ETV Bharat / sports

SA vs WIN 4th T-20: ব্রাভোর দুরন্ত বোলিংয়ে প্রোটিয়াজদের বিরুদ্ধে সিরিজ়ে সমতা ফেরাল ওয়েস্ট ইন্ডিজ় - প্রোটিয়াজদের বিরুদ্ধে সিরিজ়ে সমতা ফেরাল ওয়েস্ট ইন্ডিজ়

ওয়েস্ট ইন্ডিজ় অধিনায়ক কাইরন পোলার্ডও ভাল বোলিং করেন ৷ 4 ওভার হাত ঘুরিয়ে মাত্র 24 রান দিয়ে তুলে নেন একটি উইকেট ৷ এছাড়া আন্দ্রে রাসেল নেন 2টি উইকেট ও ক্রিস গেইল নেন একটি ৷

সিরিজ়ে সমতা ফেরাল ওয়েস্ট ইন্ডিজ়
সিরিজ়ে সমতা ফেরাল ওয়েস্ট ইন্ডিজ়
author img

By

Published : Jul 2, 2021, 5:04 PM IST

সেন্ট জর্জিয়া, 2 জুলাই : দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-20 সিরিজ়ে সমতা ফেরাল ওয়েস্ট ইন্ডিজ় ৷ দলের অন্যতম সেরা বোলার ফ্যাবিয়ান অ্যালেনকে ছাড়াই প্রোটিয়াজদের 21 রানে হারাল ক্যারিবিয়ানরা ৷ ফিল্ডিং করার সময় কাঁধে চোট পান অ্যালন ৷ ফলে আর বোলিং করতে পারেননি তিনি ৷ পাঁচ ম্যাচের সিরিজ় বর্তমানে 2-2 ব্যবধানে দাঁড়িয়ে ৷ তাই রবিবার সিরিজ়ের পঞ্চম তথা শেষ ম্যাচই নির্ণায়ক ম্যাচ হতে চলেছে ৷

দুরন্ত বোলিং করলেন ডোয়েন ব্রাভো ৷ 4 ওভার হাত ঘুরিয়ে 19 রানের বিনিময়ে তুলে নিলেন 4টি উইকেট ৷ এমনকি দক্ষিণ আফ্রিকার অধিনায়ক কুইন্টন ডি কক-কেও ফেরালেন ব্রাভো ৷ 60 রান করেন কুইন্টন ডি কক ৷ ওয়েস্ট ইন্ডিজ়ের দেওয়া 168 রানের টার্গেট তাড়া করতে নেমে 146 রানে শেষ হয় প্রোটিয়াজদের ইনিংস ৷

ওয়েস্ট ইন্ডিজ় অধিনায়ক কাইরন পোলার্ডও ভাল বোলিং করেন ৷ 4 ওভার হাত ঘুরিয়ে মাত্র 24 রান দিয়ে তুলে নেন একটি উইকেট ৷ এছাড়া আন্দ্রে রাসেল নেন 2টি উইকেট ও ক্রিস গেইল নেন একটি ৷

ম্যাচের পর ক্যারিবিয়ান অধিনায়ক কাইরন পোলার্ড বলেন, ‘‘ ক্রিস এক ওভার বোলিং করে ও একটি মূল্যবান উইকেট তুলে নেয় ৷ মাঝে মাঝে আমরা রিস্ক নিই...এবং সেটি সফল হয়ে যায় ৷’’

সিরিজ়ের প্রথমবার দক্ষিণ আফ্রিকা অধিনায়ক কুইন্টন ডি কক টস জেতেন ও ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে ডাকেন ৷ তবে প্রোটিয়াজ বোলারদের সামনে একসময় 15 ওভারে 101 রানে 6 উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ় ৷ তবে তারপর 66 রানের অপরাজিত পার্টনারশিপ গড়েন অধিনায়ক কাইরন পোলার্ড ও ফ্যাবিয়ান অ্যালেন ৷

আরও পড়ুন : Karsten Warholm : অলিম্পিক্সের আগে চমক, হার্ডেলসে 29 বছরের পুরনো রেকর্ড ভাঙলেন কার্সটেন ওয়ারহোলম

