ETV Bharat / sports

ICC World Cup 2023: হার্দিকের অনুপস্থিতিতে বিরাট-রোহিতদের বোলিং অনুশীলন করা উচিত, দাবি অজয় রাত্রার

ভারতের জন্য় এখন বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে হার্দিক পান্ডেয়ার অনুপস্থিতি ৷ চোটের জেরে আপাতত ইংল্যান্ডের বিরুদ্ধেও মাঠে নামতে পারবেন না তিনি ৷ দলের ভারসাম্যে কতটা প্রভাব ফেলবে হার্দিকের না থাকা? এই নিয়ে ইটিভি ভারতের নবনীত তাপাড়িয়ার কাছে মুখ খুললেন টিম ইন্ডিয়ার প্রাক্তন কিপারব্যাটার অজয় রাত্রা ৷

ICC World Cup 2023
হার্দিক না থাকলে বিরাট রোহিতদের বোলিং অনুশীলন করা উচিত দাবি অজয় রাতরার
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 28, 2023, 8:18 PM IST

Updated : Oct 28, 2023, 10:55 PM IST

হায়দরাবাদ, 28 অক্টোবর: পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর আপাতত চলতি বিশ্বকাপের লিগ টেবিলে শীর্ষস্থান দখল করেছে দক্ষিণ আফ্রিকা ৷ ভারতের সঙ্গে পয়েন্ট সংখ্যা এক হলেও আপাতত তারা এগিয়ে নেট রানরেটে ৷ অবশ্য় রবিবার যদি ইংল্য়ান্ডের বিরুদ্ধে লখনউয়ে জয় তুলে নিতে পারে 'মেন ইন ব্লু' তাহলে আবার শীর্ষস্থানে ফিরবেন রোহিত শর্মারা ৷ কিন্তু এই ম্যাচেও ভারত পাবে না স্টার অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে ৷ সেক্ষেত্রে ষষ্ঠ বোলারের প্রয়োজন হলে ভারতের জন্য হাত ঘোরাবেন কারা? টিম ইন্ডিয়ার প্রাক্তন কিপারব্যাটার অজয় রাত্রার মতে, অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলি প্রয়োজনে বল করা উচিত ভারতের জন্য়৷

প্রসঙ্গত, হার্দিক পান্ডেয়া শুধু যে ব্যাটার হিসাবেই ভারতকে জয় এনে দিতে পারেন তা নয় ৷ এই বিশ্বকাপে বল হাতেও 5টি উইকেট তুলেছেন তিনি ৷ তাই তাঁর জায়গা পূরণ করতে হলে ভারতীয় টিম ম্য়ানেজমেন্টকে দু'টি পরিবর্তন করতেই হয় ৷ একজন ব্যাটারের পাশাপাশি আনতে হয় একজন স্টার বোলারকে ৷ গত ম্য়াচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে 5 উইকেট নিয়ে ভারতকে সমস্যার মুখ থেকে টেনে তুলেছিলেন মহম্মদ শামি ৷ কিউয়ি ব্যাটাররা খুব সহজেই ব্যাট করছিলেন কুলদীপ যাদবের বিরুদ্ধে ৷ যার জেরে একসময় মনে হয়েছিল ষষ্ঠ বোলার না-থাকায় হয়তো বা সমস্যায় পড়বে টিম ইন্ডিয়া ৷

ভারতের বিশ্বকাপ সফর নিয়ে বলতে গিয়ে অজয় রাত্রা ইটিভি ভারতকে বলেন, "এই দলের (ভারতের) সবচেয়ে ভালো দিক হল যে খেলোয়াড় যখনই সুযোগ পেয়েছে, তখনই পারফর্ম করছে ৷ সবক্ষেত্রেই দল হিসাবে ওরা অসাধারণ পারফরম্যান্স দিয়েছে ৷ ফিল্ডিং, ব্যাটিং বা বোলিং যাই হোক না কেন এই প্রতিযোগিতায় নিজেদের আধিপত্য বজায় রেখেছে ভারত ৷"

আরও পড়ুন: হার্দিকের দলে ফেরা নিয়ে সংশয়, ইংল্যান্ড ম্যাচের আগে চিন্তা বাড়ল রোহিতের

