ETV Bharat / sports

WTC Final : বিশ্বকাপে হারের ক্ষতে প্রলেপ দিতে চায় কিউইরা, সুযোগ কাজে লাগাতে চান পূজারা

author img

By

Published : Jun 15, 2021, 10:57 PM IST

শুক্রবার সাউদাম্পটনের রোজ বোলে শুরু হবে মহারণ । টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড । সেই ম্যাচের প্রস্তুতি নিয়ে মঙ্গলবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হন কিউই ব্যাটসম্যান রস টেলর । কিউইদের পাশাপাশি মঙ্গলবার সংবাদমাধ্যমের মুখোমুখি হন ভারতীয় ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা ।

Taylor targets Final redemption
Taylor targets Final redemption

সাউদাম্পটন , 15 জুন : লর্ডসের বেদনা রোজ বোলে ভুলতে চায় নিউজিল্যান্ড । 2019 সালের বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে অদ্ভুত এক নিয়মের গেরোয় হারতে হয়েছিল কিউইদের ৷ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে সেই ক্ষতে প্রলেপ দিতে চান কেন উইলিয়ামসন - রস টেলররা ।

শুক্রবার সাউদাম্পটনের রোজ বোলে শুরু হবে মহারণ । টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড । সেই ম্যাচের প্রস্তুতি নিয়ে মঙ্গলবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হন কিউই ব্যাটসম্যান রস টেলর ।

তিনি বলেন ," দুই বছর আগে আমরা দুর্ভাগ্যজনক ভাবে বিশ্বকাপের ফাইনালে হেরে গিয়েছিলাম ৷ সে সময়ে আমরা ম্যাচটা হারলাম সেই সময় আমার বয়স যা ছিল তাতে মনে হয়েছিল এটাই হয়তো শেষ বিশ্বকাপের ফাইনাল ৷ আমি সৌভাগ্যবান যে এই ম্যাচটা খেলতে পারব৷ 2019 সালে যদি আমরা বিশ্বকাপ জিততাম তাহলে সেই সময়ই হয়তো অবসর নিয়ে নিতাম ৷ তবে অবসর না নিয়ে আমি খুশি ৷ "

তিনি আরও বলেন ," এই ম্যাচে খেলর জন্য অমি সত্যিই মুখিয়ে রয়েছি । শুধু আমি কেন গোটা দল মুখিয়ে রয়েছে । ভারতের বিরুদ্ধে এই ম্যাচটা স্মরণীয় হয়ে থাকবে ৷ আমরা মাত্র সপ্তাহ খানেক টেস্ট ক্রমতালিকায় শীর্ষে রয়েছি ৷ ভারত প্রায় পাঁচ-ছয় বছর ধরে এই জায়গায় রয়েছে ৷ ভারত খুবই শক্তিশালী প্রতিপক্ষ । "

রস টেলর যখন অবসর নিয়ে দ্বিতীয় বার ভাবছেন, এদিকে এই ম্যাচের পর অবসর নিতে চলেছেন নিউজিল্যান্ডের উইকেট রক্ষক বিজে ওয়াটলিং। তাঁর প্রশংসা করেছেন কিউই কোচ গ্যারি স্টিড । তিনি বলেন , "ওয়াটলার দুর্দান্ত খেলোয়াড় , একজন মহান টিমম্যান । গত দশ বছরের বেশি সময় ধরে সে খেলছে । এটা মনে রাখা উচিত ও কিন্তু পরে উইকেট রক্ষক হয়েছে , ওর প্রথম লক্ষ্য উইকেট রক্ষক হওয়া ছিল না । ওকে আমরা কতটা মিস করব তা বলে বোঝানো যাবে না । "

আরও পড়ুন : তিন ম্যাচের বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপ ফাইনাল বাস্তবসম্মত নয় : আইসিসি

কিউইদের পাশাপাশি মঙ্গলবার সংবাদমাধ্যমের মুখোমুখি হন ভারতীয় ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা । টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল তাঁর সামনে একটা বিরল সুযোগ এনে দিয়েছে । টেস্ট স্পেশালিস্ট চেতেশ্বর এই প্রথম কোনও আইসিসির মেজর শিরোপা জয়ের সুযোগ পাচ্ছেন ।

