কলকাতা, 23 মে : উপেক্ষার জবাব দিতে চান বাইশ গজেই ৷ তাই যে কোনও ফরম্যাটে নিজেকে নিংড়ে দেওয়ার কথা ঋদ্ধিমান সাহার মুখে ৷ পারফরম্যান্স করেও জাতীয় দল থেকে বাদ। প্রতিবাদের কণ্ঠ সেভাবে জোরাল হয়নি তাঁর জন্য। তবে তা নিয়ে আক্ষেপ করতে রাজি নন। কেরিয়ারে লম্বা সময় কখনওই তাঁর যাত্রাপথ খুব একটা মসৃণ হয়নি ৷ আইপিএলে ভাল পারফরম্যান্সের পুরস্কারস্বরূপ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন টি-20 সিরিজে প্রত্যাবর্তন করছেন দীনেশ কার্তিক ৷ কিন্তু ব্রাত্য বাংলার পাপালি ৷ অথচ ঋদ্ধির পারফরম্যান্স কম ঈর্ষণীয় নয় ৷
চলতি আইপিএলে এখনও পর্যন্ত 9টি ইনিংসে করে ফেলেছেন 312 রান ৷ উইকেটকিপিং গ্লাভস হাতেও যথেষ্ট ভরসা দিচ্ছেন হার্দিক পান্ডিয়ার দলকে। গুজরাতের প্লে-অফে জায়গা করে নেওয়ার পিছনে বাংলার স্টাম্পার-ব্যাটারের অবদান কম নয় ৷ যদিও মঙ্গলবার প্লে-অফে নামার আগে জাতীয় দল নিয়ে ভাবতে রাজি নন ঋদ্ধি। তাঁর পাখির চোখ রাজস্থান রয়্যালস ম্যাচ ৷ জানিয়ে গেলেন পাপালি (Wriddhiman Saha is all set to contribute for GT in IPL eliminator at Eden tomorrow) ৷
এদিন সাংবাদিক সম্মেলনে ঋদ্ধি বলেন, "এই মুহূর্তে আমি আইপিএল খেলছি। দলের হয়ে অবদান রাখতে পারলে ভাললাগে ৷ সেঞ্চুরি বা হাফসেঞ্চুরির শিখর ছুঁতে পারলে আনন্দ হয়। তবে আমার কাছে সবার আগে দল। পরে ব্যক্তিগত সাফল্য। জাতীয় দলে নির্বাচন নিয়ে একদমই চিন্তিত নই । বরং আগামীকালের ম্যাচ নিয়ে ভাবছি ৷ আমি ফিট আছি ৷ প্লে-অফে নামতে পুরোপুরি প্রস্তুত। পাওয়ার প্লে-তে মারকাটারি ব্যাটিং করতে ভাললাগে ৷ প্লে-অফেও তেমনটা করে দলকে সাহায্য করতে পারলে খুশি হব ৷"
আরও পড়ুন : প্রকৃতি পরীক্ষা না-নিলে উপভোগ্য ক্রিকেটের অপেক্ষায় নন্দনকানন
মেয়ের জন্মদিনে শহরে থাকলেও জৈব বলয় ভেঙে যোগ দেওয়া সম্ভব নয়। অগত্যা ফোনেই মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ৷ ইডেনের প্রতিটা ঘাস হাতের তালুর মত চেনা হলেও প্লে-অফ যুদ্ধে নিজেকে 'ঘরের ছেলে' ভাবতে রাজি নন ঋদ্ধি ৷ খানিক অভিমান নিয়েই বঙ্গ ক্রিকেটার বললেন, "আমি এখন গুজরাত টাইটান্সের হয়ে খেলছি ৷ তাই মোতেরা আমার হোম গ্রাউন্ড ৷ এটা ঠিক যে ইডেনে অনেক ম্যাচ খেলেছি। তবে আগামিকালের ম্যাচ আমার কাছে অ্যাওয়ে ম্যাচের সমান ৷"