মুম্বই, 10 জুন : 2007 সালে টি-20 বিশ্বকাপের আগে ভারতের অধিনায়ক বাছা হয়েছিল মহেন্দ্র সিং ধোনিকে ৷ ইংল্যান্ড সফর, দক্ষিণ আফ্রিকা সফরের ধকলের পর সিনিয়র ক্রিকেটাররা টি-20 ফর্ম্যাটকে সেই সময় বেশি গুরুত্ব দেননি ৷ তাই সেই সময় নতুন অধিনায়ক বেছে নেওয়ার দায়িত্ব পড়েছিল দিলীপ বেঙ্গসরকরের নেতৃত্বাধীন নির্বাচনী কমিটির উপর ৷ তাঁরা ধোনিকে বেছে নিয়েছিলেন ৷ এই সিদ্ধান্তে কিছুটা ব্যথিত হয়েছিলেন ভারতীয় ক্রিকেটের ফ্ল্যামবয়েন্ট ক্রিকেটার যুবরাজ সিং ৷ কারণ তিনি মনে করেছিলেন, রাহুল দ্রাবিড়ের পর তাঁকেই ভারতীয় দলের অধিনায়ক বাছা হবে ৷
এক পোডকাস্ট প্ল্যাটফর্মে সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন, প্রাক্তন এই ভারতীয় ক্রিকেটার ৷ দীর্ঘ 14 বছর পর এ নিয়ে মুখ খুললেন তিনি ৷ জানিয়েছেন, সে সময় সিনিয়ররা সবাই টি-20 বিশ্বকাপকে গুরুত্ব না দিয়ে বিশ্রামে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ৷ তাই তিনি ভেবেছিলেন, তাঁর ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার স্বপ্ন সত্যি হতে চলেছে ৷ কিন্তু, সেখানে যুবরাজের থেকে ধোনিকে বেশি যোগ্য বলে মনে করেছিলেন নির্বাচকরা ৷ যা ভবিষ্যতে একশো শতাংশ সঠিক সিদ্ধান্তে বলে প্রমাণিত হয়েছেও ৷
আরও পড়ুন : ইংল্যান্ডের সর্বাধিক ক্যাপড টেস্ট ক্রিকেটার জেমস অ্য়ান্ডারসন
কিন্তু, এতে ধোনির সঙ্গে তাঁর সম্পর্কে কি কোনও চিড় ধরেছিল? প্রশ্ন কর্তাকে জবাবে যুবি জানিয়েছেন, তিনি একজন স্পোর্টসম্যান এবং তাঁর আগেও একজন টিমম্যান ৷ দেশের জন্য নিজের সেরাটা উজাড় করে দিতে তিনি সবসময় প্রস্তুত ছিলেন ৷ তাই অধিনায়ক হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং রাহুল দ্রাবিড়ের সঙ্গে তিনি যতটা মিলেমিশে কাজ করতেন ৷ ধোনির ক্ষেত্রেও তার অন্যথা হয়নি বলে জানিয়েছেন যুবরাজ সিং ৷