আরও পড়ুন : ভারতীয় ক্রিকেটারদের বলিউড গুগলি, খোশ মেজাজে রাহানেরা

তিনি বলেছেন , "এই ফাইনাল ম্যাচটা আমার কাছে ব্যাক্তিগত ভাবে খুবই গুরুত্বপুর্ণ ৷ টেস্টের ইতিহাসে আমরা প্রথমবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলছি ৷ আমরা দলগতভাবে দীর্ঘদিন ধরে কাজ করছি , দেশে ও বিদেশে এনেকগুলো সিরিজ খেলেছি ৷ শীর্ষে থাকতে হলে কঠোর পরিশ্রম প্রয়োজন ৷ "

সাউদাম্পটন , 15 জুন : লর্ডসের বেদনা রোজ বোলে ভুলতে চায় নিউজিল্যান্ড । 2019 সালের বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে অদ্ভুত এক নিয়মের গেরোয় হারতে হয়েছিল কিউইদের ৷ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে সেই ক্ষতে প্রলেপ দিতে চান কেন উইলিয়ামসন - রস টেলররা ।

শুক্রবার সাউদাম্পটনের রোজ বোলে শুরু হবে মহারণ । টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড । সেই ম্যাচের প্রস্তুতি নিয়ে মঙ্গলবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হন কিউই ব্যাটসম্যান রস টেলর ।

তিনি বলেন ," দুই বছর আগে আমরা দুর্ভাগ্যজনক ভাবে বিশ্বকাপের ফাইনালে হেরে গিয়েছিলাম ৷ সে সময়ে আমরা ম্যাচটা হারলাম সেই সময় আমার বয়স যা ছিল তাতে মনে হয়েছিল এটাই হয়তো শেষ বিশ্বকাপের ফাইনাল ৷ আমি সৌভাগ্যবান যে এই ম্যাচটা খেলতে পারব৷ 2019 সালে যদি আমরা বিশ্বকাপ জিততাম তাহলে সেই সময়ই হয়তো অবসর নিয়ে নিতাম ৷ তবে অবসর না নিয়ে আমি খুশি ৷ "

তিনি আরও বলেন ," এই ম্যাচে খেলর জন্য অমি সত্যিই মুখিয়ে রয়েছি । শুধু আমি কেন গোটা দল মুখিয়ে রয়েছে । ভারতের বিরুদ্ধে এই ম্যাচটা স্মরণীয় হয়ে থাকবে ৷ আমরা মাত্র সপ্তাহ খানেক টেস্ট ক্রমতালিকায় শীর্ষে রয়েছি ৷ ভারত প্রায় পাঁচ-ছয় বছর ধরে এই জায়গায় রয়েছে ৷ ভারত খুবই শক্তিশালী প্রতিপক্ষ । "

রস টেলর যখন অবসর নিয়ে দ্বিতীয় বার ভাবছেন, এদিকে এই ম্যাচের পর অবসর নিতে চলেছেন নিউজিল্যান্ডের উইকেট রক্ষক বিজে ওয়াটলিং। তাঁর প্রশংসা করেছেন কিউই কোচ গ্যারি স্টিড । তিনি বলেন , "ওয়াটলার দুর্দান্ত খেলোয়াড় , একজন মহান টিমম্যান । গত দশ বছরের বেশি সময় ধরে সে খেলছে । এটা মনে রাখা উচিত ও কিন্তু পরে উইকেট রক্ষক হয়েছে , ওর প্রথম লক্ষ্য উইকেট রক্ষক হওয়া ছিল না । ওকে আমরা কতটা মিস করব তা বলে বোঝানো যাবে না । "

আরও পড়ুন : তিন ম্যাচের বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপ ফাইনাল বাস্তবসম্মত নয় : আইসিসি

কিউইদের পাশাপাশি মঙ্গলবার সংবাদমাধ্যমের মুখোমুখি হন ভারতীয় ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা । টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল তাঁর সামনে একটা বিরল সুযোগ এনে দিয়েছে । টেস্ট স্পেশালিস্ট চেতেশ্বর এই প্রথম কোনও আইসিসির মেজর শিরোপা জয়ের সুযোগ পাচ্ছেন ।

আরও পড়ুন : ভারতীয় ক্রিকেটারদের বলিউড গুগলি, খোশ মেজাজে রাহানেরা

তিনি বলেছেন , "এই ফাইনাল ম্যাচটা আমার কাছে ব্যাক্তিগত ভাবে খুবই গুরুত্বপুর্ণ ৷ টেস্টের ইতিহাসে আমরা প্রথমবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলছি ৷ আমরা দলগতভাবে দীর্ঘদিন ধরে কাজ করছি , দেশে ও বিদেশে এনেকগুলো সিরিজ খেলেছি ৷ শীর্ষে থাকতে হলে কঠোর পরিশ্রম প্রয়োজন ৷ "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.