প্রাক্তন জাতীয় ক্রিকেটার আরও বলেন, "নিউজিল্যান্ডের বিরুদ্ধে হার্দিকের না-থাকাটা ততটা প্রভাব ফেলেনি ৷ মহম্মদ শামি কামব্যাক ম্যাচে দারুণ বোলিং করেছে ৷ অন্যরাও দারুণ খেলেছে ৷ রোহিত শর্মা, বিরাট কোহলি, কেএল রাহুল দুরন্ত ব্যাট করেছে ৷ পেসার হিসাবে জাসপ্রীত বুমরা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ তিন জনেই ভালো বল করেছে ৷ বাঁ-হাতি স্পিনার রবীন্দ্র জাদেজার পারফরম্যান্সও দারুণ ৷"

হার্দিকের অনুপস্থিতি নিয়ে বলতে গিয়ে রাত্রা বলেন, "হার্দিক বাকি ম্যাচগুলি খেলতে না-পারলে ভারতের টিম ব্যালেন্সে বড় প্রভাব পড়বে ৷ হার্দিক ষষ্ঠ বোলারের পাশাপাশি ফিনিশারের ভূমিকাও পালন করেন ৷ তাঁর অনুপস্থিতিতে দলকে পাঁচ জন স্পেশালিস্ট বোলারের ওপরেই নির্ভর করতে হবে ৷ সুতরাং অধিনায়ক রোহিত এবং কোহলিরও হাত ঘোরানো উচিত ৷"

তাঁর কথায়, "কয়েক বছর আগেই ভারতে যুবরাজ সিং, সুরেশ রায়না, বীরেন্দ্র সেহওয়াগ, সচিন তেন্ডুলকরের মতো ক্রিকেটাররা ছিল ৷ যারা পার্টটাইম বোলার হিসাবে বলও করত ৷ তাই তাদের ষষ্ঠ বোলারের অভাব টের পেতে হত না ৷ এখন রোহিত-বিরাটদের বোলিং অনুশীলন করতে হবে, যাতে তারা সময়ে দলকে সাহায্য করতে পারে ৷"

আরও পড়ুন: রান-আউটের পরেই বুঝেছিলাম এটাই আমার ভারতের শেষ খেলা, নীরবতা ভাঙলেন ধোনি

আফগানিস্তানের কাছে হার ইংল্যান্ড ক্রিকেটারদের মানসিকতায় অনেকখানি প্রভাব ফেলেছে মনে করেন অজয় ৷ রোহিতের অধিনায়কত্ব নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, "আইপিএলে অধিনায়কত্বের বিপুল অভিজ্ঞতা আছে রোহিতের ৷ আইপিএলে কোনও দলকে নেতৃত্ব দেওয়া সহজ কাজ নয় ৷ কারণ এই টুর্নামেন্টে বিদেশি খেলোয়াড়রা থাকে ৷ তাদের এক ছাতার তলায় আনতে হয় ৷ চলতি বিশ্বকাপেও এখনও পর্যন্ত রোহিত অধিনায়ক হিসেবে দারুণ দারুণ সিদ্ধান্ত নিয়েছে ৷"

হায়দরাবাদ, 28 অক্টোবর: পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর আপাতত চলতি বিশ্বকাপের লিগ টেবিলে শীর্ষস্থান দখল করেছে দক্ষিণ আফ্রিকা ৷ ভারতের সঙ্গে পয়েন্ট সংখ্যা এক হলেও আপাতত তারা এগিয়ে নেট রানরেটে ৷ অবশ্য় রবিবার যদি ইংল্য়ান্ডের বিরুদ্ধে লখনউয়ে জয় তুলে নিতে পারে 'মেন ইন ব্লু' তাহলে আবার শীর্ষস্থানে ফিরবেন রোহিত শর্মারা ৷ কিন্তু এই ম্যাচেও ভারত পাবে না স্টার অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে ৷ সেক্ষেত্রে ষষ্ঠ বোলারের প্রয়োজন হলে ভারতের জন্য হাত ঘোরাবেন কারা? টিম ইন্ডিয়ার প্রাক্তন কিপারব্যাটার অজয় রাত্রার মতে, অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলি প্রয়োজনে বল করা উচিত ভারতের জন্য়৷

প্রসঙ্গত, হার্দিক পান্ডেয়া শুধু যে ব্যাটার হিসাবেই ভারতকে জয় এনে দিতে পারেন তা নয় ৷ এই বিশ্বকাপে বল হাতেও 5টি উইকেট তুলেছেন তিনি ৷ তাই তাঁর জায়গা পূরণ করতে হলে ভারতীয় টিম ম্য়ানেজমেন্টকে দু'টি পরিবর্তন করতেই হয় ৷ একজন ব্যাটারের পাশাপাশি আনতে হয় একজন স্টার বোলারকে ৷ গত ম্য়াচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে 5 উইকেট নিয়ে ভারতকে সমস্যার মুখ থেকে টেনে তুলেছিলেন মহম্মদ শামি ৷ কিউয়ি ব্যাটাররা খুব সহজেই ব্যাট করছিলেন কুলদীপ যাদবের বিরুদ্ধে ৷ যার জেরে একসময় মনে হয়েছিল ষষ্ঠ বোলার না-থাকায় হয়তো বা সমস্যায় পড়বে টিম ইন্ডিয়া ৷