পোলার্ড 28 বলে অর্ধশতরান করেন ৷ তাঁর 51 রানেই ইনিংসে ছিল 5টি বিশাল ছক্কা ৷ ইনিংসের 19 তম ওভারে 25 রান তোলে ওয়েস্ট ইন্ডিজ় ৷ অন্যদিকে অ্যালেনও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ৷ 13 বলে 19 রান করেন তিনি ৷ এরপরেই ফিল্ডিং করার সময় কাঁধে চোট পান ফ্যাবিয়ান ৷ ফলে বোলিং করতে পারেননি তিনি ৷

সেন্ট জর্জিয়া, 2 জুলাই : দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-20 সিরিজ়ে সমতা ফেরাল ওয়েস্ট ইন্ডিজ় ৷ দলের অন্যতম সেরা বোলার ফ্যাবিয়ান অ্যালেনকে ছাড়াই প্রোটিয়াজদের 21 রানে হারাল ক্যারিবিয়ানরা ৷ ফিল্ডিং করার সময় কাঁধে চোট পান অ্যালন ৷ ফলে আর বোলিং করতে পারেননি তিনি ৷ পাঁচ ম্যাচের সিরিজ় বর্তমানে 2-2 ব্যবধানে দাঁড়িয়ে ৷ তাই রবিবার সিরিজ়ের পঞ্চম তথা শেষ ম্যাচই নির্ণায়ক ম্যাচ হতে চলেছে ৷

দুরন্ত বোলিং করলেন ডোয়েন ব্রাভো ৷ 4 ওভার হাত ঘুরিয়ে 19 রানের বিনিময়ে তুলে নিলেন 4টি উইকেট ৷ এমনকি দক্ষিণ আফ্রিকার অধিনায়ক কুইন্টন ডি কক-কেও ফেরালেন ব্রাভো ৷ 60 রান করেন কুইন্টন ডি কক ৷ ওয়েস্ট ইন্ডিজ়ের দেওয়া 168 রানের টার্গেট তাড়া করতে নেমে 146 রানে শেষ হয় প্রোটিয়াজদের ইনিংস ৷

ওয়েস্ট ইন্ডিজ় অধিনায়ক কাইরন পোলার্ডও ভাল বোলিং করেন ৷ 4 ওভার হাত ঘুরিয়ে মাত্র 24 রান দিয়ে তুলে নেন একটি উইকেট ৷ এছাড়া আন্দ্রে রাসেল নেন 2টি উইকেট ও ক্রিস গেইল নেন একটি ৷

ম্যাচের পর ক্যারিবিয়ান অধিনায়ক কাইরন পোলার্ড বলেন, ‘‘ ক্রিস এক ওভার বোলিং করে ও একটি মূল্যবান উইকেট তুলে নেয় ৷ মাঝে মাঝে আমরা রিস্ক নিই...এবং সেটি সফল হয়ে যায় ৷’’

সিরিজ়ের প্রথমবার দক্ষিণ আফ্রিকা অধিনায়ক কুইন্টন ডি কক টস জেতেন ও ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে ডাকেন ৷ তবে প্রোটিয়াজ বোলারদের সামনে একসময় 15 ওভারে 101 রানে 6 উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ় ৷ তবে তারপর 66 রানের অপরাজিত পার্টনারশিপ গড়েন অধিনায়ক কাইরন পোলার্ড ও ফ্যাবিয়ান অ্যালেন ৷

আরও পড়ুন : Karsten Warholm : অলিম্পিক্সের আগে চমক, হার্ডেলসে 29 বছরের পুরনো রেকর্ড ভাঙলেন কার্সটেন ওয়ারহোলম

পোলার্ড 28 বলে অর্ধশতরান করেন ৷ তাঁর 51 রানেই ইনিংসে ছিল 5টি বিশাল ছক্কা ৷ ইনিংসের 19 তম ওভারে 25 রান তোলে ওয়েস্ট ইন্ডিজ় ৷ অন্যদিকে অ্যালেনও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ৷ 13 বলে 19 রান করেন তিনি ৷ এরপরেই ফিল্ডিং করার সময় কাঁধে চোট পান ফ্যাবিয়ান ৷ ফলে বোলিং করতে পারেননি তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.