ETV Bharat / sports

Durand Cup : বলে লাথি মেরে 130তম ডুরান্ড কাপের উদ্বোধন মুখ্যমন্ত্রীর - মমতা বন্দ্যোপাধ্যায়

আজ থেকে শুরু হল 130তম ডুরান্ড কাপ ৷ যুবভারতী ক্রীড়াঙ্গনে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

durand cup
durand cup
author img

By

Published : Sep 5, 2021, 7:41 PM IST

কলকাতা, 5 সেপ্টেম্বর : শুরু হল 130তম ডুরান্ড কাপ ৷ ডুরান্ড কাপের ম্যাচ দিয়ে যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রায় একবছর পরে বল গড়াল । রবিবার 130 বছরের পুরানো এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হয় মহমেডান স্পোর্টিং এবং ইন্ডিয়ান এয়ার ফোর্স ৷ তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডুরান্ড কাপের উদ্বোধন করেন । সেনাবাহিনীর ব্যান্ড এবং হেলিকপ্টার থেকে পুষ্প বৃষ্টি করে উদ্বোধনী অনুষ্ঠানে ভিন্ন মাত্রা দেওয়া হয় । স্টেডিয়ামে উপস্থিত ছিলেন কিছু দর্শক ৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ডুরান্ড কাপের উদ্বোধন করলেও কোনও বক্তব্য রাখেননি । তাঁর সঙ্গে ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি । বলে শট মেরে শতবর্ষ পুরানো এই প্রতিযোগিতার উদ্বোধন করেন তিনি ৷ দর্শক গ্যালারিতে ফিরলেও তাদের অন্তত একটি টিকাকরণ জরুরি । তিন অক্টোবর অবধি চলবে এবারের ডুরান্ড কাপ । আগামী পাঁচ বছর কলকাতায় হবে এই ঐতিহ্যবাহী টুর্নামেন্ট । 16 দলের প্রতিযোগিতায় এসসি ইস্টবেঙ্গল এবং এটিকে মোহনবাগান অংশ নিচ্ছে না । তবে আগামী বছর তাদের খেলতে দেখা যাবে বলে মনে করা হচ্ছে ।

আরও পড়ুন : Tokyo Paralympics: প্য়ারালিম্পিকসে রেকর্ড পদক নিয়ে 24 নম্বরে শেষ করল ভারত

আজ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ জিতেছে মহমেডান স্পোর্টিং ৷ ইন্ডিয়ান এয়ার ফোর্সের দলকে তারা 4-1 গোলে উড়িয়ে দিয়েছে ৷ মহমেডানের হয়ে চারটি গোল করেছেন মিলান সিং, অরিজিৎ সিং, আজহারউদ্দিন মল্লিক এবং মার্কোস জোসেফ ৷

কলকাতা, 5 সেপ্টেম্বর : শুরু হল 130তম ডুরান্ড কাপ ৷ ডুরান্ড কাপের ম্যাচ দিয়ে যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রায় একবছর পরে বল গড়াল । রবিবার 130 বছরের পুরানো এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হয় মহমেডান স্পোর্টিং এবং ইন্ডিয়ান এয়ার ফোর্স ৷ তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডুরান্ড কাপের উদ্বোধন করেন । সেনাবাহিনীর ব্যান্ড এবং হেলিকপ্টার থেকে পুষ্প বৃষ্টি করে উদ্বোধনী অনুষ্ঠানে ভিন্ন মাত্রা দেওয়া হয় । স্টেডিয়ামে উপস্থিত ছিলেন কিছু দর্শক ৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ডুরান্ড কাপের উদ্বোধন করলেও কোনও বক্তব্য রাখেননি । তাঁর সঙ্গে ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি । বলে শট মেরে শতবর্ষ পুরানো এই প্রতিযোগিতার উদ্বোধন করেন তিনি ৷ দর্শক গ্যালারিতে ফিরলেও তাদের অন্তত একটি টিকাকরণ জরুরি । তিন অক্টোবর অবধি চলবে এবারের ডুরান্ড কাপ । আগামী পাঁচ বছর কলকাতায় হবে এই ঐতিহ্যবাহী টুর্নামেন্ট । 16 দলের প্রতিযোগিতায় এসসি ইস্টবেঙ্গল এবং এটিকে মোহনবাগান অংশ নিচ্ছে না । তবে আগামী বছর তাদের খেলতে দেখা যাবে বলে মনে করা হচ্ছে ।

আরও পড়ুন : Tokyo Paralympics: প্য়ারালিম্পিকসে রেকর্ড পদক নিয়ে 24 নম্বরে শেষ করল ভারত

আজ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ জিতেছে মহমেডান স্পোর্টিং ৷ ইন্ডিয়ান এয়ার ফোর্সের দলকে তারা 4-1 গোলে উড়িয়ে দিয়েছে ৷ মহমেডানের হয়ে চারটি গোল করেছেন মিলান সিং, অরিজিৎ সিং, আজহারউদ্দিন মল্লিক এবং মার্কোস জোসেফ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.