ভারতের বিশ্বকাপ সফর নিয়ে বলতে গিয়ে অজয় রাত্রা ইটিভি ভারতকে বলেন, "এই দলের (ভারতের) সবচেয়ে ভালো দিক হল যে খেলোয়াড় যখনই সুযোগ পেয়েছে, তখনই পারফর্ম করছে ৷ সবক্ষেত্রেই দল হিসাবে ওরা অসাধারণ পারফরম্যান্স দিয়েছে ৷ ফিল্ডিং, ব্যাটিং বা বোলিং যাই হোক না কেন এই প্রতিযোগিতায় নিজেদের আধিপত্য বজায় রেখেছে ভারত ৷"

আরও পড়ুন: হার্দিকের দলে ফেরা নিয়ে সংশয়, ইংল্যান্ড ম্যাচের আগে চিন্তা বাড়ল রোহিতের

প্রাক্তন জাতীয় ক্রিকেটার আরও বলেন, "নিউজিল্যান্ডের বিরুদ্ধে হার্দিকের না-থাকাটা ততটা প্রভাব ফেলেনি ৷ মহম্মদ শামি কামব্যাক ম্যাচে দারুণ বোলিং করেছে ৷ অন্যরাও দারুণ খেলেছে ৷ রোহিত শর্মা, বিরাট কোহলি, কেএল রাহুল দুরন্ত ব্যাট করেছে ৷ পেসার হিসাবে জাসপ্রীত বুমরা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ তিন জনেই ভালো বল করেছে ৷ বাঁ-হাতি স্পিনার রবীন্দ্র জাদেজার পারফরম্যান্সও দারুণ ৷"

হার্দিকের অনুপস্থিতি নিয়ে বলতে গিয়ে রাত্রা বলেন, "হার্দিক বাকি ম্যাচগুলি খেলতে না-পারলে ভারতের টিম ব্যালেন্সে বড় প্রভাব পড়বে ৷ হার্দিক ষষ্ঠ বোলারের পাশাপাশি ফিনিশারের ভূমিকাও পালন করেন ৷ তাঁর অনুপস্থিতিতে দলকে পাঁচ জন স্পেশালিস্ট বোলারের ওপরেই নির্ভর করতে হবে ৷ সুতরাং অধিনায়ক রোহিত এবং কোহলিরও হাত ঘোরানো উচিত ৷"

তাঁর কথায়, "কয়েক বছর আগেই ভারতে যুবরাজ সিং, সুরেশ রায়না, বীরেন্দ্র সেহওয়াগ, সচিন তেন্ডুলকরের মতো ক্রিকেটাররা ছিল ৷ যারা পার্টটাইম বোলার হিসাবে বলও করত ৷ তাই তাদের ষষ্ঠ বোলারের অভাব টের পেতে হত না ৷ এখন রোহিত-বিরাটদের বোলিং অনুশীলন করতে হবে, যাতে তারা সময়ে দলকে সাহায্য করতে পারে ৷"

আরও পড়ুন: রান-আউটের পরেই বুঝেছিলাম এটাই আমার ভারতের শেষ খেলা, নীরবতা ভাঙলেন ধোনি

আফগানিস্তানের কাছে হার ইংল্যান্ড ক্রিকেটারদের মানসিকতায় অনেকখানি প্রভাব ফেলেছে মনে করেন অজয় ৷ রোহিতের অধিনায়কত্ব নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, "আইপিএলে অধিনায়কত্বের বিপুল অভিজ্ঞতা আছে রোহিতের ৷ আইপিএলে কোনও দলকে নেতৃত্ব দেওয়া সহজ কাজ নয় ৷ কারণ এই টুর্নামেন্টে বিদেশি খেলোয়াড়রা থাকে ৷ তাদের এক ছাতার তলায় আনতে হয় ৷ চলতি বিশ্বকাপেও এখনও পর্যন্ত রোহিত অধিনায়ক হিসেবে দারুণ দারুণ সিদ্ধান্ত নিয়েছে ৷"

Last Updated : Oct 28, 2023, 10:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.