তি নির্ভরতায় বিশ্বাস করেন না আন্তেনিও লোপেজ হাবাস । তাই ফরাসি মিডফিল্ডারকে না পাওয়ার জন্য আফসোস করার চেয়ে প্ল্যান বি তৈরি রাখছেন তিনি । পনেরো দিনের প্রস্তুতি নিয়ে খেলতে এসে যেভাবে দু’টো ম্যাচে এটিকে মোহনবাগান খেলেছে, তাতে খুশি রয় কৃষ্ণাদের হেডস্যার ৷ বিশেষ করে মাজিয়ার বিরুদ্ধে পিছিয়ে পড়ে 3-1 গোলে জয়কে দলের হার না মানা মনোভাব বলছেন তিনি ৷ বাংলাদেশের ক্লাব দলকে নিয়ে হোমওয়ার্ক সেরে ফেলেছেন তিনি ৷ সেই মতো দল সাজাচ্ছেন হাবাস । হুগো বুমোসের অনুপস্থিতিতে লিস্টন কোলাসোকে দিয়ে সামলাতে চাইছেন তিনি ৷ তবে, দিনের শেষে জয় যে তাঁর পাখির চোখ, সেটা বুঝিয়ে দিয়েছেন হাবাস ৷